সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ‘চারদিন আমার মুখ বন্ধ করে রেখেছিল বিরাট’, প্রাক্তন অজি ওপেনার শোনালেন ভয়াবহ অভিজ্ঞতার বার্তা

কৌশিক রয় | ২২ আগস্ট ২০২৫ ১৩ : ০৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার জো বার্নস বর্তমানে ইতালির অধিনায়ক। তবে অস্ট্রেলিয়ার হয়ে বহু টেস্টে ওপেন করেছেন তিনি। তবে ইতালির অধিনায়ক হওয়ার এতদিন পর তিনি স্মরণ করলেন কোহলির অধিনায়ক হিসেবে প্রথম টেস্টের এক অজানা কাহিনি। তিনি সম্প্রতি সামনে আনলেন কীভাবে ২০১৪ সালে বিরাট কোহলিকে স্লেজ করার চেষ্টা উল্ট তাঁর দলের বিরুদ্ধেই গিয়েছিল। বার্নস ভারতের বিরুদ্ধে আত্মপ্রকাশ করেছিলেন ২০১৪-১৫ বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। অজি দলের অন্যান্য ক্রিকেটারদের মতোই সেই সময় তিনিও ভেবেছিলেন, কোহলির আত্মবিশ্বাস নষ্ট করতে ইনিংসের মাঝে তাঁর মনসংযোগ নষ্ট করতে কিছু না কিছু মন্তব্য করবেন। কিন্তু তাঁর সেই পরিকল্পনা মারাত্মকভাবে বুমেরাং হয়।

ক্রিকট্র্যাকারকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নস বলেন, ‘আমি নিশ্চিত বিরাট সেদিন শতরান করেছিল। কিছুটা কথাবার্তা হচ্ছিল, তবে সেটা আসল স্লেজ নয়। হ্যাডজি (ব্র্যাড হ্যাডিন) ছিল উইকেটের পেছনে, ওয়াটো (শেন ওয়াটসন) প্রথম স্লিপে, আর নাথান লায়ন বল করছিল। আমি শর্ট লেগে ছিলাম। প্রায় চার ঘণ্টা কোনও কথা বলিনি। হঠাৎ বললাম, ‘বিরাট, তোমাকে কিছু শট খেলতে হবে।’ এরপর কোহলির জবাবই বদলে দেয় পুরো পরিস্থিতি। বার্নসের কথায়, ‘ওই সময় কোহলি খেলা থামিয়ে আমার দিকে ফিরে বলল, ‘তুমি চুপ করো’। তার ঠিক পরের বলেই কভার দিয়ে সপাটে একটা দুর্দান্ত চার মারল। আমার জন্য সেটা ভীষণই বিব্রতকর মুহূর্ত ছিল। এরপরের চার দিন আমি একটাও কথা বলিনি।

আরও পড়ুন: 'যেখানকার কুকুর, ফিরিয়ে দেওয়া হবে সেখানে', প্রবল বিক্ষোভে রায় বদল শীর্ষ আদালতে, দেওয়া হল বিশেষ নির্দেশ

তখনই বুঝেছিলাম, বিরাটকে বিরক্ত করা ঠিক না’। সেই ম্যাচে বিরাট কোহলি খেলেছিলেন দুর্দান্ত এক ইনিংস। ১৭২ বলে ১৬৯ রান করেছিলেন তিনি, যার মধ্যে ছিল ১৮টি চার। এটি ছিল তাঁর টেস্ট কেরিয়ারের তখনকার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। দ্বিতীয় ইনিংসেও তিনি করেন ৫৪ রান। ফলে ভারত ম্যাচটি ড্র করতে সক্ষম হয়। পরের সিডনি টেস্টেও বিরাট আরও একটি আরেকটি সেঞ্চুরি করেন। পুরো সিরিজে কোহলির সংগ্রহ ছিল ৮ ইনিংসে ৬৯২ রান, গড় ৮৬.৫০, সঙ্গে চারটি শতরান। যদিও তাঁর ব্যাটিং ঝলক সত্ত্বেও ভারত সিরিজ হেরে যায় ০-২ ব্যবধানে। প্রসঙ্গত, ইংল্যান্ড সফরের আগে টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট। তাঁর হাতে এখন কেবল ওয়ানডে ফরম্যাট। বিরাট কোহলি কিন্তু ওয়ানডের জন্য তৈরি হচ্ছেন জোরকদমে। অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজকেই পাখির চোখ করছেন কোহলি। আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিরিজ বাতিল হয়ে গিয়েছে। ফলে ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ সেই অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 

ইনডোরে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট। সেই ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। গুজরাট টাইটান্সের সহকারী কোচ নইম আমিনের সঙ্গে ট্রেনিং করছেন কোহলি। সেই ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে কোহলি লিখেছেন, ‘থ্যাঙ্কস ফর হেল্পিং আউট উইথ দ্য হিট, ব্রাদার। অলওয়েজ লাভলি টু সি ইউ’। বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী দলে স্থান পাওয়া উচিত রোহিত শর্মা এবং বিরাট কোহলির। এখনও সরকারিভাবে একদিনের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত। কিছু রিপোর্টে জানা যাচ্ছে, দেশের জার্সিতে সেটাই হতে পারে দুই মহাতারকার শেষ সিরিজ। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত এবং কোহলি। শুধু একদিনের আন্তর্জাতিকে খেলবেন। কিন্তু চলতি বছর ভারতের খুব বেশি একদিনের ম্যাচ নেই। সুতরাং, মাত্র কয়েকটা ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যথেষ্ট হবে কিনা সেই নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া