বুধবার ১৪ জানুয়ারী ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘ম্যাঞ্চেস্টার ডার্বিও এর থেকে ভাল’, পাকিস্তানকে আমলই দিলেন না মহারাজ, বললেন, ‘ওরা ধারেকাছেও নেই’

কৌশিক রয় | ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৫০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয় নিয়ে সোজাসাপটা মন্তব্য করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবারের ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল সাত উইকেটে সহজ জয় তুলে নেয়। পাকিস্তান ব্যাটাররা ভারতীয় স্পিন আক্রমণের সামনে একেবারেই দাঁড়াতে পারেননি। শেষের দিকে শাহিন আফ্রিদির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে তারা করতে পেরেছিল ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭। জবাবে সূর্যকুমার যাদব ও অভিষেক শর্মার দুর্দান্ত ইনিংসে সহজেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায় ম্যাচ শেষে এক অনুষ্ঠানে বলেন, ‘পাকিস্তান এখন ভারতের ধারেকাছেও নেই। সম্মানের সঙ্গে বলছি, ওদের দলে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে। আমি ১৫ ওভার পর্যন্ত দেখেছি, তারপর আর দেখার প্রয়োজন মনে করিনি।’ তিনি আরও যোগ করেন, ‘এশিয়া কাপে ভারতীয় দল খেলেছে বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়া। অথচ তারাই এতদিন ভারতীয় ক্রিকেটের স্তম্ভ ছিলেন। তার পরেও দলটা এত শক্তিশালী যে পাকিস্তানের মতো দলকে হারাতে বিশেষ কষ্ট হয়নি।’

প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘ভারত এখন পাকিস্তান বা এশিয়ায় অন্য কোনও দলের চেয়ে অনেকটাই এগিয়ে। এক-দু’দিন হয়তো হেরে যাবে, কিন্তু বেশিরভাগ দিনই ভারতই সেরা দল থাকবে।’ মজার ছলে তিনি আরও বলেন, ‘আমি ১৫ ওভারের পর ম্যাচ না দেখে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আর ম্যান সিটির খেলা দেখতে শুরু করি। ভারত-পাকিস্তান ম্যাচে আর প্রতিযোগিতা নেই। আমরা পাকিস্তানকে ভাবি ওয়াকার ইউনুস, ওয়াসিম আক্রম, সঈদ আনোয়ার বা জাভেদ মিঁয়াদাদের মতো খেলোয়াড়দের চোখ দিয়ে। কিন্তু আধুনিক পাকিস্তান দল আর সে জায়গায় নেই। ভারত ও পাকিস্তানের ফারাক এখন আকাশ-পাতাল।’ উল্লেখ্য, কিছুদিন আগে ভারত-পাক ম্যাচ করানো হোক বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এশিয়া কাপে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমারের প্রশংসা করলেন তিনি। ভারত-পাকিস্তান এশিয়া কাপে ম্যাচের শেষে করমর্দন না করার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আরও খবর: বাগান সমর্থকদের নিয়ে ভাবছেন না, পাল্টা হুঙ্কার তুর্কমেনিস্তানের ক্লাবের কোচের

ভারতীয় দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব টসে পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে হাত মেলাননি। শুধু তাই নয়, ম্যাচ শেষে সাত উইকেটে পাকিস্তানকে হারিয়েও প্রতিপক্ষের সঙ্গে করমর্দন এড়িয়ে যান তিনি। সূর্যকুমার জয় উৎসর্গ করেছেন পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের ও ভারতীয় সেনাদের উদ্দেশে। তবে এই ‘করমর্দন না করা’ সিদ্ধান্তে চটে যান পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। প্রতিবাদস্বরূপ তিনি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন অনুষ্ঠানে যোগ দেননি। স্কাইয়ের এই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এ বিষয়ে সূর্যকেই জিজ্ঞেস করতে হবে। ও ইতিমধ্যেই গতকাল উত্তর দিয়েছে। সন্ত্রাস বন্ধ হতেই হবে, খেলা চলতে থাকবে। ভারতীয় দলের পারফরম্যান্স দেখে আমি একেবারেই বিস্মিত নই’।

অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, ভারতীয় ক্রিকেটাররা করমর্দন করতে অস্বীকার করায় পিসিবি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) কাছে অভিযোগ দায়ের করেছে।  ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে আগেই সরকারি ভাবে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এবার আরও বড় হুমকি দিল তারা। জানিয়ে দিল, দাবি মানা না হলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দলই নামাবে না তারা। উল্লেখ্য, পাকিস্তান বনাম আমিরশাহি ম্যাচেও ম্যাচ রেফারি হিসাবে থাকবেন পাইক্রফ্ট। একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের তরফে এমনই দাবি করা হয়েছে। এই বিষয়টি প্রতিবাদপত্রে উল্লেখও করে দিয়েছে পাকিস্তান। এখন দেখার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পাকিস্তানের এই দাবি মানেন কি না। ঘটনাচক্রে, মহসিন নকভি নিজেও পাকিস্তানের। তিনি পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও বটে। রবিবার সূর্যকুমার যাদবরা করমর্দন করেননি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া