রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ১২৭ নট আউট, ভারতবাসীর নয়নের মণি জেমিমার জীবনে রয়ে গিয়েছে এক বড় আক্ষেপ, জানেন সেই গল্প?

কৌশিক রয় | ৩১ অক্টোবর ২০২৫ ১৪ : ২৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: গত কয়েক বছরে একের পর এক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে জেমিমা রড্রিগেজকে। গত বিশ্বকাপের দল থেকে বাদ পড়া, বাবার বিতর্কের কারণে জিমখানার সদস্যপদ বাতিল, চলতি বিশ্বকাপে দু’ম্যাচে শূন্য রান, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দল থেকে বাদ পড়া। কিন্তু তারপরেও তিনি হেরে যাননি।

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেমিমা প্রমাণ করে দিলেন কেন তিনি দেশের অন্যতম উজ্জ্বল প্রতিভা। নভি মুম্বাইয়ের ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে আইসিসি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে ভারতকে এনে দিয়েছেন ঐতিহাসিক জয়।

মাত্র ২৫ বছর বয়সে তিনি একা হাতে ভারতকে ফাইনালে তুলেছেন। এই ইনিংসের মাধ্যমে জেমিমা তাঁর নাম লিখিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট ইতিহাসের সোনালি অধ্যায়ে। কিন্তু মাঠের বাইরে, এই তারকা ক্রিকেটারের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আগ্রহও কম নয়।

ঝলমলে কেরিয়ারের আড়ালে, জেমিমার জীবনের ব্যক্তিগত দিকটি তুলনামূলকভাবে অনেকটাই অজানা। সম্প্রতি, একটি পডকাস্টে ইউটিউবার রণবীর আলাহবাদিয়ার সঙ্গে কথোপকথনে জেমিমা নিজেই তাঁর সম্পর্কের বিষয়ে খোলাখুলি বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত তিনি পুরোপুরি সিঙ্গেল।

কারণ ছোটবেলা থেকেই তাঁর সমস্ত মনোযোগ ছিল কেবল ক্রিকেটে। কিশোর বয়স থেকেই কঠোর অনুশীলনের কারণে নিজের ব্যক্তিগত জীবনের জন্য কখনও সময়ই বের করতে পারেননি জেমিমা। তবে তিনি স্বীকার করেন, মাঝে মাঝে কোনও সঙ্গী না থাকার এই বিষয়টিও তাঁকে ভাবায়।

জেমিমার কথায়, ‘অনেক সময় মনে হয়, যদি এমন কেউ থাকত যার সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নিতে পারতাম’! তবে তিনি এটাও বলেন, ‘একজন সঙ্গী থাকা যেমন মানসিকভাবে ভরসা জোগাতে পারে, তেমনি তা লক্ষ্য থেকে মনোযোগ সরিয়ে দিতেও পারে’।

জেমিমা জানান, তিনি এমন কাউকেই খুঁজছেন, যিনি তাঁকে তাঁর নিজের জন্য ভালবাসবেন। শুধুমাত্র একজন সফল ক্রিকেটার বলে যেন সম্পর্কটা না হয়। জেমিমা আরও জানান, তাঁর অনেক সতীর্থই সোশ্যাল মিডিয়া বা কলেজে তাঁদের সঙ্গীর সঙ্গে পরিচিত হয়েছেন, কিন্তু তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন ক্রিকেটকেই।

তাঁরই এক সতীর্থ স্মৃতি মান্ধানা প্রকাশ্যে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। উল্টোদিকে, জেমিমা ব্যক্তিগত জীবনটিকে গোপন রাখতেই পছন্দ করেন। জেমিমা জন্মগ্রহণ করেছেন মুম্বইয়ের এক মাঙ্গলোরিয়ান খ্রিস্টান পরিবারে। তাঁর বাবা ইভান রড্রিগেজ এবং মা লাভিতা রড্রিগেজ তাঁর জীবনের সবচেয়ে বড় প্রেরণা।

ইভান নিজে একজন প্রাক্তন ক্লাব পর্যায়ের ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ। যিনি মেয়ের ক্রিকেট জীবনের শুরু থেকেই পাশে থেকেছেন। তিনি এমনকি মেয়েদের ক্রিকেট দলও গঠন করেছিলেন জেমিমার স্কুলে, যাতে তাঁর মেয়ে নিয়মিত খেলতে পারে।

অন্যদিকে, মা লাভিতা একজন পুষ্টিবিদ ও ক্রীড়াপ্রেমী, যিনি মেয়ের কেরিয়ারে সমানভাবে সহায়তা করেছেন। জেমিমা ছোটবেলায় প্রথমে ভান্ডুপ এলাকায় থাকলেও পরে উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে পরে বান্দ্রায় চলে আসেন। পরিবারের সেই সিদ্ধান্তেই আজ তিনি আন্তর্জাতিক সাফল্যের শিখরে।

মাত্র ১৭ বছর বয়সে ভারতের জাতীয় দলে অভিষেক ঘটে জেমিমার। এরপর থেকে তিনি হয়ে ওঠেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। ২০১৭ সালে ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাঁর ২০২ রানের ইনিংস তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

তারপর থেকে তিনি ভারতীয় দলে নিয়মিত মুখ, ওডিআই, টেস্ট ও টি–টোয়েন্টি, সব ফরম্যাটেই সফল। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ায় ওমেন্স বিগ ব্যাশ লিগে (WBBL) ব্রিসবেন হিট দলের হয়ে দেখা গিয়েছে তাঁকে।  

তবে বিশ্বকাপ সেমিফাইনালের ইনিংস তাঁকে পৌঁছে দিয়েছে এক অন্য পর্যায়ে। জেমিমা রদ্রিগেজ আজ শুধুই একজন ক্রিকেটার নন, তিনি একটা জেনারেশনের অনুপ্রেরণা যিনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দৃঢ়তা থাকলে স্বপ্ন কখনও দূরে থাকে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া