রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: সঞ্চারী কর ০৬ আগস্ট ২০২৫ ১৭ : ৫৬Sanchari Kar
অপেক্ষার আর মাত্র কয়েক দিন। পুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’। বুধবার মুক্তি পেল ছবিটির নতুন গান ‘ও বাবুর মা’। আর তার সঙ্গে ভরা বর্ষাতেই ভেসে এল উৎসবের আবহ। বর্তমানে বাংলা ভাষা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন এ গান বয়ে আনল মাটির গন্ধ, আনন্দ, উদযাপন। খড়ি মাটির আলপনা, ইলিশ ভাজা, মায়া জড়ানো উঠোনের কোলাজে ফুটে উঠল উচ্ছ্বাসের রং। গানটিতে দেখা গিয়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, মানসী সিনহা, প্রদীপ ভট্টাচার্যের মতো শিল্পীদের। ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তাঁরা।
সকলেই জানেন, রক্তবীজ-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি তৈরি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রের আদলে। অনেকেই মনে করছেন, তাঁর জীবনের ছায়া রয়েছে এই গানেও। শ্বশুরবাড়ি দেখতে ওপার বাংলার নড়াইলের ভদ্রবিলা গ্রামে গিয়েছিলেন প্রণব। তাঁর স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় ছিলেন সেখানকার মেয়ে। শোনা যায়, হেলিকপ্টারে করে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পৌঁছান তিনি। এরপর গাড়িতে করে ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়ি যান। তাঁর আগমন উপলক্ষে শুধু শ্বশুরবাড়ি নয়, পুরো নড়াইল শহরজুড়ে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। জামাই বরণ করার জন্য বাড়ির আঙিনায় একটি বড় প্যান্ডেল করা হয়েছিল।আপ্যায়নের জন্য ছিল হরেকরকম পিঠে, ইলিশ মাছ-সহ নানা ফলমূল এবং অন্যান্য খাবারের আয়োজন। সেই ঘটনাবলীই কি ধরা দেবে এই গানে? প্রশ্ন অনুরাগীদের মনে।
২০২৩ সালে সত্য ঘটনায় ছায়ায় রচিত হয় রক্তবীজ। মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা যায় আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। এবারও অন্যথা হবে না। নয়া সংযোজন অঙ্কুশ হাজরা এবং কৌশানী মুখোপাধ্যায়।

রক্তবীজ ২-এর এই গান ফিরিয়ে আনবে সুরজিৎ চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর যুগলবন্দি। অতীতে গোত্র ছবিতে তাঁদের গাওয়া রঙ্গবতী মন জয় করেছিল সকলের। দুই শিল্পীকে লেন্সবন্দি করে সেই ছবি নেটমাধ্যমে পোস্ট করেন শিবপ্রসাদ। লেখেন, ‘সুরজিৎ-ইমন জুটি আরো একবার উইন্ডোজের ছবিতে। এবার পুজোয় "রক্তবীজ২"তে। গানের সুরকার এবং গীতিকার সুরজিৎ চট্টোপাধ্যায়। সুরজিৎ এর সাথে আমাদের কাজ ২০০৫ সাল থেকে। কখনো "ইচ্ছে"র 'ওরে মন', "মুক্তধারা"র 'আলো', "প্রাক্তন"-এর 'ভ্রমর', "গোত্র"র 'রঙ্গবতী', "রক্তবীজ" এর 'গোবিন্দ দাঁত মাজেনা' । আর ইমন যখনই উইন্ডোজ এর গান গেয়েছে সেটা ব্লকবাস্টার হয়েছে ২০১৬ তুমি যাকে ভালোবাসো, ২০১৯ রঙ্গবতী, ২০২২ টাপাটিনি, ২০২৩ "রক্তবীজ" বিসর্জনের গান। আর এবার ২০২৫ পুজোয় "রক্তবীজ ২"তে।’ (পোস্টের বানান অপরিবর্তিত রেখে)।
শোনা গিয়েছে, 'রক্তবীজ'-এর তুলনায় ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ব্যান্ডিট কুইন’ ছবিখ্যাত সীমা বিশ্বাস-ও। রক্তবীজ -এর মতো এবারও দাপুটে পুলিশ কর্তা সংযুক্তা-র চরিত্রে মিমি। অন্যদিকে এই ছবিতে অভিনেতা আবীর ফের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা পুলিশ অফিসার পঙ্কজের ভূমিকায় ধরা দেবেন। জানা গিয়েছে, এক রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে সীমাকে দেখানো হবে। ইতিমধ্যেই কলকাতায় এসে শুটিংও করে ফেলেছেন অভিনেত্রী। পরিচালক শিবপ্রসাদের সঙ্গে তাঁর বন্ধুত্বও এখন দেখার মতো।

দিন কয়েক আগেই একটি সীমাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেন শিবপ্রসাদ। সেখানে দেখা যায়, পরিচালকের গালে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন সীমা। পরিচালকও সেই ভালবাসা তাঁকে ফিরিয়ে দিয়েছেন। মিষ্টি সেই মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে শিবপ্রসাদ লেখেন, ‘রোববারের হামি। "রক্তবীজ ২"-এর শুটিংয়ের সময় আমার প্রিয় অভিনেত্রী সীমা বিশ্বাসের সাথে। ২৮ বছর বাদে দুজনে আবার একসাথে কাজ করলাম। প্রথমবার সহ-অভিনেতা হিসেবে অসমাপ্ত সিনেমা "লজ্জা"য়। দ্বিতীয়বার পরিচালক হিসেবে "রক্তবীজ ২"।’ পোস্টের বানান অপরিবর্তিত রেখে)।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি