সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

Mahesh Bhatt creates massive controversy after confessing his past deeds

বিনোদন | টাকার লোভে মানুষের মাংস খাইয়েছেন মহেশ ভাট! পরিচালকের বিস্ফোরক স্বীকারোক্তিতে তোলপাড় বলিউড

আকাশ দেবনাথ | ০৩ অক্টোবর ২০২৫ ০৯ : ৫৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বরাবরই ঠোঁটকাটা এবং স্পষ্টবক্তা হিসেবে পরিচিত পরিচালক মহেশ ভাট। নিজের জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে কখনও দ্বিধা করেননি তিনি। তবে সম্প্রতি তাঁর এক স্বীকারোক্তি শুনে হতবাক অনেকেই। মেয়ে পূজা ভাটের পডকাস্টে মহেশ জানান, এক তান্ত্রিকের পরামর্শে একদা তিনি এক বিনিয়োগকারীকে মানুষের মাংস খাইয়েছিলেন।

মহেশ জানান, তখন তাঁর বয়স ২০-র কোঠায়। তিনি এবং তাঁর বন্ধু অরুণ দেশাই কেরিয়ারে সাফল্যের জন্য লড়ছেন। অরুণই তাঁকে বিহারের গয়ায় এক সম্ভাব্য বিনিয়োগকারীর কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। তবে তার আগে বারাণসীতে অরুণ তাঁকে নিজের গুরুর সঙ্গে দেখা করতে বলেন।

মহেশের কথায়, “গুরুজির সঙ্গে দেখা করার জন্য বহু গরিব মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। গুরুজি বলতে এক তরুণ তান্ত্রিক, হাতে রামের বোতল নিয়ে নাচছিলেন তিনি।” পরিচালক জানান, ওই তান্ত্রিক বুঝতে পারেন যে ভট্ট আসলে অবিশ্বাসী। তাই পরের দিন তাঁদের আবার আসতে বলেন।

 

স্মৃতিচারণ করে পরিচালক বলেন, “তিনি (তান্ত্রিক) একটি পুরিয়া বার করে বলেন, এটি মানুষের মাংস, যা শ্মশান থেকে সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এটা নিয়ে তোমার সম্ভাব্য বিনিয়োগকারীকে খাওয়াও, দেখবে সে টাকা দেবে’।” ভট্টের মনে হয়েছিল, তিনি যেন টাকার রাজ্যের চাবিকাঠি হাতে পেয়ে গিয়েছেন।

 

এরপর দুই বন্ধু গয়ায় পৌঁছন। মহেশ বলেন, “গিয়ে দেখি শহরের উপকণ্ঠে এক জমিদার, মশারি টাঙিয়ে বসে রয়েছেন, পাশে বন্দুকধারী নিরাপত্তারক্ষী।” তাঁর থেকেই টাকা চাওয়ার ছক কষেছিলেন মহেশ। কিন্তু কীভাবে তাঁকে ওই মাংস খাওয়ানো যায় ভেবে পাচ্ছিলেন না তিনি। তখনই তাঁদের মাথায় আসে, পানের মধ্যে মাংস ভরে জমিদারকে খাওয়ানো যেতে পারে।

 

যেমন ভাবা তেমন কাজ। কিন্তু তারপর যা হল তা বলতে গিয়ে শিউরে উঠেছেন পরিচালক। তাঁর কথায়, “ধীরে ধীরে তিনি পানটি মুখের কাছে আনলেন এবং চিবোতে শুরু করলেন। আমাদের মনে হল, আমরা লক্ষ্যভেদ করে ফেলেছি।” ভট্ট ভেবেছিলেন, তাঁর সমস্ত আর্থিক সঙ্কট এবং কেরিয়ারের দুর্দশা কেটে যাবে। কিন্তু মাসখানেক পর অরুণের থেকে জানতে পারেন, ওই বিনিয়োগকারী তাঁদের কোনও টাকাই দেননি।

 

মহেশের এই স্মৃতিচারণ রেডিটের মতো সমাজমাধ্যমে ঝড় তুলেছে। এক জন লিখেছেন, “শ্মশানে শব আনার পর দেহ পাহারা দিয়ে রাখতে হয়, নয়তো এই ধরনের কাজের জন্যই মরদেহ ব্যবহৃত হয়। আমি অবাক হচ্ছি যে উনি এটা প্রকাশ্যে বলছেন।” আর এক জনের মন্তব্য, “মানুষ কীভাবে এত নীচে নামতে পারে! অবিশ্বাস্য!”

অন্য এক জন প্রশ্ন তুলেছেন, “এই ধরনের কাজের পরেও ওঁকে সামাজিক জীবনে রাখা হচ্ছে কেন?" আর এক জনের প্রশ্ন, “তান্ত্রিক মাংস পেলেন কোথা থেকে?” অনেকেই আবার মহেশের কন্যা আলিয়া ভাটের প্রসঙ্গ টেনে এনেছেন। এক জনের কথায়, “আলিয়া যে ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছে, বাবা হয়ে উনি সবটা নষ্ট করে দিচ্ছেন।” আর এক জনের মন্তব্য, “উনি আলিয়ার ভাবমূর্তি নষ্ট করছেন।”

“কিছু গোপন কথা কবরে সঙ্গে নিয়ে যাওয়াই ভাল,” মন্তব্য আর এক নেটাগরিকের। সমালোচকদের একাংশের মতে অবশ্য এটি পাবলিসিটি স্টান্ট ছাড়া কিছুই নয়, উনি আসলে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন বলেও অভিযোগ। বলাই বাহুল্য, মহেশের এই স্বীকারোক্তি সমাজমাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া