সোমবার ১২ জানুয়ারী ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | তেরো বছর আগে এলকোর বিরুদ্ধে বিরাট জয়, বিশেষ দিনে অস্কারের কাছে কল্যাণী ফিরল পয়মন্ত হয়েই

কৃষানু মজুমদার | ০৮ অক্টোবর ২০২৫ ২০ : ২৭Krishanu Mazumder

ইস্টবেঙ্গল-৪ শ্রীনিধি-০
(জয়, সল, হামিদ, জিকসন)

কৃশানু মজুমদার: ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর সঙ্গে কল্যাণীর রোম্যান্স যেন মান্না দে-র সেই বিখ্যাত গানের লাইন, 'হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে'' এই কল্যাণীতেই এলকো শ্যাটরির ইউনাইটেড স্পোর্টসকে  ৩-১ গোলে মাটি ধরিয়েছিল অস্কার ব্রজোঁর স্পোর্টিং ক্লুব দ্য গোয়া। সেই সময়ে ইউনাইটেড স্পোর্টসের নাম ছিল প্রয়াগ ইউনাইটেড।

২০১২-১৩-র সেই মরশুমের পর কেটে গিয়েছে দীর্ঘ চোদ্দো বছর। এই দীর্ঘ সময়ে গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। স্প্যানিশ মায়েস্ত্রো অস্কার এখন ইস্টবেঙ্গলের হেডস্যর। আই লিগ থেকে আইএসএলের মঞ্চে তিনি। 

সেই অস্কার শিল্ডের প্রথম ম্যাচে ৪-০ গোলে দুরমুশ করলেন শ্রীনিধি ডেকানকে। সেই কল্যাণীতেই অমৃত কুম্ভের খোঁজ পেল অস্কারের লাল-হলুদ। শিল্ডের প্রথম ম্যাচ। বেলা তিনটেয় বল গড়াবে। তার আগে বেলঘরিয়া, সোদপুর, জগদ্দল, নৈহাটীতে তুমুল বৃষ্টি। কল্যাণীতেই কেবল বরুণদেবতার দেখা নেই। 

ম্যাচের আগে বৃষ্টির দর্শন সেখানে পাওয়া না গেলেও, গোলের দেখা মিলল। থুড়ি, গোলের বর্ষণ হল। শুরু করলেন জয় গুপ্তা। আর শেষটা করলেন পরিবর্ত হিসেবে নাম জিকসন সিং। ২১ থেকে ৫৭ মিনিটের মধ্যেই চার-চারটি গোল করল ইস্টবেঙ্গলপ্রথমার্ধে দু'টিদ্বিতীয়ার্ধেও দু'টি

বাকি দুটি গোল করেন সল ক্রেসপোহামিদ আহদাদ। এই চারটি গোলের মধ্যে দুটি গোলের ক্ষেত্রে বিপিনের অবদান অনেকটাই। উইং থেকে ভাসানো বিপিনের সেন্টারে প্রথমার্ধে বিষ ঢালেন সল। আর হামিদ আহদাদের ভলি খুঁজে নেয় শ্রীনিধির জাল।

শ্রীনিধি কোচ আলভারো স্বীকার করে গেলেন, ইস্টবেঙ্গল ধারে ও ভারে অনেক শক্তিশালী। দুর্দান্ত সব ফুটবলার লাল-হলুদ শিবিরে। তুলনায় তাদের দলে রক্তাল্পতা। এই বিরাট ব্যবধানে হার তাদের কাছে শুধু পরাজয় নয়, এটা তাদের কাছে ভবিষ্যতের শিক্ষাও বটে। শ্রীনিধির কোচ মনে করছেন, শক্তিশালী ইস্টবেঙ্গলের সঙ্গে খেলে তাঁর অনভিজ্ঞ ছেলেরা আত্মবিশ্বাস ফিরে পাবে।

চার গোল হলেও কেন পাঁচ গোল হল না, কেন হাফ ডজন গোলে জয় দিয়ে শিল্ড অভিযান শুরু করল না ইস্টবেঙ্গল, এমন সব প্রশ্ন ধেয়ে এল অস্কারের দিকে। স্প্যানিশ কোচ তাঁর লক্ষ্য স্থির করে ফেলেছেন। তাঁর পাখির চোখ শিল্ড এবং তার পরে সুপার কাপ। পরের ম্যাচগুলোর আগে তাঁর বিদেশি তারকাদের দেখে নিলেন। ভারতীয় ডিফেন্ডারদের পরীক্ষা নিরীক্ষা করে দলের শক্তি-দুর্বলতা সব নোট করে নিলেন তাঁর ডায়রিতে।  এত ভাল-ভাল-র মধ্যেও মন্দ রয়েছে। কল্যাণীর মাঠ নিয়ে সন্তুষ্ট নন লাল-হলুদ কোচ। মাঠ সমস্যার জন্যই খেলার গতি কমে যাচ্ছিল বলে অভিযোগ করেন পোড়খাওয়া কোচ। তাঁর পরিকল্পনা এই মাঠের জন্যই কখনও কখনও বিঘ্নিত হচ্ছিল বলে জানান অস্কার।

গত বছরের ৮ অক্টোবর ইস্টবেঙ্গলের রিমোট কন্ট্রোল হাতে তুলে নিয়েছিলেন অস্কার। ডিকেন্সের লাইন উদ্ধৃত করে বললে, ''দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস'' বিপথগামী এক দলের দায়িত্ব হাতে তুলে নেওয়ার বুকের খাঁচা দেখিয়েছিলেন অস্কার। লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে আজ তাঁর এক বছর পূর্ণ হল।

কোচ হয়ে কাকভোরে শহর কলকাতায় পা রেখেই সন্ধ্যায় বাঙালির বড় ম্যাচে নেমে পড়েছিলেন তিনি। সেই ডার্বিতে হার স্বীকার করতে হয়েছিল ভিগোর গ্যালিসিয়ার বাসিন্দাকে। সেই তিনিই আবার মোহনবাগানের বিরুদ্ধে ইতিহাসের চাকা ঘুরিয়েছেন এবারের ডুরান্ড কাপে।

পূর্বসূরি কার্লেস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলকে মাঝদরিয়ায় ডুবিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। শূন্য থেকে শুরু করে ইস্টবেঙ্গলকে টেনে তোলার শপথ নিয়েছিলেন অস্কার। এবছর তিনি স্বপ্ন দেখাচ্ছেন ইস্টবেঙ্গল ভক্তদের। অস্কার-প্রাপ্তি কি হবে লাল-হলুদের

ময়দানের বটবৃক্ষ ক্লাবে তাঁর কোচিং জীবনের প্রথম বর্ষপূর্তিতে লাল-হলুদ সেনারা দারুণ এক জয় উপহার দিলেন প্রিয় কোচকে। শুরুতেই দামামা বাজিয়ে শিল্ড শুরু করল ইস্টবেঙ্গলদৌড় শুরু হয়েছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের। সমর্থকরা বলছেন, ''অস্কার এই দৌড় চলতেই থাকুক'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া