রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

Shiboprosad Mukherjee speaks on the new set of rules brought to avoid conflicts during Bengali film releases

বিনোদন | ‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

রাহুল মজুমদার | ৩১ অক্টোবর ২০২৫ ১৫ : ২২Rahul Majumder

২০২৫ সালের পুজোয় মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিগুলির ব্যবসায়িক টানাপোড়েন থেকেই এবার টলিউডে বদলে যাচ্ছে মুক্তির নিয়ম। প্রেক্ষাগৃহের সংখ্যা ও শো-টাইম নিয়ে প্রকাশ্যে ঝামেলায় জড়িয়েছিলেন পরিচালক, প্রযোজক, পরিবেশক - সবাই। একসঙ্গে চারটি ছবি মুক্তির ফলে প্রযোজক থেকে মালিক, সকলেরই নাভিশ্বাস উঠেছিল। একসঙ্গে এতগুলো ছবির মুক্তি এবং ছবির প্রদর্শন সময় নিয়ে খোলাখুলি নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিলেন একাধিক প্রযোজক-পরিচালক। বিষয়টিতে যোগ দিয়েছিলেন প্রেক্ষাগৃহের কর্ণধারেরাও। প্রেক্ষাগৃহের মালিক এবং পরিবেশকেরা জানিয়েছিলেন, একসঙ্গে অনেক ছবি মুক্তি পেলে তাঁদের উপরেও প্রবল চাপ তৈরি হয়। এই অস্থিরতা কাটাতে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইমপা), ফেডারেশন এবং প্রযোজকদের বৈঠকের পর নতুন কিছু নিয়ম চালু হয়েছে। ইন্ডাস্ট্রির সদস্যরা মনে করছেন, এই নিয়মগুলি কার্যকর হলে বাংলা ছবির বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং অস্বাস্থ্যকর প্রতিযোগিতা অনেকটাই কমবে।

দীর্ঘ আলোচনার পর বুধবার রাজ্য সরকার গঠিত ‘স্ক্রিনিং কমিটি’র এক বৈঠকে আগামী বছরের জানুয়ারিতে বাংলা ছবিমুক্তির তালিকা প্রকাশ্যে এল। ইম‌পার সভাপতি পিয়া সেনগুপ্ত এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস যৌথভাবে এই তালিকা ঘোষণা করেছেন।

 

বৈঠকের সিদ্ধান্তে ঠিক হয়েছে, বড়দিনে মুক্তি পাবে তিনটি বড় ছবি। দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি ২’, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত একটি বড় বাজেটের ছবি (যা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ বা কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি বিজয়নগরের হিরে হতে পারে) এবং কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’ সিরিজের নয়া ছবি। পিছোল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’এর মুক্তি পিছিয়ে দিয়েছেন। এটি এখন আগামী বছর অর্থাৎ ২০২৬ -এর ২৩ জানুয়ারিতে মুক্তি পাবে। পিছিয়েছে অঙ্কুশ হাজরার ‘নারী চরিত্র বেজায় জটিল ’ ছবিও। আজকাল ডট ইন-কে জানিয়েছেন তাঁর প্রযোজিত ও অভিনীত এই ছবি এবার মুক্তি পাবে ৯ জানুয়ারি। উল্লেখ্য, ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত হোক কলরব ছবিটিও।

 

এই সিদ্ধান্তে কি তাঁর প্রযোজনা সংস্থার ছবির ব্যবসায় প্রভাব পড়বে? পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছেই এই প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন।শোনামাত্রই দৃঢ় স্বরে এই জনপ্রিয় পরিচালক-প্রযোজক বললেন, “দেখুন, পুজোর সময় একসঙ্গে চারটি ছবি মুক্তি পেয়েছিল। তার ফলে পরিচালক-প্রযোজক-প্রেক্ষাগৃহ মালিক সবাইকেই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। কারণ একসঙ্গে চারটে ছবি প্রেক্ষাগৃহে চালানো প্রায় অসম্ভব। এবার বড়দিনে সেখানে পাঁচটি ছবির মুক্তি পাওয়ার দিকে এগোচ্ছিল। তাই, ইন্ডাস্ট্রির স্বার্থে সিদ্ধান্ত নিতেই হত যে কোনও দু’টি ছবিকে সরিয়ে দেওয়ার। এবার আসি ব্যবসার কথায়। বৃহত্তর স্বার্থের কথা দেখলে এবং ভাবলে নিজের স্বার্থের কথা ভাবলে চলে না। ইন্ডাস্ট্রির ভাল আমরা সবাই চাই। আর আমি তো একা নয়। অঙ্কুশ, ফিরদৌসুল হাসান সবাই নিজেদের ছবির মুক্তির তারিখ পিছিয়েছেন গোটা পরিস্থিতি দেখে।”

 

প্রশ্ন ছিল, এই সিদ্ধান্তে আদৌ কি খুশি তিনি? দৃপ্ত স্বরে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর প্রযোজক বললেন, “এখানে খুশি অখুশির ব্যাপার নয়। ওই যে বললাম, ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের ব্যাপার। সেই জায়গা থেকে কাউকে না কাউকে তো একটু এগোতে হবে, পিছোতে হবে। সারা জীবন-ই তাই হয়ে এসেছে। ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের কথা-ই আমাদের সবার দেখা উচিত এইটুকুই। আমরা যাঁরা ইন্ডিপেন্ডেন্ট প্রযোজক, তাঁরা একটা বৃহত্তর লক্ষ্যকে মাথায় রেখেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছি। এটা সবে শুরু। আশা করব, ভবিষ্যতে এটা সবাই মাথায় রেখে এগোবে। আর সত্যি কথা বলতে কী, এই ইন্ডাস্ট্রি তো আমাদের ঘরবাড়ি, এখানেই বড় হয়েছি, জীবন কাটছে। তাই এখানকার পরিবেশ সুস্থ রাখা, সুন্দর পরিবেশ রাখা এর ভাল চাওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য।”

 

তবে কথাশেষে 'রক্তবীজ'-এর অন্যতম এই পরিচালক বললেন, “তবে একটা কথা, যাঁরা তাঁদের ছবি নির্ধারিত মুক্তির তারিখ থেকে পিছিয়ে দিল, যেমন আমাদের ছবিটি, এসভিএফ সংস্থার একটি ছবি...এই দু'টি ছবি কিন্তু যখন মুক্তি পাবে তখন কিন্তু তারা প্রেক্ষাগৃহ পাওয়া, হল-শেয়ারিং এবং ছবির প্রদর্শন সময়, ‘প্রাইম টাইম শো’ সবকিছুর বিষয়েই তাদের অগ্রাধিকার থাকবে। এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।”

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া