শুক্রবার ১৬ জানুয়ারী ২০২৬
সম্পূর্ণ খবর
কৃষানু মজুমদার | ১৭ আগস্ট ২০২৫ ১৫ : ৫৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটের ধারণটাই বদলে দিচ্ছেন জর্ডন কক্সের মতো ক্রিকেটাররা।
'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে জর্ডন কক্স ঝড় তুললেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ওভাল ইনভিনসিবলস রেকর্ড রান তুলল। ৪ উইকেটে ২২৬ রান তুলে ম্যাচটা জিতে নিল বিশাল ৮৩ রানের ব্যবধানে। খেলাটা ছিল ওভাল ইনভিনসিবলস ও ওয়েলশ ফায়ারের।
ডান হাতি ব্যাটসম্যান জর্ডন কক্স ২৯ ডেলিভারিতে ৮৬ রানে অপরাজিত থেকে যান। ১০টি ছক্কা মারেন তিনি। ১১-তম ওভারে অজিত সিং ডেল-কে পিটিয়ে ২৬ রান নেন।
আরও পড়ুন: বাগদান সারা, তবুও অল ইজ নট ওয়েল, অর্জুন তেণ্ডুলকরের ঠাঁই হল না দলে
প্রথম তিন বলেই তিনটি ছক্কা মারেন কক্স। লং অন, ডিপ মিড উইকেট ও মিড উইকেটের উপর দিয়ে ওবাল বাউন্ডারি মারেন। রিভার্স স্কুপে ছক্কা মেরে ওভার শেষ করেন কক্স। প্রথম আট বল থেকে আট রান নিয়েছিলেন কক্স। তার পরই তিনি গিয়ার পরিবর্তন করেন। ওভাল ইনভিনসিবলসের রান তাড়া করতে নেমে ওয়েলস ফায়ার ১৪৩ রানে অল আউট হয়ে যায়।
এর আগে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে রশিদ খান ব্যাপক মার হজম করেন। আগে তাঁকে দেখে ব্যাটসম্যানের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যেত। আর এখন তাঁকে বলে বলে পেটাচ্ছেন ব্যাটাররা। আইপিএলেও রশিদ খানকে মার হজম করতে হয়েছিল। ৩৩টি ছক্কা হজম করতে হয়েছিল।
এত ছক্কা কাউকে মারেননি ব্যাটাররা। এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এ রশিদ খানকে এমন মারা হল যে নতুন এক রেকর্ডই গড়ে ফেললেন তিনি। তাহলে কি রশিদ খানের বল বুঝতে পেরে গিয়েছেন ব্যাটাররা? তাঁকে খেলতে সুবিধা হচ্ছে ব্যাটসম্যানদের?
বার্মিংহামে বার্মিংহ্যাম ফিনিক্সের বিপুদ্ধে ৪ ওভারে ৫৯ রান দিয়েছেন ওভাল ইনভিন্সিবলসের রশিদ। ৫ বলে ওভার। অর্থাৎ ২০ ওভারে ১০০ বল। তাই নাম দ্য হান্ড্রেড। অর্থাৎ ২০ বলে রশিদ খান দেন ৫৯ রান। আফগান বোলারের আগে চার ওভারে ৫৩ রান দিয়ে রেকর্ড বইয়ের পাতায় নাম তুলেছিলেন নামিবিয়ার ডেভিড ভিসার। রশিদ তাঁকে সরিয়ে নিজের নাম বসালেন শীর্ষস্থানে।
FOUR SIXES IN FIVE BALLS ????
— The Hundred (@thehundred) August 16, 2025
Jordan Cox, that is sensational ????#TheHundred pic.twitter.com/xiWDnXpaf8
দলের কোনও বোলার যদি এমন বেধরক মার খান তাহলে কীভাবে দল জেতে! আফগান তারকার ফ্র্যাঞ্চাইজি ওভাল ভিন্সিবলস ম্য়াচটা হেরে যায়। ১৮১ রান তাড়া করছিল বার্মিংহ্যাম। শেষ ২৫ বলে দরকার ছিল ৬১ রান। রশিদ খান তখন বল করতে আসেন। তাঁর ওভারে ২৬ রান নেন লিয়াম লিভিংস্টোন। ৩টি ছয় ও ২টি চারে ওঠে ২৬ রান। এরপর ম্যাচ চলে যায় বার্মিংহ্যামের সাজঘরে। ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বার্মিংহ্যাম। রশিদের ২০ বলে ১০টি চার মারেন ব্যাটাররা। এর সঙ্গে রয়েছে ছক্কা।
২৭ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন লিভিংস্টোন। কিন্তু রশিদ খানকে এরকম মারলেন কীভাবে? লিভিংস্টোনের সাফ জবাব, ''আমি অতীতেও রশিদ খানের বিরুদ্ধে খেলেছি। তাই ওর বিরুদ্ধে ব্যাট করার আগে আত্মবিশ্বাসী ছিলাম।'’
আইপিএলে ৩৩টি ছক্কা হজম করতে হয়েছিল রশিদকে। ১৫টি ম্যাচ থেকে রশিদের ঝুলিতে এসেছিল ৯টি উইকেট। যে রশিদ খান যে কোনও অধিনায়কের তুরুপের তাস, সেই রশিদ খানই আসল সময়ে পথভ্রষ্ট হচ্ছেন। মার খাচ্ছেন ব্যাটসম্যানদের হাতে। তবে কি রশিদ-অধ্যায় শেষ হচ্ছে টি-টোয়েন্টির দুনিয়ায়? ঘটনা হল ২০২৩ বিশ্বকাপের পর পিঠের অস্ত্রোপচার করান রশিদ। এরপর থেকেই বল হাতে ফর্মহীন তিনি। অস্ত্রোপচারের পরে তড়িঘড়ি করে মাঠে ফেরাটাই ছিল ভুল। রশিদ খান এ কথা স্বীকার করে নেন। সেই কারণেই কি তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না? রশিদ খান কিন্তু নিজেকে নিয়ে প্রশ্ন তৈরি করে দিলেন।
আরও পড়ুন: এশিয়া কাপে খেলবেন বুমরা? তারকা পেসার নিজেই দিলেন আপডেট
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি