সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১০ অক্টোবর ২০২৫ ১৭ : ০৭Rahul Majumder
২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেব অভিনীত পুজোর ছবি ‘রঘু ডাকাত’। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। পুজোয় যে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল, তাদের মধ্যে ব্যবসার নিরিখে একেবারে উঁচুতে বসে রয়েছে এই ছবি। রঘু ডাকাত ছবি প্রসঙ্গে দেব জানিয়েছিলেন 'রঘু ডাকাত' তার কেরিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি। খাদান এর পর আবার এই ছবিতেই আবার জুটি বেঁধেছে দেব এবং ইধিকা পাল। এ ছবিতে দেব-ইধিকার পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ওম সাহানি, রূপা গাঙ্গুলি এবং অ্যালেক্স ও’নেল। পুজোর পর্দায় একের পর এক ছবি মুক্তির ভিড়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবার দেখলেন ‘রঘু ডাকাত’। আর তাঁর ভাষায়, "ইতিমধ্যে সমাজমাধ্যমে রঘুর বক্স অফিসে ডাকাতির খবর সবাই জেনে গেছেন!"
ফেসবুক পোস্টে কৌশিক লিখলেন, “এবছরের পুজোর সিনেমা দেখা শেষ হলো গতকাল। এস ভি এফ ও দেবের আমন্ত্রণে রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিলাম। ইতিমধ্যে সমাজমাধ্যমে রঘুর বক্স অফিসে ডাকাতির খবর সবাই জেনে গেছেন। কাজেই ছবি নিয়ে জানা কথাগুলো আবার লেখার কোনো মানেই হবে না। এই ছবি ১০০% বানিজ্যিক ঘরানার ছবি হিসেবেই পরিচালক ও তার বিশাল বাহিনী নির্মাণ করেছেন। ম্যাগনাম ওপাস বানাতে ভালোবাসে ধ্রুব ও সেটাই ওর প্রাথমিক প্রেরণা। ও প্রকাশ্যেই বলে যে ছবির স্কেলকে যতটা বড় করা সম্ভব সেটাই ওর সাধনা ও জেদ। নইলে ২০০ কোটির ভাবনা আনুমানিক ১০ কোটির বাজেটে বানানোর সাহস যে ওর আছে সেটাই প্রমাণ করলো রঘু ডাকাতে। ও পাশে পেয়েছে দেবের মতো এমনই একজন অভিনেতা ও দুই প্রযোজককে যাদের মজ্জায় গেঁথে আছে পপুলার সিনেমার নেশা। সফল অজস্র সুপারহিট ছবির ইতিহাস তাদের সিন্দুকে আছে। রঘু ডাকাত তেমনই একটা প্রয়াস। ধ্রুব, এস ভি এফ ও দেবের টিমকে অভিনন্দন।

এই যে বড় করে ভাবতে পারাটা কেবল কাগজে কলমে হয়না। একটা কলাকুশলীদের সংগঠন ও আবেগ লাগে। পুজোর চারটি সিনেমা দেখে আমার এই উপলব্ধি হয়েছে যে, এই পুজো আমার কাছে কোনো ব্যক্তির সাফল্য নয়। কোনো তারকার বা পরিচালকের নয় এই পুজোর সিনেমাগুলো, এবছর আমাদের কলাকুশলীদের অক্লান্ত নিষ্ঠার উৎসব।এই ৪টে ছবির বিভিন্ন বিভাগের লঘু বা গুরু খামতিগুলোর ওপর দক্ষতার রাংতা-মোড়ক লাগিয়ে বিপনন যোগ্য করার জন্য প্রাণপাত করেছেন নেপথ্যের নায়করা। এই পুজোয় যার যেটুকু আমদানি হয়েছে তার প্রথম প্রশংসা প্রাপ্য প্রতিটি টেকনিক্যাল সদস্যর। শিল্প নির্দেশকের টিম, সম্পাদকেরা, পোশাক, মেকআপ, কেশসজ্জা, আলো, ফাইটমাস্টারদের দল, সহকারী পরিচালকরা ও বাকি প্রত্যেকে ছবিগুলোতে পরিচালকের স্বপ্নের বাহক হয়েছেন। তাই আমার মতে এই পুজোর সাফল্য তাদের সবার প্রথমে প্রাপ্য। অভিনেতা, স্টার, সঙ্গীত পরিচালক বা ক্যামেরাম্যানের প্রশংসা শুনে শুনে আমরা চিরকাল অভ্যস্ত। এবারের গল্পটা একটু আলাদা। পিরিয়ড পোশাক বা ইতিহাস অনুপ্রাণিত কাল্পনিক ইউনিভার্সের পোশাক; পাশাপাশি তাদের বাসস্থান বা ব্যবহৃত জিনিসপত্র কতো যত্ন নিয়ে তারা তৈরি করেছে। এতগুলো চরিত্রের গেটআপ ভেবেচিন্তে সৃষ্টি করতে হয়েছে! দুর্বল কাহিনি বিন্যাস বা অগোছালো চিত্রনাট্যকে এডিটররা উতরে দিয়েছেন দিনরাত পরিশ্রম করে। অল্প বাজেটে আবহসঙ্গীতে ম্যাগনাম ওপাস ধাঁচের সাউন্ডস্কেপের মেজাজ তৈরি করা তো মুখের কথা নয়। তারা করেছেন।
একবার ভেবে দেখবেন এবার অধিকাংশ ছবিতে প্রায় প্রতিদিন নিয়মিত ৩০০ থেকে ৫০০ শিল্পী অভিনয় করেছেন! এদের সবার জামাকাপড় নিয়মিত ধুতে ও ইস্ত্রি করতে কতো মানুষকে পরিশ্রম করতে হয়েছে রোজ! এতো মানুষকে চারবেলা খাওয়ার ও দিনভর চা-জল দেওয়ার ধকলটাও কম নয় কিন্তু ! তাই এবারের সিনেমার শারদ সম্মান কলাকুশলীদের জন্য থাক। আমার কাছে এই পুজোয় প্রতিটা ঠাকুরের চেয়ে তার পোশাক, সাজগোজ ও একচালার অলঙ্করণ বেশি মুগ্ধ করেছে। সেটাও একটা বড় পাওয়া? তাই সিনেমার কোনো ছবি না দিয়ে রঘু ডাকাতের মহরতের একটা ছবি দিলাম; ওদের বিশাল সিনেপরিবারের উদ্দেশ্যে।”
(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল)।
প্রসঙ্গত, এসভিএফ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি দেব এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়—দুজনেরই দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প। প্রথম ঘোষণা হয় ২০২১ সালে, কিন্তু নানা কারণে শুটিংয়ের কাজ শুরু হতে দেরি হয়। অবশেষে এ বছর শুটিং ফ্লোরে যায় ছবিটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি