শনিবার ১৭ জানুয়ারী ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারত–ইংল্যান্ড সিরিজের সব টেস্টই গড়াল পাঁচ দিন অবধি, ইতিহাসে এরকম কতবার হয়েছে জানুন 

রজত বসু | ০৫ আগস্ট ২০২৫ ১৫ : ০২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ শেষ হল ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজ। পাঁচ টেস্টই গড়িয়েছে পাঁচ দিন অবধি। ওভালে দেখে মনে হয়েছিল, চতুর্থ দিনই খেলা শেষ হয়ে যেতে পারে। কিন্তু সেই টেস্টও গড়িয়েছে পঞ্চম দিনে।


টেস্টের ইতিহাসে মাত্র চার বার এমন হয়েছে যে, সিরিজের পাঁচটা টেস্টই পাঁচ দিনে গড়িয়েছে। প্রথম হয়েছিল ২০০১ সালে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজে। তার পর ২০০৪–০৫ অ্যাশেজ সিরিজে। শেষ বার ২০১৭–১৮ অ্যাশেজ সিরিজে পাঁচ টেস্টই পাঁচ দিনে গড়িয়েছিল। সেই সিরিজ অস্ট্রেলিয়া ৪–০ জিতেছিল। তার সাত বছর পর আবার পাঁচ টেস্টের সিরিজ হল। ভারত ও ইংল্যান্ড ২–২ ড্র করল।


ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে ২০০৮–০৯ উইজডেন ট্রফিতে পাঁচটা টেস্ট হয়েছিল। তার পর থেকে গত ১৬ বছরে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শুধু নিজেদের মধ্যে পাঁচ টেস্টের সিরিজ খেলেছে। বাকি কোনও দল খেলেনি। ফলে পাঁচ টেস্টের সিরিজের সংখ্যা কমেছে। ২০১৭–১৮ অ্যাশেজ ও সদ্য সমাপ্ত ভারত–ইংল্যান্ড সিরিজের মাঝে সাতটা পাঁচ টেস্টের সিরিজ হয়েছে।


মাঝের সাতটা সিরিজের মধ্যে তিনটে অ্যাশেজ, তিনটে ভারত–ইংল্যান্ড ও একটা ভারত–অস্ট্রেলিয়া সিরিজ। ২০১৮ সালে ভারত খেলতে গিয়েছিল ইংল্যান্ডে। পাঁচ টেস্টের সিরিজ ইংল্যান্ড জিতেছিল ৪–১ ফলে। ২০১৯ সালের অ্যাশেজ ২–২ ড্র হয়েছিল। ২০২১–২২ অ্যাশেজ অস্ট্রেলিয়া জিতেছিল ৪–০ ব্যবধানে। সেই বছরই ইংল্যান্ডে খেলতে গিয়েছিল ভারত। সিরিজ ২–২ ড্র হয়। ২০২৩ সালের অ্যাশেজ ২–২ ড্র হয়েছিল। ২০২৩–২৪ ভারতের মাটিতে খেলতে এসে ১–৪ সিরিজ হেরেছিল ইংল্যান্ড। ২০২৪–২৫ ভারত খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। ১–৩ হেরেছিল ভারত।


এই সাতটা সিরিজের মধ্যে দুটো সিরিজ এমন হয়েছে যেখানে চারটে টেস্ট পাঁচ দিন ও একটা টেস্ট চার দিনে গড়িয়েছে। ২০২১–২২ এ ভারত খেলতে গিয়েছিল ইংল্যান্ডে। সেখানে তৃতীয় টেস্ট চার দিনে শেষ হয়েছিল। বাকি চারটে টেস্ট পাঁচ দিনে গড়িয়েছিল। ২০২৩ সালের অ্যাশেজেও তৃতীয় টেস্ট চার দিনে শেষ হয়েছিল। বাকি চারটে টেস্ট শেষ হয়েছিল পাঁচ দিনে।


এটা মানতেই হবে টেস্ট ক্রিকেটকে নতুন জন্ম দিয়েছে এই সিরিজ। সোমবার ওভালে সিরিজ শেষ হয়ে গেলেও তার রেশ এখনও যায়নি। অধিনায়ক শুভমন গিল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌ঝড়কে তারাই ভয় পায় যারা তৈরি থাকে না।’‌ যশস্বী জয়েসওয়ালের কথায়, ‘‌স্বপ্ন দেখার সাহস দেখাও। টেস্ট ক্রিকেটই সেরা।’‌ লোকেশ রাহুল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌টেস্ট ক্রিকেট দীর্ঘজীবী হোক। একটা ফরম্যাট যেখানে দক্ষতা, ধৈর্য ও আবেগ প্রয়োজন। এর কোনও শর্টকাট হয় না।’‌ পুরো সিরিজে খেলতে না পারলেও ঋষভ পন্থ লিখেছেন, ‘‌এমন একটা সফর যা সকলের পরীক্ষা নিয়েছে। লড়াই হয়েছে। আমরা হার না মানা মানসিকতা দেখিয়েছি। টেস্টের অন্যতম সেরা সিরিজ হয়েছে। দলের সকলকে নিয়ে সত্যিই গর্বিত।’‌ 


এদিকে, ওভাল টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক ধাপ উঠে এসেছে ভারত। সরিয়ে দিয়েছে ইংল্যান্ডকে।


শুভমন গিলের দল এখন রয়েছে তিন নম্বরে। ওভালে জিতে ১২ পয়েন্ট পেয়েছে ভারত। এই টেস্টের আগে তিনে ছিল ইংল্যান্ড। তারা নেমে গিয়েছে চারে।
ভারত এবং ইংল্যান্ড, দুটো দলের কাছেই এটা পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ ছিল। দুই দলই দুটো করে ম্যাচ জিতেছে। একটি ড্র হয়েছে। তবে লর্ডসে মন্থর ওভার রেটের কারণে আইসিসি ইংল্যান্ডের দু’পয়েন্ট কেটে নিয়েছে। তাই ভারতের নীচে চলে গিয়েছে তারা।


আপাতত পাঁচ টেস্টে ভারতের ২৮ পয়েন্ট। শতাংশের বিচারে পয়েন্ট ৪৬.৬৭। ইংল্যান্ডের ২৬ পয়েন্ট এবং পয়েন্ট শতাংশ ৪৩.৩৩। ওয়েস্ট ইন্ডিজকে তিনটে টেস্টেই হারানোর কারণে শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের ৩৬ পয়েন্ট। পয়েন্ট শতাংশ ১০০। দ্বিতীয় শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।


পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ (পয়েন্ট শতাংশ ১৬.৬৭) এবং ওয়েস্ট ইন্ডিজ (০)। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা নতুন চক্রে এখনও কোনও টেস্ট খেলেনি।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া