রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

সুমিত চক্রবর্তী | ৩১ অক্টোবর ২০২৫ ১৭ : ৩৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  প্রকৃত ভোটারদের হয়রানি বন্ধ করে নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি তুলেছে সিপিআইএম। এবিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একাধিক প্রস্তাব ও অভিযোগসহ ১৩ দফা সুপারিশপত্র জমা দিয়েছেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও পক্ষপাতহীন করার ওপর জোর দিয়েছেন।


চিঠিতে সেলিম প্রস্তাব দিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিশনের আধিকারিকদের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যৌথ নজরদারি কমিটি গঠন করতে হবে, যাতে সংশোধনীর কাজের ক্ষেত্রে কোনও পক্ষের মধ্যে অবিশ্বাসের পরিবেশ তৈরি না হয়। এর আগে এসআইআর সংক্রান্ত সর্বদলীয় বৈঠক এবং বাম দলগুলির যৌথ স্মারকলিপিতেও এই দাবি গুরুত্ব পেয়েছিল।


মহম্মদ সেলিমের মতে, এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক নজরদারির সুযোগ না থাকলে প্রকৃত ভোটাররা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই একই বিধানসভা কেন্দ্রে একাধিক বুথে একই বিএলএ (Booth Level Agent)-কে দায়িত্ব দেওয়ার অনুমতি থাকা উচিত। পাশাপাশি, বিএলও (Booth Level Officer) এবং বিএলএ–দের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুন: দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার


চিঠিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তিবর্ষ হিসাবে ধরা যথাযথ নয়। তার সঙ্গে পরবর্তী বছরের তালিকাগুলিকেও বিবেচনায় নেওয়া প্রয়োজন। মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, স্থানান্তরিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের তথ্য যাচাই করে সঠিক সংশোধন করা—এসব প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন সেলিম।


তিনি আরও উল্লেখ করেছেন, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড বা জব কার্ডের মতো সরকারি নথি যেন ভোটারদের পরিচয়ের প্রমাণ হিসাবে গ্রহণ করা হয়। কোনও প্রকৃত ভোটারের নাম যাতে ভুলবশত বাদ না পড়ে, সে বিষয়ে সতর্ক থেকে প্রত্যেককে যথাযথ নোটিশ ও শুনানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


সেলিমের চিঠিতে আরও বলা হয়েছে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন সিএএ–সংক্রান্ত শিবির ও নাগরিকত্বদান বিষয়ক রাজনৈতিক প্রচার বন্ধ রাখা জরুরি। পাশাপাশি, কমিশনের স্পষ্ট নির্দেশিকা সম্বলিত একটি জনসাধারণের জন্য উন্মুক্ত নির্দেশিকা-পুস্তিকা প্রকাশের আবেদনও জানিয়েছেন তিনি।
চিঠিতে দাবি করা হয়েছে, ভোটার তালিকা তৈরির দায় নাগরিকদের ঘাড়ে চাপানো অনুচিত। নির্বাচন কমিশনকেই সেই দায়ভার নিতে হবে এবং সমস্ত পরিবর্তন রাজনৈতিক দলগুলির কাছে সময়মতো জানিয়ে জনসমক্ষে প্রকাশ করতে হবে। পরিযায়ী শ্রমিক ও ছাত্রছাত্রীদের নাম যেন অস্থায়ী অনুপস্থিতির কারণে বাদ না যায়, সেদিকেও নজর দেওয়ার অনুরোধ করেছেন সেলিম।


চিঠির শেষে তিনি উল্লেখ করেছেন, ভোটার তালিকা প্রক্রিয়ায় কেউ যেন অযথা হয়রানির শিকার না হন, বিএলওদের পরিচয় স্পষ্টভাবে চিহ্নিত করা হয় এবং সবার জন্য একই ধরনের ভোটার পরিচয়পত্র ইস্যু করা হয়—এই বিষয়গুলিও নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ দাবি করে।


সিপিআইএম-এর দাবি—স্বচ্ছ, নির্ভুল ও নাগরিক-বান্ধব ভোটার তালিকা তৈরিতে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষ আস্থা রাখতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া