রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
উপালি মুখোপাধ্যায় | ১৭ জানুয়ারী ২০২৪ ১১ : ৪৭
যদি হও সুজন....
সেটে তখনও শুট শুরু হয়নি। ছোটখাটো চেহারার এক মেয়ে শাড়ি পরে সারা জায়গা দৌড়ে বেড়াচ্ছে! মাথা জুড়ে ব্যান্ডেজ। ও কে? মেয়েটি ছুটতে ছুটতে একেবারে সামনে, হাসিমুখে। আবছা অবয়ব স্পষ্ট। অন্বেষা হাজরা ওরফে ‘সন্ধ্যা’। ‘তারা’র দিদি। উপরে বলা প্রশ্ন রাখতেই জবাব, ‘‘কেন করবে না? করে। মন থাকলেই করে। শুধু ভাইবোন নয়, বন্ধুও বন্ধুর জন্য করে। যদি সে সুজন হয়।’’ এই নিয়ে মাথায় দু’বার চোট। মাথায় চোট মানেই অন্বেষার দুষ্টুমি শুরু। সঙ্গে সঙ্গে সংশোধন করে জানালেন, অন্বেষা নয়, ‘সন্ধ্যা’ দুষ্টুমি করে। সাহানা দত্ত তাকে দিয়ে দুষ্টুমি করিয়ে নেন। পর্দায় যে এত দুরন্ত পর্দার বাইরে এসে কেমন? পর্দার বাইরে শাশুড়ি ‘বিজয়া মাঠান’ ওরফে ভট্টাচার্যের সঙ্গে দারুণ ভাব নায়িকার। রোজ তাঁর থেকে মিষ্টি পান চাই তাঁর। এদিনও অন্বেষা পান চিবোতে চিবোতে একবাক্যে উত্তর, ‘‘দুষ্টুমি করতে করতে এত ক্লান্ত হয়ে যাই যে সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ি।’’ বেচারি তাই মনখুলে বাকিদের সঙ্গে খুনসুটিতেও মাততে পারেন না!
বাবা এখনও মাকে সিঁদুর পড়িয়ে দেন
একদিকে, সন্ধ্যা ছোটাছুটি করছে। অন্য দিকে, আকাশনীল চকমকে পাঞ্জাবি পরে খুশি খুশি মুখে ঘুরছে। ব্যাপার কী? ধারাবাহিকে তার দ্বিতীয়বার ফুলশয্যা! চরিত্রাভিনেতা সৌরজিৎ বন্দোপাধ্যায়ও বাস্তবে খুশি? প্রথম মুখোমুখি হয়েই এই প্রশ্ন। নায়ক একটু থমকে গিয়েছেন প্রথমে। তারপর পাল্টা জবাব, ‘‘একজনকে একাধিকবার বিয়েতে আপত্তি নেই। বাবা তো এখনও মাকে সিঁদুর পরিয়ে দেয়। ছোট থেকে এটাই দেখেছি। বেশ লাগে কিন্তু। এতে আমারও আপত্তি নেই। কিন্তু একাধিক সম্পর্ক বা বিয়েতে আপত্তি।’’ কিন্তু, পর্দায় যে তারাও দিদির বরকে ভালবাসে? সঙ্গে সঙ্গে সৌরজিৎ ‘আকাশনীল’-এ রূপান্তরিত। জানালেন, কিন্তু সন্ধ্যা ছাড়া এখন আর কাউকে সে চায় না। দিদির বিয়ের পর পর্দার মতো বাস্তবেও সৌরজিৎকে বাড়ির কিছু দ্বায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্ববান সৌরজিতের ছায়া পড়ে ধারাবাহিকেও। ঠিক যেমন ‘আকাশনীল’ দায়িত্ববান ছেলে এবং স্বামী। কলকাতার প্রথম সারির ইংরেজি মাধ্যম স্কুলে পড়েছেন। তারপর ছোটপর্দার নায়ক? প্রশ্ন রাখতেই সৌরজিতের বক্তব্য, ‘‘আমার একটাই লক্ষ্য। অভিনেতা হওয়া। সেটা যে মাধ্যম হোক। ছোটপর্দা, বড়পর্দা, সিরিজ নিয়ে আমার কোনও ছুঁৎমার্গ নেই।’’
বাস্তবেও শাশুড়ি ভাল
মঞ্চে তিনি চেনা মুখ। ছোটপর্দায় এই প্রথম। এসেই দর্শকমন জয় করে নিয়েছেন। তিনি ‘বিজয়া মাঠান’, সন্ধ্যার শাশুড়ি। বাস্তবে ঝুলন ভট্টাচার্য। যাঁকে দেখে বহুজন বলছেন, ‘ইসস! এরকম শাশুড়ি যদি বাস্তবেও পাওয়া যেত।’ আজকাল টেলিভিশন সে কথা জানাতেই স্বীকার করে নিলেন। জানালেন, তিনিও একথা শুনেছেন। এও দাবি, তাঁর শাশুড়ি মাও এত ভাল ছিলেন। আজ তিনি যতটুকু তার সবটাই তাঁর জন্য। নিজের মায়ের থেকেও তাই শাশুড়ির উপরে বেশি নির্ভরশীল। পর্দার নেপথ্যেও কি তিনি সন্ধ্যা-আকাশনীলের মা? ঝুলনের দাবি, ‘‘মজার কথা, ওরা সত্যিই সেটের বাইরেও আমায় মা বলে। তারার আমি ‘বিজয়া মাঠান’। ফলে, মাতৃত্বের ব্যাপারটা রয়েই গিয়েছে। তবে ওরা আমায় আগলায়। তাই পর্দার বিজয়া মাঠানের দাপট পর্দার বাইরে নেই।’’ একই সঙ্গে চরিত্রের সাজ নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন, সত্যিই সাজটা অভিনব। অনেকের দাবি, তিনি নাকি দক্ষিণ ভারতীয় নারীদের মতো সাজছেন। তবে এই সাজের জন্যও তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সাহানা দত্তকে। চরিত্র, সাজ, এই জনপ্রিয়তা— সবটাই তাঁর জন্য।
ঠাণ্ডা, কড়কড়ে ভাতগুলো গিলতে কী কষ্ট
অমৃতা দেবনাথ, ধারাবাহিকে সন্ধ্যার বোন তারা। যে এই মুহূর্তে শ্বশুরবাড়িতে দারুণ অত্যাচারিত। প্রতি মুহূর্তে চোখের জলে ভাসছে। সেটে? ঠিক যেন রঙিন প্রজাপতি! প্রসঙ্গ তুলতেই বললেন, ‘‘ধারাবাহিকের জন্য সব করতে পারি। এই যেমন, তারা কতটা অত্যাচারিত সেটা দেখাতে গিয়ে তাকে আগের দিনের বাসি ভাত জল ঢেলে খেতে দেওয়া হচ্ছে। দৃশ্য জীবন্ত করতে সত্যিকারের শুকিয়ে যাওয়া বাসি ভাত খেয়েছি! জল ঢেলে। গিলতে কী কষ্ট। ওটাই তো পর্দায় ফুটিয়ে তোলার ছিল।’’ তারা কি এই অত্যাচার থেকে রেহাই পাবে? এবার অমৃতার মত, ওটা একমাত্র জানেন সাহানা দত্ত।
কথার মধ্যেই রূপটান ঘরে আকাশনীল হাজির। খোঁজ নিতে, তাঁর পর্দার প্রেমিকা খেয়েছেন কিনা। সত্যিকারের রোমান্স নাকি? জানতে চাইতেই হইহই করে উঠলেন অমৃতা। বললেন, ‘‘আমার কাছে রকমারি খাবার থাকে। সসেজ থেকে ড্রাই ফ্রুট। ওটার লোভেই এসেছিল। বেচারি, আপনার সামনে বলতে পারল না!’’
ছবি: বিপ্লব মৈত্র
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি