রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৪৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: লড়াইটা শুরু হয়েছিল অফিসে দীর্ঘ সময় ধরে কাজের পর সিমেন্টের উইকেটে খেলা দিয়ে। আজ সেই লড়াইটাই তাঁদের নিয়ে এসেছে এশিয়া কাপে। দলটার নাম ওমান। দলের অধিনায়ক জতিন্দর সিংহ আর অলরাউন্ডার সুফিয়ান মাহমুদ শুধু দলেরই নয়, গোটা দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছেন। সংবাদসংস্থা পিটিআইকে জতিন্দর জানালেন, ‘যখন আমরা শুরু করেছিলাম, তখন মূল লক্ষ্য ছিল একটা চাকরি পাওয়া, ক্রিকেট ছিল গৌণ। কিন্তু আজ এশিয়া কাপে ওমানকে প্রতিনিধিত্ব করা আমাদের কাছে স্বপ্নপূরণ’। অভিনব ক্রিকেটযাত্রার কথা বলতে গিয়ে তিনি জানান, ‘প্রথমে আমাদের টার্ফ পিচই ছিল না। সিমেন্ট উইকেট থেকে শুরু করে ২০০৮ সালে আমরা প্রথম অ্যাস্ট্রোটার্ফ পেলাম। তারপর ২০১১ সালে পেলাম প্রথম টার্ফ গ্রাউন্ড। অনেক সময় ভেবেছি, এত পরিশ্রম করছি কেন? কিন্তু খেলার প্রতি খিদে আর আবেগই আমাদের আটকে রেখেছে।’
জানা গেল, এই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক প্রতিভাই ক্রিকেট ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু জতিন্দর আর সুফিয়ানের মতো ক্রিকেটপ্রেমীরা থেকে গিয়েছিলেন, লড়াই চালিয়ে গেছেন। তার ফলও এখন মিলছে হাতেনাতে। ৩৬ বছর বয়সি জতিন্দরের ঝুলিতে এখন পর্যন্ত রয়েছে ৩৬টি ওয়ানডেতে ১৭০৪ রান, চারটি শতরান এবং সর্বোচ্চ ১১৮ নট আউট। টি-টোয়েন্টিতে করেছেন ১১২০ রান, স্ট্রাইক রেট ১১৫-এর ওপরে। অন্যদিকে, ৩৪ বছর বয়সি সুফিয়ান আট ওয়ানডেতে ১০৭ রান করেছেন, সর্বোচ্চ ৭২, সঙ্গে নিয়েছেন ৬ উইকেট। তবে সুফিয়ানের লড়াইটা শুরু হয়েছিল ঘরের ভিতর থেকেই। তিনি জানান, ‘জাতীয় দলে সুযোগ পাওয়ার পর বাবা-মা বলেছিলেন, ওমানে ক্রিকেটের ভবিষ্যৎ নেই, পড়াশোনা আর চাকরির দিকে মন দাও। কিন্তু বিশ্বাস ছিল নিজের ওপর। ২০১৬ বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর মনে হয়েছিল পরিশ্রম সার্থক হল।’
২০১৫ সালে নামিবিয়াকে হারিয়ে ওমান প্রথমবার পায় টি-টোয়েন্টি খেলিয়ে দেশের মর্যাদা। ২০১৬ বিশ্বকাপে তাঁদের ঐতিহাসিক আত্মপ্রকাশে প্রথম ম্যাচেই ওমান হারিয়েছিল আয়ারল্যান্ডকে। সেই আসরই হয়ে উঠেছিল টার্নিং পয়েন্ট। জতিন্দরের ভাষায়, ‘২০১৬ বিশ্বকাপের পর থেকেই যাত্রা নতুন মোড় নেয়। শৃঙ্খলা, পেশাদারিত্ব, কোচিং—সব কিছু বদলে যায়। খেলোয়াড়রা খেলা উপভোগ করতে শুরু করে। ২০২৫ সালে এসে আমাদের দল আরও ক্ষুধার্ত।’ এবারের এশিয়া কাপে চ্যালেঞ্জ আরও কঠিন। ভারত, পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে একই গ্রুপে পড়েছে ওমান। জতিন্দর বলেন, ‘আমরা ভয়ের তোয়াক্কা না করেই খেলব। অন্তত বুঝতে পারব আমরা কোথায় দাঁড়িয়ে। বড় দলের বিরুদ্ধে খেলার সুযোগ খুব কমই আসে। এ এক সোনার সুযোগ’। ভারতের বিরুদ্ধে ম্যাচটাকেই এশিয়া কাপে সবচেয়ে বড় মুহূর্ত হিসেবে দেখছেন তাঁরা।
জতিন্দরের অনুপ্রেরণার তালিকায় আছেন শুভমন গিল, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, অর্শদীপ সিং, তিলক ভার্মা। সুফিয়ান অবশ্য মুগ্ধ হার্দিক পাণ্ডিয়ার প্রতি। তিনি বলেন, ‘হার্দিক ব্যাটিং-বোলিং দুটো দিকই যেভাবে সামলান, তা অসাধারণ। তবে সত্যি বলতে, গোটা ভারতীয় দলের কাছ থেকেই শিখতে চাই, তারা কীভাবে প্রস্তুতি নেয়, চাপ সামলায়। প্রতিটা মুহূর্তই শেখার।’ এশিয়া কাপের বাইরেও ওমান ক্রিকেট নজর দিচ্ছে ভবিষ্যৎ গড়ায়। উপ-প্রধান কোচ সুলক্ষ্মণ কুলকার্নির নেতৃত্বে স্কুলস্তরে ক্রিকেটের প্রসার ঘটানোর উদ্যোগ শুরু হয়েছে। ফুটবলপ্রধান দেশে ক্রিকেটের চাহিদা তৈরি করাই এখন বড় লক্ষ্য। জতিন্দরের কথায়, ‘ক্রিকেটকে জনপ্রিয় করতে সময়, পরিশ্রম আর অবকাঠামো দরকার। তবে কাজ চলছে। একাডেমির কোচরা স্কুলে গিয়ে বাচ্চাদের শেখাচ্ছেন, ছোট থেকেই প্রতিভা গড়ে তোলা হচ্ছে। লক্ষ্য হল এমন একটি পাইপলাইন তৈরি করা, যা ভবিষ্যতে ওমান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি