শনিবার ১৭ জানুয়ারী ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কখনও ড্রাইভার, কখনও বাজারে বসে কেটেছেন মাছ, সেই স্ট্রাইকার এখন গোল করে তাক লাগাচ্ছেন লিগে

কৃষানু মজুমদার | ২৭ জুলাই ২০২৫ ১৫ : ৫১Krishanu Mazumder

কৃশানু মজুমদার: মা আমায় চারখানা রুটি দিলেন। আমার বরাবরই মনে হয়, সকলের থেকে মা আমাকেই বেশি ভালবাসেন। রাত্রে নিশ্চয় না খেয়ে আমার জন্য রুটি রেখে দিয়েছেন। অন্য সময় এই নিয়ে রাগারাগি শুরু করে দিতাম, আজ করলাম নাসাতটার মধ্যে মাঠে পৌঁছতে হবে। নিমাই আর আনোয়ার বটতলা বাস স্টপে আমার জন্য দাঁড়িয়ে থাকবে।

বেরোবার সময় মাকে হঠাৎ প্রণাম করলাম। ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলতে যাচ্ছি না, ট্রায়াল দিতে যাচ্ছি মাত্র। যদি বিপিন সিংহের পছন্দ হয়, তা হলে ময়দানের ঘেরা মাঠে খেলার সুযোগ আসবে। ফুটবল আমার কাছে রূপকথার একটা প্রাসাদ। যে আশা মনে মনে বহু দিন ধরে লালন করে আসছি, আজ তার দরজায় পৌঁছোতে যাচ্ছি মাত্র। যদি ঢুকতে পারি, তা হলে এক একটা তলা নীচে ফেলে উপরতলায় উঠবই, উঠতেই হবে। সে জন্য যত পরিশ্রম করা দরকার, করবই। মা আমাকে বুকে চেপে ধরে কপালে ঠোঁট ছোঁয়ালেন। তারপর বললেন, ”খোকা, মন দিয়ে চেষ্টা করবি।” 

কিট ব্যাগটা হাতে নিয়ে হনহনিয়ে যখন বটতলার দিকে যাচ্ছি, তখন মনের মধ্যে মা’র কথাটাই গুনগুন করছিল। মন দিয়ে কেন, প্রাণ দিয়ে চেষ্টা করব, মা সারা জীবন কষ্টে কাটিয়েছেন, ওঁকে সুখী করবই

আরও পড়ুন: '২৬ জুলাই ইস্টবেঙ্গল হারে না', কল্যাণীতে ডার্বি জিতে আশিয়ানের স্মৃতিতে ডুব দিলেন লাল-হলুদের 'ডাক্তারবাবু'

সাদার্ন সমিতির সমীর বায়েন মতি নন্দীর কালজয়ী সৃষ্টি 'স্ট্রাইকার' পড়েছেন কিনা জানা নেই, কিন্তু তাঁর কথা শুনতে শুনতে 'স্ট্রাইকার'-এর প্রসূনের কথাই মনে পড়ে যায়। স্মৃতিতে হানা দেয় উপন্যাসের উপরের ওই লাইনগুলো। 

প্রসূন তো গল্পের চরিত্র। কিন্তু সমীর রক্তমাংসের। কলকাতা লিগে সাত-সাতটা ম্যাচ খেলে ফেলেছেন তিনি। গোল করেছেন চারটি। সাদার্নের কোচ সুজাতা কর বলছেন, ''ছেলেটার মধ্যে প্যাশন রয়েছে। ফুটবল খেলে এগিয়ে যেতে চায়। যা বলি, তাই শোনে''

স্ট্রাইকারদের পৃথিবীতে গোলই শেষ কথা। একটা গোল দিয়ে যায় পরিচিতি। একটা গোল মুহূর্তে এনে দিতে পারে খ্যাতি-যশ। পাদপ্রদীপের আলোয় চলে আসে স্ট্রাইকার। কলকাতা লিগে ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাব, শ্রীভূমি ও পিয়ারলেসকে গোল দিয়ে সমীর বুঝিয়ে দিয়েছেন, তিনি গোল করতেই এসেছেন।

নোয়াপাড়া মেট্রো স্টেশনের কাছেই সমীরের বাড়ি। বাবা রাজমিস্ত্রি। মা পরিচারিকার কাজ করেন। দুই দিদির বিয়ে হয়ে গিয়েছে। দাদা পেট্রোল পাম্পের কর্মী। সমীর বলছেন, ''দাদা চাকরি করছে বলেই আমি ফুটবল খেলতে পারছি'' বিখ্যাত খেলোয়াড়দের জীবনে তাঁদের দাদাদের ভূমিকা অপরিসীমএই দাদা-ভাই জুটির নতুন আখ্যান কি পড়বে ভাবীকাল? সময় উত্তর দিয়ে যাবে।

সমীর জানে, এই ফুটবল তাঁর অভাবের সংসারেএনে দিতে পারে অর্থের জোগানমা-বাবাকে সুখ এনে দিতে পারে এই চর্মগোলকসাদার্নের স্ট্রাইকার এক নিঃশ্বাসে বলে চলেন, ''জানেন আমি মুরগির দোকানে বসে মুরগি কেটেছি টাকার জন্যমাছের দোকানে কাজ করেছিগাড়ি চালিয়ে তিনশো-চারশো টাকা রোজগার করেছিএখন ফুটবল খেলে যা টাকা পাই তা বুট কেনার পিছনেই চলে যায়বাড়িতে আমি কিছুই দিতে পারি না''

তাঁর জীবনযুদ্ধের কাহিনি শুনতে শুনতে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর এক সাক্ষাৎকার মনে পড়ে যাযসুনীল বলছিলেন, ''অভিজ্ঞতা থেকে দেখেছি আমার খেলায় যারা আসে, তাদের বেশিরভাগই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ঘরেরওরা জানে আমাকে দাঁড়াতে হলে ফুটবল খেলেই বড় হতে হবেফুটবল ওদের জীবনের ধ্যান-জ্ঞান-স্বপ্নফুটবল ওদেরকে ফিরিয়ে দিতে পারে হাসি, ভুলিয়ে দিতে পারে কান্না''

ফিরে আসি সমীরের গল্পে। দিদির বিয়ের সময়ে হৃদরোগে আক্রান্ত হন তাঁর মা। সেই সময়ের গল্প বলতে বলতে সমীরের গলায় দলা পাকিয়ে ওঠে আবেগ। নিত্যিদিনের জীবনে রয়েছে ঘর্মাক্ত পরিশ্রমের গল্প। সূর্য উঠতেই শুরু হয়ে যায় সমীরের মা-বাবার কর্মচাঞ্চল্য। তাঁরা বেরিয়ে পড়েন কাজে।

বাস্তবের স্ট্রাইকার বলে চলেন, ''লিগের খেলা থাকলে আমি বাড়ি থেকে খেয়ে যেতে পারি না। ক্লাবে চলে যাই খাওয়ার জন্য। দুপুরে ক্লাবে খেয়ে সাদার্নের বাসে করেই মাঠে যাই।''

কোচ সুজাতা তাঁর শিষ্য সম্পর্কে বলছেন, ''ওর মধ্যে খিদে রয়েছে। ওই খিদেই ওকে আরও এগিয়ে নিয়ে যাবে'' সমীরের রয়েছে গোলের খিদে। উত্তর ২৪ পরগনা জেলা লিগের সুপার ডিভিশনে বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের হয়ে ৯টা গোল করেছেন এবার। 

স্থানীয় মাঠে তাঁকে খেলতে দেখেই বর্ষীয়ান কোচ সুশান্ত গুহ চিনেছিলেন 'জহর'কোচিং জীবনের ২৮টা বসন্ত পার করা সুশান্তবাবু বলছেন, ''বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খেলা দেখাই আমার নেশা। সমীরকে দেখে আমার ভাল লেগেছিল। ওকে বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবে নিয়ে আসি। কলকাতা মাঠে আমার হাত ধরেই প্রথম খেলে গরলগাছায়। তার পর আমার কোচিংয়ে ঐক্য সম্মিলনীতে খেলেছে। এখন খেলছে সাদার্নেএবছর জেলা লিগে ৯টা গোল করেছে। ছেলেটা গোল চেনে। গোল করে চলেছে। সন্তোষ ট্রফির জন্য বাংলা দলে সমীরকে ডাকা উচিত'' 

মতি নন্দীর স্ট্রাইকার প্রসূন গোল করে ঘাস আর মাটির মিষ্টি সোঁদা গন্ধ বুক ভরে নিয়েছিলেনসমীরও গোল করে জীবনযুদ্ধে নায়ক হতে চান। স্বপ্ন দেখেন শরীরের দোলায় একে একে কেটে যাচ্ছে তাঁর আর্থিক দুরবস্থা, মা-বাবার দুঃখ-দুর্দশা। এই ফুটবলই যে তাঁর শ্বাসপ্রশ্বাস। তাঁর বেঁচে থাকার অক্সিজেন।

আরও পড়ুন: এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাক, বোর্ডের নীতির সমালোচনায় আজহার


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া