রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘ওখানে বসবে?’ গভীর রাতে কপিল শর্মার শো খ্যাত ১৮ ছুঁইছুই নায়িকাকে ফোন পরিচালকের, শিউরে ওঠা কুপ্রস্তাব

নিজস্ব সংবাদদাতা | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৩৩Sanchari Kar

গ্ল্যামার আর ঝলমলে আলোয় ভরা ফিল্ম ইন্ডাস্ট্রির আড়ালে লুকিয়ে আছে অনেক অন্ধকার। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল কাস্টিং কাউচ, যার শিকার হয়েছেন বহু খ্যাতনামা অভিনেত্রী। অনেক সময় তাঁরা ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে এমন ঘৃণ্য অভিজ্ঞতার সম্মুখীন হন, যেগুলি মনে পড়লেও আজও শিউরে ওঠেন। ঠিক এমনই এক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছিলেন ‘দ্য কপিল শর্মা শো’তে ‘বুয়া’ চরিত্রে জনপ্রিয় হওয়া অভিনেত্রী উপাসনা সিংহ। বহু বছর পর যখন তিনি এক পরিচালকের নোংরা আচরণ নিয়ে মুখ খুললেন, তখন মানুষ হতবাক।

উপাসনা সিংহ ‘জুড়োয়া’, ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’, ‘জুদাই’ এবং ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ তাঁর অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত। এক সাক্ষাৎকারে তিনি তাঁর কেরিয়ারের একেবারে শুরুর দিনের এক অত্যন্ত বিরক্তিকর এবং বেদনাদায়ক অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। বয়স তখন মাত্র ১৭। তিনি এক বিখ্যাত দক্ষিণী সিনেমার একজন বড় চলচ্চিত্র পরিচালকের নোংরা কর্মকাণ্ডের পর্দাফাঁস করেছিলেন। উপাসনা জানান, তাঁর কথাবার্তা শোনার পর থেকেই চলচ্চিত্রজগত সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি একেবারে বদলে গিয়েছিল।

উপাসনা জানান, এক বিখ্যাত দক্ষিণী পরিচালক তাঁকে বলিউড সুপারস্টার অনিল কাপুরের সঙ্গে একটি ছবির জন্য সাইন করেছিলেন। স্বাভাবিক ভাবেই সেই সময় তিনি এই সুযোগ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। তবে উচ্ছ্বাস সামলেই সাবধানতা অবলম্বন করতেও ভুলতেন না। পরিচালকের অফিসে গেলে মা কিংবা বোনকে সঙ্গে নিয়ে যেতেন। একদিন পরিচালক খেয়াল করে তাঁকে জিজ্ঞাসা করেন কেন তিনি সবসময় পরিবারের কাউকে নিয়ে আসেন। এই প্রশ্নে উপাসনার খারাপ লাগলেও তখনও তিনি কিছু বলেননি।

কেরিয়ারের সেই শুরুতেই সংগ্রামের কষ্ট তিনি টের পাচ্ছিলেন। উপাসনা আরও জানান, এক রাতে প্রায় সাড়ে এগারোটায় পরিচালক তাঁকে ফোন করে হোটেলে ‘সিটিং’-এর জন্য ডাকেন। হঠাৎ রাতের সেই আমন্ত্রণে তিনি প্রথমে দ্বিধা বোধ করেন এবং পরে জানান যে তিনি বরং পরের দিন গল্প শুনতে চান, কারণ তখন তাঁর কাছে হোটেলে পৌঁছনোর কোনও গাড়ি ছিল না।

উপাসনার কথা শোনার পর যখন পরিচালক তাঁকে জোর দিয়ে বলেন, “তুমি সিটিং-এর মানে বুঝছ না”, তখন তাঁর মনে ভীষণ অস্বস্তি তৈরি হয়। তবুও তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করে পরে সেখানে গিয়েছিলেন। কিন্তু সারা রাত অস্বস্তি তাঁকে ঘিরে ধরে রেখেছিল, ঘুমও আসেনি।
পরের দিন না চাইলেও তিনি বান্দ্রায় পরিচালকের অফিসে যান। সেখানে গিয়ে দেখেন পরিচালক অন্য কিছু লোকের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত। তাঁর সহকারী উপাসনাকে বাইরে অপেক্ষা করতে বলেন। সেই সময় তিনি আবেগের তীব্র ঝড়ে ভেসে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত আর নিজেকে আটকে রাখতে পারেননি। হঠাৎ রাগ সামলাতে না পেরে মিটিং রুমে ঢুকে পরিচালককে সবার সামনে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, “তখন আমার মধ্যে থাকা সরদারনি জেগে উঠেছিল।” প্রায় পাঁচ মিনিট ধরে তিনি খোলাখুলিভাবে পাঞ্জাবিতে তাঁকে গালাগাল দেন।

এই ঘটনায় উপাসনা মানসিকভাবে ভেঙে পড়েন। পরবর্তী সাত দিন তিনি নিজেকে ঘরে বন্ধ করে রাখেন। কান্না থামছিল না। তিনি বলেন, “বারবার মনে হচ্ছিল, আমি মানুষকে কী বলব?” সমাজ আর ইন্ডাস্ট্রির চোখের সামনে আসতে ভয় পাচ্ছিলেন।
তবে ধীরে ধীরে তিনি নিজেকে সামলান। সেই যন্ত্রণা থেকেই তিনি শক্তি খুঁজে নেন। এই ঘটনার বহু বছর পর আজও তিনি মনে করেন, সেই সময়কার কষ্টই তাঁকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া