রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ৩১ অক্টোবর ২০২৫ ১৪ : ২৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দিল্লি-এনসিআরের ধোঁয়াটে আকাশ শুধু শহরের স্কাইলাইন ঢেকে দিচ্ছে না, বরং এখানকার বাসিন্দাদের ফুসফুসকেও শ্বাসরোধ করছে। সম্প্রতি কমিউনিটি প্ল্যাটফর্ম লোকালসার্কেলস পরিচালিত এক সমীক্ষায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। এই অঞ্চলের প্রতি চারটি পরিবারের মধ্যে তিনটিতে অন্তত একজন অসুস্থ, যার মূল কারণ হচ্ছে দূষিত বাতাস ও মৌসুমি ভাইরাসের যৌথ প্রভাব। ফলে রাজধানী কার্যত এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকটের মুখে দাঁড়িয়ে।
এই সমীক্ষায় দিল্লি, গুরগাঁও, নয়ডা, ফারিদাবাদ এবং গাজিয়াবাদের ১৫,০০০-রও বেশি নাগরিকের মতামত সংগ্রহ করা হয়েছে। ফলাফল বলছে, গত এক মাসে অসুস্থতার হার বিপজ্জনকভাবে বেড়েছে। সেপ্টেম্বরের শেষে যেখানে ৫৬% পরিবারের একজন বা একাধিক সদস্য অসুস্থ ছিলেন, বর্তমানে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৭৫%-এ।
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ডাক্তাররা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে H3N2 ইনফ্লুয়েঞ্জা ও অন্যান্য ভাইরাল সংক্রমণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। জ্বর, গলা ব্যথা, কাশি, শরীর ব্যথা, দুর্বলতা ও ক্লান্তির মতো উপসর্গ এখন প্রতিটি পরিবারের পরিচিত সমস্যা চিকিৎসকদের মতে, রোগীদের আরোগ্য হতে এখন ১০ দিনেরও বেশি সময় লাগছে, বিশেষ করে শিশু, প্রবীণ ও পূর্ববর্তী শারীরিক অসুস্থতায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে পরিস্থিতি আরও বিপজ্জনক।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের কাছে শেষ দিন, সুযোগ হারালেই বড় মিস
উৎসবের আমেজ ফুরোতেই দিল্লির আকাশ ফের মৃত্যুবাহী ধোঁয়ায় ঢেকে গেছে। শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) টানা কয়েকদিন ধরে ৪০০ থেকে ৫০০-এর মধ্যে ঘুরছে, যা “গুরুতর” পর্যায়ের। আতসবাজির ধোঁয়া, পার্শ্ববর্তী রাজ্যগুলির পরিত্যক্ত ফসল পোড়ানো, গাড়ির ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা মিলে বাতাসকে এক মারাত্মক বিষমিশ্রণে পরিণত করেছে।
PM2.5 স্তর বর্তমানে প্রতি ঘনমিটারে ৩৫০ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার প্রায় দশগুণ বেশি। লোকালসার্কেলস-এর তথ্য অনুযায়ী, প্রতি চারটি পরিবারের তিনটিতে শ্বাসকষ্ট, কাশি, গলা জ্বালা, নাক বন্ধ, চোখে জ্বালা, মাথাব্যথা প্রভৃতি দূষণ-জনিত উপসর্গ দেখা দিচ্ছে।
সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, “দিল্লির বাসিন্দারা এক দ্বিমুখী বিপদের মধ্যে পড়েছেন। ভাইরাসের সংক্রমণ চলছে এমন সময়ে মারাত্মক বায়ুদূষণও আঘাত হেনেছে। ফলে রোগীদের আরোগ্য প্রক্রিয়া ধীর হচ্ছে এবং শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে।”
বায়ুদূষণ ও ভাইরাল সংক্রমণ একসাথে চলায় নাগরিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। কেউ জানেন না এটি সর্দি-কাশি নাকি দূষণের প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, এই যৌথ স্বাস্থ্যঝুঁকি দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সমীক্ষা পরিচালনাকারীরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন দূষণের মূল উৎসগুলো যেমন যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, ও পাঞ্জাব-হরিয়ানার খড় পোড়ানো — কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি নাগরিকদের মাস্ক পরা, ঘরের বাতাস পরিষ্কার রাখা ও বড় জনসমাবেশ এড়ানো সংক্রান্ত সচেতনতা বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।
রিপোর্টের উপসংহারে বলা হয়েছে, “এখন কেবল পরিচ্ছন্ন বাতাস নয়, দরকার একটি সমন্বিত জনস্বাস্থ্য উদ্যোগ।” দিল্লির মতো শহরে, যেখানে এখন শ্বাস নেওয়াই একপ্রকার বিপজ্জনক কাজ, এই সংকট আর রোজকার সমস্যা নয় — এটি এক দীর্ঘমেয়াদি পরিবেশ ও জনস্বাস্থ্য বিপর্যয়। নাগরিকরা আবারও মনে করিয়ে দিচ্ছেন, পরিশুদ্ধ বাতাস কোনও বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার যা বহু আগেই তাদের প্রাপ্য ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?