শনিবার ১৭ জানুয়ারী ২০২৬
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ০৪ আগস্ট ২০২৫ ১০ : ১২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: লর্ডস ক্রিকেট মাঠে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট ম্যাচ চলাকালীন এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো ক্রিকেটবিশ্ব। ম্যাচের উত্তেজনাকে ছাপিয়ে একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ভারতীয় পুরুষ সমর্থক দাঁড়িয়ে রয়েছেন স্ট্যান্ডে এবং মোবাইল ফোনে খুঁজছেন ‘এস্কর্ট সার্ভিস’। ভিডিওটি প্রথম ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বে টুইটার)-এ এবং পরে রেডডিটেও ঘুরে বেড়ায়। যদিও ভিডিওটি সাম্প্রতিক কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। The Free Press Journal-এর তরফ থেকে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলেও জানানো হয়েছে।
এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ একে ‘ব্যক্তিগত স্বাধীনতা’ হিসেবে ব্যাখ্যা করছেন, আবার অনেকেই লর্ডসের মতো ঐতিহাসিক স্টেডিয়ামে এমন আচরণকে ‘লজ্জাজনক’ ও ‘অশালীন’ বলেই কটাক্ষ করেছেন। বিশেষ করে যখন ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা, তখন এমন দৃশ্যকে ক্রিকেট সংস্কৃতির অবক্ষয় হিসেবেও ব্যাখ্যা করছেন অনেকে। এদিকে খেলার দিক থেকে বললে, লর্ডস টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ড দুর্দান্ত কামব্যাক করে জয় তুলে নেয়। ১৯৩ রান তাড়া করতে গিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ ১১২/৮ স্কোরে মুখ থুবড়ে পড়ে। তবে তখনই কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ। জাদেজা ১৮১ বল খেলে ৬১ রানে অপরাজিত থাকলেও, সিরাজ দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে যান। শোয়েব বশিরের একটি অফস্পিন ডেলিভারি বাউন্স করে ব্যাটে লেগে স্টাম্পে গিয়ে আঘাত করে।
আরও পড়ুন: ‘তুকতাক কোচ’ থেকে সুনীলদের ‘হেডস্যার’, কতটা পথ পেরোলে খালিদ জামিল হওয়া যায়?
এদিকে ওভাল টেস্ট দারুণ জায়গায় পৌঁছে গিয়েছে। জেতার জন্য ইংল্যান্ডের দরকার আরও ৩৫ রান। পারবে কি ইংরেজরা? ভারত কি শেষ মুহূর্তে মরণ কামড় দিতে পারবে? রবিবারের ওভাল দেখে মনে হতেই পারে ওয়াংখেড়ে। রুট আউট হওয়ার আগে সিরাজ টানা ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন দর্শকদের, যে আরও জোর চাই, ঠিক যেমনটা কোহলি করতেন। জো রুট ক্যাচ দিয়ে ফিরতেই সিরাজ হাতজোড় করে ধন্যবাদ জানালেন দর্শকদের, বুঝিয়ে দিলেন আমরা একা নই, তোমরাও আমাদের সঙ্গেই। ওভাল টেস্টের ঘটনাবহুল চতুর্থ দিনে অনেক কিছুর মধ্যে এটাও একটা। খেলায় তো চোখ সকলেই রেখেছেন, উল্লেখযোগ্য বিষয়, ইংল্যান্ড সিরিজের পাঁচটা টেস্ট, পাঁচটাই গড়াতে চলেছে পঞ্চম দিনে। রবিবার অবশ্য মন্দ আলোর কারণে খেলা বন্ধ না হলে কী হত সেটা বলা মুশকিল।
সেই সময় ইংল্যান্ডের ওপর পুরো চেপে বসেছিলেন ভারতীয় বোলাররা। জেমি স্মিথ এবং ওভারটনের একটা বলও মিডল হচ্ছিল না। সোমবার যা হওয়ার প্রথম সেশনেই হবে, সেটা একপ্রকার নিশ্চিত। তবে বর্তমানে ম্যাচের ক্ষেত্রে ইংল্যান্ডের যা অবস্থা তার পুরোপুরি কৃতিত্ব দেওয়া যায় জো রুট এবং হ্যারি ব্রুককে। যখন আক্রমণের দরকার তখন আক্রমণ, আবার কখনও ডিফেন্স করে ক্লান্ত করে দিলেন ভারতীয় পেস ব্যাটারিকে। চতুর্থ পেসারের অভাবে খানিকটা বোঝা গেলেও ‘ওয়ার্কলোড’ শব্দটায় যে সিরাজ কোনওভাবেই বিশ্বাস করেন না তা আরও একবার সাফ হয়ে গেল। ‘ওয়ার্কলোড’ আবার কী? দেশের প্রতিনিধিত্ব করছো, যতক্ষণ দম আছে, সেবা করে যাও, সেই মন্ত্রেই চলেন মিঁয়াভাই। একটানা নিজের ১০০% দিয়ে বল করে গেলেন। ফলও মিলল হাতেনাতে।
১০৬ রানে তিন উইকেট পড়ার পর মনে হয়েছিল, আর কতক্ষণ? ওকস নেই, ইংল্যান্ড লাইন আপকে গুঁড়িয়ে দেবেন সিরাজরা। তাতে জল ঢেলে দিলেন ব্রুক(১১১) এবং রুট(১০৫)। অনবদ্য শতরান দুই ইংরেজ ব্যাটারের।
প্রথম ২০টা বল ব্রুক নিজের মতো দেখে নিলেন। তারপর যে রূপ ধরলেন, থামলেন একেবারে আউট হওয়ার সময়। অন্যদিকে, জো রুট ধরে ধরে নিজের কাজটা করে গেলেন। ভাল বলে ডিফেন্স, মারার বলে দেখার মতো শট মেরে শতরান পূর্ণ করলেন নিজের। তবে আসল নাটক শুরু হল প্রসিদ্ধের বলে ব্রুক আউট হওয়ার পর। ছ’নম্বরে নামা জেকব বেথেলকে পাঁচ ওভার টানা দাঁড় করিয়ে স্টাম্প ছিটকে দিলেন কৃষ্ণ। সেই সময় পরিসংখ্যান বলছে, বাজবল খেলা ইংল্যান্ডের শেষ পাঁচ ওভারে রান ৮, তাও আবার দুটি উইকেট হারিয়ে। তারই ফল হিসেবে ফের কিপার জুরেলের হাতে দিয়ে ফিরলেন রুটও। স্ক্রিনে দেখা গেল ক্রিস ওকস প্যাড আপ করে তৈরি। যদি দলের প্রয়োজন হয় তাহলে নামতে দেখা যাবে হয়তো তাঁকেও। আসল নাটক অপেক্ষা করে আছে সোমবার শেষ দিনের খেলায়।
চতুর্থ টেস্টে এই পরাজয়ের পরও সিরিজে সমতা আনার সুযোগ রয়েছে ভারতের সামনে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ৩১১ রানে পিছিয়ে পড়েও ভারত অনবদ্য প্রত্যাবর্তন ঘটায়। শুভমান গিল এবং কেএল রাহুলের ১৮৮ রানের জুটি, জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের শতরান এবং ১৩০ ওভারের বেশি সময় ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়ে দেন তারা। চূড়ান্ত ও পঞ্চম টেস্ট শুরু হবে ৩১ জুলাই, লন্ডনের দ্য ওভালে। এখন দেখার বিষয়, ভারতীয় দল ঐতিহাসিকভাবে ফিরতে পারে কিনা এবং সিরিজে সমতা আনতে সক্ষম হয় কিনা। তবে মাঠের বাইরের 'এস্কর্ট ভিডিও' বিতর্ক যে কিছুটা হলেও ক্রিকেটের মর্যাদা ক্ষুন্ন করেছে, সে বিষয়ে একমত অনেকে। বোর্ড ও কর্তৃপক্ষের তরফ থেকেও কোনও প্রতিক্রিয়া এলে তা নজর কাড়বে বলেই মনে করছেন ক্রিকেটমহল।
Blokes in their 40s scrolling their phones looking for escorts at Lords Cricket Ground a few weeks back pic.twitter.com/obcvFkLOuG
— UB1UB2 West London (Southall) (@UB1UB2) July 27, 2025
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি