সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

Bollywood actress Wamiqa Gabbi joins Rajkummar Rao in Ujjwal Nikam Biopic

বিনোদন | আসছে দেশের বিপুল বিতর্কিত উকিলের বায়োপিক, মুখ্যচরিত্রে রাজকুমার রাও–ওয়ামিকা গাব্বি!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৬ আগস্ট ২০২৫ ১৪ : ১০Rahul Majumder

বলিউডের সিনেমায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দেশের সবচেয়ে আলোচিত আইনজীবীদের অন্যতম উজ্জ্বল নিকম-এর জীবন নিয়ে এবার আসছে বড়পর্দার বায়োপিক। নেতৃত্বে আছেন প্রযোজক দীনেশ ভিজান, যিনি এর আগে কনটেন্ট-ড্রিভেন সিনেমার জন্য দর্শকদের ভরসা পেয়েছেন। আর মূল চরিত্রে থাকছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা রাজকুমার রাও।

প্রযোজনা সূত্রে খবর, অক্টোবর ২০২৫ থেকে শুরু হবে শুটিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন 'পাতাললোক' খ্যাত পরিচালক অবিনাশ অরুণ।


দীনেশ ভিজন আর রাজকুমার রাও এর আগেও একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন—

‘রবতা’ (২০১৭)

‘মেড ইন চায়না’ (২০১৯)

‘স্ত্রী’ (২০১৮) ও ‘স্ত্রী ২’ (২০২৪)

‘ভুল চুক মাফ’ (২০২৫)

 

প্রতিবারই এই জুটি নতুন ধরণের কনটেন্ট তুলে এনেছে। এবার তাঁদের ষষ্ঠ সহযোগিতা, আর সেটিও একটি বাস্তব চরিত্রকেন্দ্রিক গুরুগম্ভীর গল্প।
নায়িকা হিসেবে ওয়ামিকা গাব্বি। এই ছবির নারী-প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। রাজকুমার–ওয়ামিকা এর আগে ভুল চক মাফ-এ একসঙ্গে কাজ করেছেন, আর তাঁদের রসায়ন দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার তাঁরা ফিরছেন সম্পূর্ণ নতুন পরিবেশে।

সূত্রের দাবি চুক্তি নাকি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরে শুরু হবে একাধিক রাউন্ডের অভিনয় ওয়ার্কশপ। রাজকুমার ও ওয়ামিকা দু’জনকেই নতুন লুকে দেখা যাবে, যাতে আদালত-কেন্দ্রিক এই কাহিনি বাস্তবতার সঙ্গে মিশে যায়।

উজ্জ্বল নিকম: বিতর্কিত কিন্তু কিংবদন্তি আইনজীবী।  উজ্জ্বল নিকম ভারতের বিচারব্যবস্থার এক কিংবদন্তি নাম। ১৯৯৩ সালের মুম্বই সিরিজ বিস্ফোরণ মামলা এবং ২০০৬ সালের মুম্বই লোকাল ট্রেন বিস্ফোরণ মামলা-সহ একাধিক সন্ত্রাসবাদী হামলার বিচারপ্রক্রিয়ায় তিনি ছিলেন অন্যতম মুখ। তিনি প্রমাণ ও সাক্ষ্য দিয়ে বহু হাই-প্রোফাইল আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন। তাঁর কড়া আইনি কৌশল ও জেরা কোর্টরুমে কিংবদন্তি হয়ে গেছে।পাশাপাশি সমালোচকদের মতে, তিনি অনেক সময় সরকারের প্রচারযন্ত্রের অংশ হয়ে গিয়েছিলেন।ঠিক এই দ্বৈত অবস্থান—একদিকে বীর আইনজীবী, অন্যদিকে বিতর্কিত পাবলিক ফিগার—এই বায়োপিককে বিশেষ আকর্ষণীয় করে তুলবে।

ছবির প্রস্তুতি কিন্তু চলছে যুদ্ধকালীন তৎপরতায়। অভিনেতাদের শারীরিক ভাষা, লুক থেকে শুরু করে আদালতের পরিবেশকে ফুটিয়ে তোলা—সব কিছুর জন্য বিশেষ টিম কাজ করছে। রাজকুমার রাও নাকি ইতিমধ্যেই কোর্টরুম জার্নাল পড়া শুরু করেছেন। অন্যদিকে ওয়ামিকা গাব্বি গবেষণা করছেন মামলাগুলির পারিপার্শ্বিক সামাজিক প্রেক্ষাপট নিয়ে।

এইমুহূর্তে দীনেশ ভিজনের ঝুলিতে রয়েছে একাধিক ছবি।  

বর্তমানে দীনেশ ভিজন ব্যস্ত আছেন তাঁর আসন্ন ছবি ‘পরম সুন্দরী’ মুক্তি নিয়ে। এর বাইরে তাঁর হাতে রয়েছে—

‘থামা’ (আয়ুষ্মান–রশ্মিকা)

‘ককটেল ২’

‘ইক্কিস’

আরও কয়েকটি চমকপ্রদ ছবি

দিনেশের প্রতিটি প্রজেক্ট-ই কনটেন্ট ও তারকাবাহিনীর মিশেল, তাই উজ্জ্বল নিকম বায়োপিক নিয়েও প্রত্যাশা তুঙ্গে।

রাজকুমার রাও: হাতে রয়েছে কমেডি, থ্রিলার, এমনকি ভগত সিংহের জীবন নিয়ে তৈরি নতুন প্রজেক্ট।

ওয়ামিকা গাব্বি: আসছেন বিশাল ভরদ্বাজ–শাহিদ কাপুর জুটির নতুন ছবি ‘পতি পত্নী অউর ওহ দো’-তে, এছাড়া ‘ভূত বাংলা’-তেও রয়েছেন।

কেন এই বায়োপিক গুরুত্বপূর্ণ?

 

ভারতের ইতিহাসে সন্ত্রাসবাদী মামলাগুলি শুধু আদালতের কাহিনি নয়, বরং সাধারণ মানুষের ভয়ের সঙ্গে লড়াইয়ের গল্প। সেই লড়াইয়ের প্রথম সারিতে ছিলেন উজ্জ্বল নিকম। তাঁর জীবনের আলো-অন্ধকার মিলে তৈরি হবে এই ছবির মেরুদণ্ড।এক কথায়, এই বায়োপিক শুধু বিনোদনের ছবি নয়, বরং এক অগ্নিপরীক্ষার আদালত-নাটক, যেখানে আইনের লড়াই, ন্যায়বিচার আর বিতর্ক মিলেমিশে উঠবে রুপোলি পর্দায়। আর সেই দায়িত্ব কাঁধে তুলেছেন রাজকুমার রাও–এর মতো একনিষ্ঠ অভিনেতা ও ওয়ামিকা গাব্বি–র মতো প্রতিশ্রুতিময়ী তারকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া