সোমবার ১৯ জানুয়ারী ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৯ জুন ২০২৫ ১৭ : ১৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: তাঁর নাম সাহিল হরিজন। তাঁকে 'ভাইরাল সাহিল' বললেও বোধহয় অত্যুক্তি করা হবে না। শনিবার কলকাতা লিগে ইউনাইটেড স্পোর্টসের এই তরুণ ফুটবলার চারজনকে মাটি ধরিয়ে যে গোল করেছেন, তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই গোল নিয়েই চর্চা হচ্ছে খুব।
আজকাল ডট ইন-কে হাবড়া নিবাসী সাহিল বললেন, ''এরকম গোল আমি আগেও করেছি। গত বছর চোটের জন্য খেলতে পারিনি। তার আগের বছর পাঠচক্রের হয়ে বাইসাইকেল কিকে একটা গোল করেছিলাম। সেই গোলটাও ভাইরাল হয়েছিল।'' শনিবার এরিয়ানের চক্রব্যূহ ভেদ করে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করেন তিনি।
এরকম দৃষ্টিনন্দন গোল দেখার জন্যই হাজার মাইল পথ হাঁটা যায়। ১৯ বছরের সাহিল হরিজনের ফুটবলে রয়েছে এমন এক আকর্ষণ, যার টানে ছুটে আসা যায় দূরদূরান্ত থেকে। শুধু তাঁকেই দেখার জন্য এবার থেকে সবুজ গালচেতে নামুক ভিড়ের ঢল। ভার্চুয়াল জগতে তাঁর স্কিলের বিচ্ছুরণ না দেখে মাঠে বসে তরুণ ফুটবলারের প্রতিভা প্রত্যক্ষ করুক বাংলার ফুটবল পাগলরা। সাহিলের মতো খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যে সবার।
এরিয়ানের বিরুদ্ধে মাঝমাঠে বলটা ধরার পরই কি গোলের গন্ধ পেতে শুরু করেছিলেন? গোলের মতোই সুন্দর সাহিলের বক্তব্য, ''কারওর পক্ষেই ওভাবে বলা কি সম্ভব? পরিস্থিতির উপরে সব নির্ভর করে। বল পায়ে পড়ার পরে মনে হয়েছিল আমি দু'জন-তিন জনকে ড্রিবল করে গোল করতে পারব। সেই আত্মবিশ্বাস আমি দেখাতে পেরেছি।''
অনুশীলন, অনুশীলন আর অনুশীলন তাঁকে করে তুলেছে আত্মবিশ্বাসী। সেই কারণেই মাঠে নেমে তিনি ছড়িয়ে দিতে পারছেন রামধনুর মতো রং। সেই রংয়ে রঙিন কলকাতার মাঠ।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভালবেসে সাত নম্বর জার্সি পরেন। পুরোদস্তুর স্ট্রাইকার বলতে যা বোঝায় তিনি তাই-ই। অ্যাটাকিং মিডফিল্ডার, উইঙ্গার হিসেবেও খেলতে দক্ষ। প্রতিটি ম্যাচে গোল করাই তাঁর নতুন টার্গেট। সাহিল বলছিলেন, ''দ্বিতীয় ডিভিশন আই লিগে আমি সর্বোচ্চ গোলদাতা ছিলাম। ১১টা গোল করেছিলাম। তার পরে চোট পেয়ে গেলাম। চোট সারিয়ে ফিরে এসে ৬-৭টা গোলও করেছি। এবারের কলকাতা লিগে প্রতিটি ম্যাচের স্কোরলাইনে নিজের নাম দেখতে চাই।''
ফুটবলের পাশাপাশি বাংলায় অনার্স পড়ছেন সাহিল। উচ্চমাধ্যমিকে আশি শতাংশ নম্বর পেয়েছেন। একসঙ্গে পড়া-খেলা চালানো সম্ভব? উনিশের কিশোরের সাফ জবাব, ''ইচ্ছা থাকলে সবই সম্ভব।'' ইচ্ছাশক্তিতে ভরপুর এই কিশোর। চোট আঘাতের লাল চোখ দেখে প্রায় মাস ছয়েক ছিটকে যেতে হয়েছিল। চোট সারিয়ে ফিরে এসে তিনি আবার ছুটছেন। আবার গোল করছেন। তাঁর মায়ের মুখে খেলা করছে হাসি। সারা দিনের পরিশ্রমের শেষে বাবাকেও স্বস্তি এনে দিচ্ছে সাহিলের ফুটবল। তিনি বলছিলেন, ''চোট পাওয়ার দিনগুলোতে মা-বাবা-আমার চাওয়া একই ছিল। চোট সারিয়ে ফিরে আসতে হবে।'' সবার ইচ্ছা-চাওয়া যখন এক বিন্দুতে এসে মিলে যায়, তখন পৃথিবীর কোনও শক্তি পারে না রুখতে।
বাবা হাবড়া পৌরভার অ্যাম্বুল্যান্স ড্রাইভার। মা গৃহবধু। বাড়ির পাশের মাঠে বাবার হাত ধরেই প্রথম ফুটবলে পা রাখা। তার পরে অশোকনগরের পল স্যরের কাছ থেকে ফুটবলের প্রাথমিক পাঠ নিয়ে এটিকে-তে ট্রায়াল দেওয়া। সেখানে তিন বছর কাটিয়ে নতুন ঠিকানা ইউনাইটেড স্পোর্টস। জহুরি জহর চেনেন। নবাব ভট্টাচার্যও চিনতে ভুল করেননি সাহিলকে। ইউনাইটেড স্পোর্টসের জার্সিতেই চলছে তাঁর ফুটবল পরিক্রমা। সাহিল বলছেন, ''আমাদের ইউনাইটেড স্পোর্টস একটা পরিবারের মতো। নবাব কাকুর পরামর্শ সব সময়ে রয়েছে। কোনটা ঠিক, কোনটা ভুল সেটাই আমাদের দেখিয়ে দেন উনি।'' কোচ লালকমল ভৌমিক তাঁর ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। জমে উঠেছে গুরু-শিষ্যের রসায়ন।
কথায় বলে সাফল্যের আলোয় ধাঁধিয়ে যায় চোখ। ব্যর্থতা-ভুল চোখে পড়ে না। সাহিল বলছেন, ''ভাল গোল যেমন আনন্দ দেয়। তেমনই ম্যাচে কী ভুল করলাম, সেটা ভাবাও জরুরি। এরিয়ানের বিরুদ্ধে আমাকে পেনাল্টি বক্সের ভিতরে মেরেছিল। আমি কাট করে ভিতরে ঢুকে পড়েছিলাম। পেনাল্টি দিলেও দিতে পারত। আমার এখন মনে হচ্ছে, আগেই যদি আমি ফিনিশ করে দিতাম, তাহলে আমাকে আর মারার সুযোগই পেত না।'' ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান তরুণ প্রতিভা।
এমন জাদু গোলের পর ময়দানে এখন অনুরণিত হচ্ছে, ''সাহিল হরিজন, নাম তো সুনা হি হোগা।'' তাঁর শুভাকাঙ্খীরা বলছেন, শুরু হয়েছে স্বপ্নের দৌড়, এই দৌড় যেন না থামে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি