রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ২২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: এক সময় বেনারস-গয়া থেকে ম্যাকল্যাক্সিগঞ্জ কিংবা দিল্লির চিত্তরঞ্জন পার্ক, দেশের বিভিন্ন প্রান্তে বাঙালির আস্তানা ছিল চোখে পড়ার মতো। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে দাক্ষিণাত্যের প্রাণ কেন্দ্র, তথা দেশের আইটি হাব বেঙ্গালুরু। আর যেখানে বাঙালি থাকবে সেখানে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো থাকবে না তা কি হয়? শরৎ এলেই এই দক্ষিণের টেকনগরী যেন পরিণত হয় মিনি-বাংলায়। ঢাকের তালে, আলোর ঝলকে, সুসজ্জিত প্রতিমায় অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। শুধু বাঙালি নয়, শহরের অন্যান্য সম্প্রদায়ের মানুষও আজ এই উৎসবের সমান অংশীদার।
যতদূর জানা যায়, বেঙ্গালুরুতে দুর্গাপুজোর শুরু ১৯৪৮ সালে। উলসুরের ‘বেঙ্গলি অ্যাসোসিয়েশন’ প্রথমবারের মতো দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করে। তার কয়েক বছরের মধ্যেই, ১৯৫৫ সালে, জয়মহলে আয়োজিত সার্বজনীন দুর্গাপুজো বেঙ্গালুরুতে এক নতুন দিগন্তের সূচনা করে। পারিবারিক আয়োজনের বাইরে বেঙ্গালুরুতে বারোয়ারি দুর্গাপুজোর জন্ম হয় এখানেই। সেই ঐতিহ্য আজও অটুট। তৃতীয় প্রজন্মের হাতে উলসুরের পুজো আজও সমান আড়ম্বরেই চলেছে।
এখন আর দুর্গাপুজো শুধু ভক্তির উদযাপন নয়। হয়ে উঠেছে অন্যতম বড় সাংস্কৃতিক মিলনক্ষেত্র। ২০০৩ সালে গড়ে ওঠা সারথি সোশিও কালচারাল ট্রাস্টের আয়োজনে হওয়া পুজো আজ বেঙ্গালুরুর পূজোর মানচিত্রে অত্যন্ত উল্লেখযোগ্য একটি নাম। পুজোর প্রতিদিন দেড় থেকে দুই লক্ষ মানুষ ভিড় জমান সেই মণ্ডপে। দর্শকসংখ্যা ও আয়োজনের জাঁকজমক দেখে বোঝার উপায় থাকে না যে বাংলার বাইরে রয়েছেন।
বেঙ্গালুরুর পূজো কেবল বাঙালি সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ নেই। মণ্ডপে মণ্ডপে দেখা যায় নানা থিম। ওড়িশার জগন্নাথ ধাম, বিহারের মধুবনী শিল্পকলা, এমনকি কর্নাটকের ঐতিহ্যবাহী যক্ষগান নৃত্যও দেখা যায় পুজোতে। এই ‘ফিউশন’-এই বেঙ্গালুরুর দুর্গোৎসব পেয়েছে এক অনন্য মাত্রা। একদিকে ধুনুচি নাচ, অন্যদিকে স্থানীয় কন্নড় শিল্পকলা দুটিই সমানভাবে মাতিয়ে তোলে দর্শকদের।
এখন কলকাতার মতোই বেঙ্গালুরুর পুজো মানেই শহরের সর্বত্র আলো, মিলনমেলা আর খাবারের হাট। কলকাতার কুমারটুলি থেকেও আনা হয় প্রতিমা। থাকে শাড়ির-বাজার, ঢাকের বাদ্যি, ফুচকা থেকে মটন কষা সব কিছুই। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সংগীতানুষ্ঠান থেকে শুরু করে আধুনিক ফ্যাশন শো পর্যন্ত বেঙ্গালুরুর দুর্গোৎসব এখন আক্ষরিক অর্থেই বহুমাত্রিক।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
৭৫ বছরেরও বেশি সময় ধরে বেঙ্গালুরু দুর্গাপুজো প্রবাসী বাঙালির মনে মাটির গন্ধ বয়ে আনছে। যাঁরা পুজোতেও বাড়ি ফিরতে পারেন না তাঁদের জন্য এই আয়োজন যেন বুকভরা অক্সিজেন। বেঙ্গালুরুর দুর্গোৎসব আজ শুধু বাঙালির নয়, বরং বহু ভাষা, বহু সংস্কৃতির মিলিত আনন্দোৎসব। ব্যস্ততার শহরে কয়েক দিনের অবসর, ভক্তি আর আনন্দের এক অনন্য মেলবন্ধন।
বাঙালির দুর্গোৎসব মানেই শুধু কলকাতার অলিগলি, ঠাকুরঘর আর থিমপুজোর ঝলক নয়। এবার সেই পরিধি ছাপিয়ে যাচ্ছে সুদূর বেঙ্গালুরু পর্যন্ত! প্রথমবারের মতো এই শহরের পুজোগুলিকে জাতীয় মঞ্চে স্বীকৃতি দিতে চলেছে ‘শারদ গৌরব পুরস্কার ২০২৫’। আয়োজক আজকাল ডট ইন। বেঙ্গালুরুতে বর্তমানে প্রায় দু’শোর বেশি দুর্গাপুজো হয়। বহুমাত্রিক থিম, সৃজনশীলতার ঝলক আর প্রবাসী বাঙালির আবেগ - এই তিনে মিলে প্রতিটি মণ্ডপ হয়ে ওঠে অনন্য শিল্পকর্ম। কিন্তু এতদিন এই বর্ণাঢ্য আয়োজন, অনুষ্ঠানের স্বীকৃতি সীমাবদ্ধ ছিল স্রেফ স্থানীয় পরিসরে। ‘শারদ গৌরব’ সেই সীমারেখা ভেঙে কলকাতাসহ গোটা দেশের বাঙালির সামনে তুলে ধরবে বেঙ্গালুরুর দুর্গোৎসবের ঐশ্বর্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি