রবিবার ১১ জানুয়ারী ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দিল্লিতে জাদেজার নজির, ছাপিয়ে গেলেন দেশের এক চ্যাম্পিয়ন বোলারকে

কৃষানু মজুমদার | ১৩ অক্টোবর ২০২৫ ২২ : ৩৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র জাদেজার রেকর্ড। দিল্লিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই টেস্টেই রেকর্ড গড়লেন ভারতের অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে এক উইকেট শিকার করেই মাইলস্টোন ছুলেন জাদেজা। দেশের জার্সিতে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট শিকারের তালিকায় তিনি ভেঙে দিলেন অগ্রজ হরভজন সিংয়ের রেকর্ড।

সর্বাধিক উইকেট শিকারের তালিকায় সবার উপরে রয়েছেন অনিল কুম্বলে। ২০৪ ইনিংসে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনারের উইকেট সংখ্যা ৪৭৬। দ্বিতীয় স্থানে ৪৭৫ উইকেট নিয়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৭৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রবীন্দ্র জাদেজা। হরভজন সিংয়ের সংগ্রহে ছিল ৩৭৬ উইকেট। ভাজ্জিকে টপকে গেলেন জাদেজা।

এদিকে দ্বিতীয় টেস্ট জয়ের মুখে ভারত। হাতে নয় উইকেট। শেষ দিন জিততে হলে ভারতের চাই মাত্র ৫৮ রান। এর আগে চতুর্থ দিন ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস শেষ হল ৩৯০ রানে। এগিয়ে থাকা ১২০ রানে। জন ক্যাম্পবেলের (‌১১৫)‌ পর শতরান করেছেন শাই হোপও (‌১০৩)‌। অধিনায়ক রস্টন চেজের অবদান ৪০। ৫০ রানে অপরাজিত থেকেছেন জাস্টিন গ্রিভস। সবচেয়ে অবাক করার ১১ নম্বরে নামা জেডন সিলস করেন ৩২। তাঁকে ফেরান বুমরা। 

৩১১ রানেই নয় উইকেট পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের। শেষ উইকেটে ৭৯ রান যোগ করেন গ্রিভস ও সিলস। প্রথম ইনিংসে না হলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু ভারতীয় বোলিং প্রশ্নের মুখে পড়ল। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ ও বুমরা পেলেন তিনটি করে উইকেট। সিরাজ পেয়েছেন দুটি। দিল্লি টেস্টে আট উইকেট হল কুলদীপের।

প্রথম ইনিংসে ২৪৮ রানে শেষ হয়েছিল ক্যারিবিয়ানদের ইনিংস। তার আগে ভারত তুলেছিল ৫১৮। দিল্লি টেস্ট জিততে শেষ দিন ভারতকে করতে হবে আর মাত্র ৫৮ রান। এদিকে চতুর্থ দিনের দুপুরে গড়িয়ে যাওয়ার পরেও ওয়েস্ট ইন্ডিজের লড়াই চালিয়ে যাওয়ার পর ভারতীয় নেতৃত্ব নিয়ে ফের উঠে গেল প্রশ্ন। অধিনায়ক শুভমান গিল ও কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন সমর্থকরা। প্রথম ইনিংসে মাত্র ২৪৮ রানে গুটিয়ে গিয়ে ফলো-অন খাওয়ার পর জন ক্যাম্পবেল ও শাই হোপের জোড়া শতরানের পার্টনারশিপে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে হার এড়িয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তারা লিড পাওয়ায় ভারতকে আবার ব্যাট করতে বাধ্য করল ক্যারিবিয়ানরা। 

২০১২ সালে আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষবার ফলো-অন করানোর পর এই প্রথমবার এমন দৃশ্য দেখা গেল। ভারতকে আবার ব্যাট করতে হল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এতদিনে ফলো-অন করানোর পর ভারত জিতেছিল আটটি টেস্ট ইনিংসের ব্যবধানে। দুটি ম্যাচ ড্র হয়েছিল আবহাওয়ার কারণে। কিন্তু প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে ভারতের আবার ব্যাট করার প্রয়োজন পড়েনি।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বোলারদের জন্য তেমন কিছুই ছিল না পিচে। ভারত ৫ উইকেটে ৫১৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে। শুভমান গিল অপরাজিত ছিলেন ১২৯ রানে, যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত শতরান ভারতকে বড় টোটাল তুলতে সাহায্য করে। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর নামেননি ব্যাট করতে। তবুও টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল যে রান যথেষ্ট হয়েছে।

প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। কুলদীপ যাদব ৫ উইকেট, জাদেজা ৩, বুমরা এবং সিরাজ প্রত্যেকে একটি করে উইকেট নেন। তৃতীয় দিনের বিকেলে ২৭০ রানের লিড পেয়ে ভারত ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় ইনিংসে চন্দ্রপল এবং অ্যালিক আথানাজ দ্রুত ফিরলেও ক্যাম্পবেল ও শাই হোপ ১৭৭ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরান। 

এর পর থেকেই উঠেছে প্রশ্নএমন পিচে, যেখানে বোলারদের কোনও সাহায্য মিলছে না, সেখানে ৮১.৫ ওভার বল করার পর কেন আবার ফলো-অন করানো হল? অনেকেই মনে করছেন, ভারতকে আরও কিছুক্ষণ ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে সম্পূর্ণভাবে ম্যাচ থেকে বাইরে বের করে দেওয়া উচিত ছিল। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের ৯০ ওভারের বেশি বল করতে হয়, যা বুমরাহ ও সিরাজের মতো পেসারদের উপর অতিরিক্ত চাপ তৈরি করে।

সোশ্যাল মিডিয়ায় গিল ও গম্ভীরকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারী লেখেন, ‘ফলো-অন করানো মানেই আক্রমণাত্মক সিদ্ধান্ত নয়। যখন সময়ের কোনও চাপ নেই, তখন ফলো-অন করানো নিছক বোকামি।’ আরেকজনের মন্তব্য, ‘ফলো-অন করেও যদি প্রতিপক্ষ লিড নেয়, তাহলে সেটা নৈতিকভাবে হার।’

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া