বৃহস্পতিবার ১৫ জানুয়ারী ২০২৬
সম্পূর্ণ খবর
সম্পূর্ণা চক্রবর্তী | ২৬ আগস্ট ২০২৫ ১২ : ৩২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন চেতেশ্বর পূজারা। রবিবার সবধরনের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন। এবার পূজারাকে নিয়ে একটি গল্প প্রকাশ্যে আনলেন অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক এবং মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি। রক্ষণাত্মক টেকনিকের জন্য পরিচিত ভারতীয় তারকা। উইকেটে টিকে থেকে বিপক্ষের বোলারদের ক্লান্ত করে দেওয়ার মাস্টার। ১০৩ টেস্টে ৭১৯৫ রান করেন। গড় ৪৩.৬০। তাতে রয়েছে ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।
পূজারা নিজের সেরা খেলাটা অস্ট্রেলিয়ায় খেলেন। ১১ টেস্টে ৯৯৩ রান করেন। গড় ৪৭.২৮। তারমধ্যে রয়েছে তিনটে শতরান এবং পাঁচটি অর্ধশতরান। ক্যাঙ্গারুদের দেশে ২৬৫৭ বল ক্রিজে ছিলেন। ঠাণ্ডা মাথায় মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডদের গোলা-বারুদের সম্মুখীন হন। ৩৭.৩৭ স্ট্রাইক রেট বজায় রেখে রান তোলেন। ২০১৮-১৯ বর্ডার-গাভাসকর ট্রফি দৃষ্টান্ত। বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জেতে ভারত। পূজারার ৫২১ রান টিম ইন্ডিয়াকে সিরিজ জিততে সাহায্য করে। অস্ট্রেলিয়ায় তাঁর গড় ৭৪.৪২। রয়েছে তিনটে শতরান এবং একটি অর্ধশতরান। সর্বোচ্চ ১৯৩। সাত ইনিংস মিলিয়ে ১২৫৮ বল খেলেন। একমাত্র ভারতীয় হিসেবে হাজার বলের গণ্ডি পার করেন।
অস্ট্রেলিয়ায় পূজারার সর্বোচ্চ রান ২০৬। ৫২৫ বলে ২০২ রান সম্পূর্ণ করেন। সেই ইনিংসে একমাত্র ভারতীয় হিসেবে ৫০০ র বেশি বল খেলেন। যা প্রায় ৮৮ ওভার ব্যাট করার সমান। পূজারার প্রশংসায় স্টার্কের স্ত্রী। জানিয়ে দেন, এতক্ষণ ক্রিজে থাকার ধৈর্য তাঁর নেই। এই ধরনের ক্রিকেটার বর্তমানে বিরল। হিলি বলেন, 'এটা করার মানসিকতা নেই আমার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া সিরিজ জয়ে বড় অবদান নেয় পূজারা। বোলিং আক্রমণ অনেকটা একাই সামলে নেয়। অস্ট্রেলিয়ার বোলারদের ক্লান্ত করে দেয়। যার ফলে হতাশ হয়ে ওকে আউট করার আশাই ছেড়ে দেয় অজি বোলাররা। বুঝতে পারে ওকে আউট করা সম্ভব নয়। অন্য প্রান্তের ব্যাটারকে আউট করার চেষ্টা করে।'
বর্তমানে টি-২০ ক্রিকেটের যুগ। প্রত্যেক তরুণ ক্রিকেটার সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট খেলতে চায়। বিশেষ করে ভারতীয় ক্রিকেটাররা। সেই তুলনায় একটা যুগের অবসান বলা যেতে পারে। পূজারার মতো টেস্ট অভিজ্ঞদের যুগ কি এখানেই শেষ? এমন মনে করছেন না অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। হিলি বলেন, 'আমি তেমন মনে করি না। কেমনভাবে রান তুলছে সেটা গুরুত্বপূর্ণ। ন্যাথান ম্যাক সুইনি, মার্নাস লাবুশেনের মতো ক্রিকেটাররা এখনও আছে। গত কয়েক বছরে টেস্টে অনেক পরিবর্তন এসেছে। আগে লক্ষ্য ছিল বেশিক্ষণ ক্রিজে টিকে থাকা। আমার মনে হয় না তেমন আর কাউকে পাবো আমরা। তবে এখনও অনেকে এমন ভূমিকা পালন করে। যেমন আমাদের জো রুট, স্টিভ স্মিথ আছে। ওরাও অ্যাঙ্করের ভূমিকা পালন করে। বাকিদের হাত খুলে খেলতে দেয়। যা খুবই গুরুত্বপূর্ণ।' দু'দিন আগেই সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন। পূজারার জন্য বিশেষ বার্তা দেন শচীনও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি