বৃহস্পতিবার ১৫ জানুয়ারী ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মাস্ক পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছেন, কলকাতাই এখন ঘর-বাড়ি মনবীরের

কৃষানু মজুমদার | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ০০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ছ’বছর হতে চলল, মোহনবাগান সুপার জায়ান্টের সংসারে রয়েছেন তারকা ফরোয়ার্ডমনবীর সিং। সম্প্রতি ক্লাবের সঙ্গে তাঁর এই কয়েক বছরের যাত্রার কথা তুলে ধরেছেন মনবীর—যার মধ্যে রয়েছে সমর্থকদের সঙ্গে দারুণ সম্পর্ক এবং কলকাতার মানুষের সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রসঙ্গ।

২৯ বছর বয়সী এই ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগে সবুজ-মেরুন জার্সি গায়ে ১১১টি ম্যাচ খেলেছেন এবং ২৩টি গোল করেছেন। এ ছাড়াও ১৮টি গোলে অ্যাসিস্ট করেছেন। এর পাশাপাশি তিনি দলের সঙ্গে দু’বার আইএসএল শিল্ড এবং কাপ, দুইই জিতেছেন।

আরও পড়ুন: পেয়েছিলেন কোচের বাহবা, 'তুমি মেহতাবের থেকেও বড় ফুটবলার', ইস্টবেঙ্গল ও সাদা-কালোর মিডফিল্ডারের সম্বল এখন অতীত আর আক্ষেপ

এফসি গোয়া-র হয়ে আইএসএল কেরিয়ার শুরু করলেও, কলকাতায়মোহনবাগান সুপার জায়ান্ট-এর হয়ে মনবীর নিজের আসল প্রতিভার বিকাশ ঘটান এবং আইএসএলের অন্যতম সেরা ভারতীয় ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

“কলকাতায় এ আমার ষষ্ঠ মরশুম এবং আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করি,” এমবিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলি বলেন মনবীর। তাঁর মতে, “কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়। এখানে আবহ একেবারেই আলাদা। প্রিমিয়ার লিগেও এমন হয় না, যেভাবে আমাদের সমর্থকেরা প্রতিটি ম্যাচে এসে আমাদের সমর্থন করেন, তা অসাধারণ। কলকাতার মানুষের কাছে ফুটবল এক উৎসব। সেই কারণেই কলকাতার ফুটবল সম্পূর্ণ আলাদা”।

ফুটবলের পাশাপাশি কলকাতার সংস্কৃতিও বেশ পছন্দ মনবীরের। তিনি বলেন, “দুর্গাপুজোর সময় আমি বাইরে ঘুরতে ভালবাসি। তিন বছর আগে আমি বিশাল (কয়েথ) আর দীপক (টাংরি)-র সঙ্গে মুখে মাস্ক পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়েছিলাম। এ এক বিশাল উৎসব এবং পুজো আমি ভীষণ উপভোগ করি। মানুষ কীভাবে প্যান্ডেল তৈরিতে এতটা সময় ও শ্রম দেয়, তা দেখাটা অবিশ্বাস্য। এর জন্যে সুস্থ প্রতিযোগিতাও চলে”।

সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠে নামলে মনবীরের পরিশ্রম কখনও সমর্থকদের নজর এড়ায়নি। সমর্থকেরা প্রতিবার তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন এবং পাঞ্জাব-জাত এই ফরোয়ার্ড সেই ভালবাসার প্রতিদানও দেন। “যখন দলের পারফরম্যান্স খারাপ হয়, সমর্থকেরা অনুশীলন দেখতে আসেন এবং আমাদের একশো ভাগ দেওয়ার জন্য উৎসাহ দেন। আমি একে চাপ বলব না, বরং বলব এটা এক ধরনের প্রেরণা,” তিনি বলেন।

যোগ করেন, “আমরা যখন টানেল থেকে বেরোই, সমর্থকদের আওয়াজ ঢেউয়ের মতো আমাদের আঘাত করে। প্রচুর আত্মবিশ্বাস জোগায়, অনুপ্রাণিত করে। যখন কোনও খেলোয়াড় নিজের নাম বা ছবি টিফো-তে দেখতে পায়, তখন মনে হয় সমর্থকেরা আমাদের জন্য এত কিছু করছেন, আমরাও তাঁদের জন্য কিছু ফিরিয়ে দিই”।

সমর্থকদের সঙ্গে ভাল সম্পর্কের মানে, মনবীর এবং তাঁর সতীর্থরা জয়ের-পরাজয়ের পর সমর্থকদের আবেগও অনুভব করেন। সদ্য সমাপ্ত ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেচিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে হারের প্রসঙ্গ টেনে মনবীর মন্তব্য করেন, সেই হার দলের খেলোয়াড়দের আরও ভাল খেলার জন্য উদ্বুদ্ধ করেছে।

এই প্রসঙ্গে তিনি বলেন, “মোহনবাগান সুপার জায়ান্ট এমন এক দল, যাদের কোনও ম্যাচ হারার অধিকার নেই। আমাদের প্রতিটি ম্যাচ জিততেই হবে। এমনকী, আমরা ম্যাচ ড্র করলেও ড্রেসিং রুমে পরিবেশ ভীষণ গম্ভীর হয়ে যায়। সেমিফাইনালে পৌঁছে কেউ খুশি হয় না। আমাদের একমাত্র লক্ষ্য ট্রফি জেতা। মালিক থেকে শুরু করে ম্যানেজার—সবাই চায় আমরা জিতি,” তিনি বলেন।

গত তিন মরশুমে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে—দু’বার আইএসএল শিল্ড ও কাপ জিতেছে, পাশাপাশি একবার ডুরান্ড কাপও ঘরে তুলেছে। ঘরোয়া প্রতিযোগিতায় আধিপত্য প্রতিষ্ঠা করার পর এবার মনবীররা নজর দিচ্ছেন মহাদেশীয় আসরে সাফল্যের দিকে।

মনবীর বলেন, “আমরা আইএসএলে ধারাবাহিকভাবে ভাল করছি এবং এখন আমাদের লক্ষ্য, এএফসি প্রতিযোগিতায় ভাল পারফর্ম করা। আমার মনে হয় সেই মঞ্চে ভাল খেলার ক্ষমতা আমাদের দলের রয়েছে”।

আরও পড়ুন: ইরফানের বিস্ফোরণ, ধোনির হুকা মিম ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায়


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া