শুক্রবার ২৩ জানুয়ারী ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৬ মে ২০২৫ ১৮ : ৪৯Krishanu Mazumder
কৃশানু মজুমদার: এক বাঙালি বিশ্বকাপারের গল্প। যার জীবনে স্বপ্ন ছোঁয়া আছে। আবার মেঘের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাস্তবের রুখা সুখা জমিতে আছড়ে পড়াও রয়েছে। রয়েছে ফিরে আসার দারুণ এক কাহিনিও। রয়েছে দুঃস্বপ্নের রাতের দুঃসহ স্মৃতি। ব্যান্ডেলের অভিজিৎ সরকারের জীবনে এই মেঘ তো এই রৌদ্র। এই হাসি, এই কান্না।
কী হতে পারতাম, সেটাই নাকি মানুষের জীবনে সব থেকে বড় ট্র্যাজেডি! যুব বিশ্বকাপ খেলা অভিজিৎও কি তাই মনে করেন? হয়তো তাই। হয়তো নয়।
তিনিই হতে পারতেন বিশ্বকাপে ভারতের প্রথম গোলদাতা। যুব বিশ্বকাপে কলম্বিয়ার জাল কাঁপিয়ে প্রথম বাঙালি ফুটবলার হিসেবে রূপকথার এক নতুন অধ্যায়ও লিখতে পারতেন।
কিন্তু ঠোঁট আর পেয়ালার মধ্যে যে দূরত্ব থাকে, সেই দূরত্ব যে রয়েই গেল। আসল সময়ে তাঁর শট কলম্বিয়ার গোলকিপারের মাথায় লেগে প্রতিহত হল।
গোল করা আর হল না বাঙালি বিশ্বকাপারের। হৃদয়ে রক্তক্ষরণ হল ফুটবলপ্রেমীদের। যন্ত্রণাকাতর বাঙালি ফুটবলপ্রেমীরা। তিনি নিজেও কি হতাশ হননি? আক্ষেপ যে যায়নি এখনও।

আট বছর আগের প্রসঙ্গ তুললে এখনও অভিজিৎ হয়ে পড়েন নস্ট্যালজিক। মনে ওঠে ঝড়। তাঁর কণ্ঠস্বর সেরকমটাই বলে যায়। বিশ্ব ফুটবল দিবসের দিন আজকাল ডট ইন-কে অভিজিৎ বলছিলেন, ''ওই দিনগুলো আমি সত্যি সত্যিই মিস করি। আমার শটটা কলম্বিয়ার গোলকিপারের মাথায় লেগে বেরিয়ে গেল। ভিডিওটা আমার কাছে আছে। মাঝে মাঝে দেখি। মনে হয় আমি এখন গোল করে দিতে পারতাম।''
আগের থেকে এখন অনেক পরিণত বাঙালি বিশ্বকাপার। একদিন যে জায়গা থেকে গোল করতে না পেরে হতাশাচ্ছান্ন হয়েছিলেন, আজ সেই জায়গায় বল পেলে গোল করে দেবেন। কিন্তু জীবন যে তাঁকে আর একটা সুযোগ দিতে রাজি নয়। রিওয়াইন্ড মোডে আর যেতে চায় না জীবন।
অভিজিৎ তাই আঁকড়ে ধরেন বর্তমানকে। মাঝে মাঝে অতীতের ধুলো ঝড় তাঁকে বিষণ্ণ করে। আবার পরক্ষণেই তা দূরে ঠেলে সরিয়ে এগিয়ে চলেন সামনের দিকে। এগিয়ে চলার নামই তো জীবন।
সম্প্রতি ভবানীপুর ক্লাবে সই করেছেন। নতুন মরশুমে তাঁর পিঠে উঠবে ১০ নম্বর জার্সি। এই ১০ নম্বর জার্সি পরেই যুব বিশ্বকাপে নেমেছিলেন ব্যান্ডেলের ছেলেটি। চোখে একরাশ স্বপ্ন। গোটা দেশ আচ্ছন্নের মতো। একঝাঁক তরুণ ছেলে বিশ্বমঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করছে। আবেগের অন্য এক জোয়ার এসেছিল দেশে।
২০১৭-এর পর কেটে গিয়েছে দীর্ঘ আটটা বছর। প্রবাহমান গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। সেদিনের সেই সব সতীর্থদের থেকে দলছুট হয়ে পড়েছেন তিনি। কলম্বিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন অভিজিতের সতীর্থ জিকসন সিং। তিনি এখন ইস্টবেঙ্গলের জার্সিতে মাঝমাঠ সামলান। যুব বিশ্বকাপে ভারতের রক্ষণ সামলানো আনোয়ার আলির পিঠেও লাল-হলুদ জার্সি। যুব বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন অমরজিৎ। মহমেডান স্পোর্টিংয়ের হয়ে গতবার আইএসএল খেললেন তিনি। ব্যারাকপুরের রহিম আলিও ওড়িশার হয়ে আইএসএল খেলছেন।
কিন্তু তিনি অভিজিৎ সরকার! চোটের লাল চোখ তাঁকে পিছনে ঠেলে দিয়েছে অনেকটাই। রিয়াল কাশ্মীরে খেলার সময়ে একটা প্র্যাকটিস ম্যাচে মারাত্মক চোট পেলেন বঙ্গতনয়। সেই চোট তাঁকে বেশ কয়েকবছরের জন্য সবুজ গালচে থেকে ছিটকে দিল। অভিজিৎ বলছেন, ''আমার জায়গা অনেক উপরে ছিল। আজ যেখানে আছি, তার থেকে অনেক ভাল জায়গায় থাকার কথা ছিল আমার। চোট আমাকে আজ এই জায়গায় এনে দিল। তবে আমি এখন পুরোদস্তুর ফিট। নিজেকে প্রতিদিন আত্মবিশ্বাসী মনে হচ্ছে।''
সবুজ মাঠে আরও একবার পাখির মতো উড়তে চান অভিজিৎ। তাঁর এই ইনিংসে সম্বল আত্মবিশ্বাস, ইস্পাত কঠিন মনের জোর। ইন্ডিয়ান অ্যারোজে থাকার সময়ে তিনিই ছিলেন ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। তার পরে দেশের একাধিক ক্লাবের জার্সি পিঠে উঠেছে তাঁর। আলেয়ান্দ্রো মেনেন্দেজ জমানার ইস্টবেঙ্গলে খেলেছেন, আবার আইএসএলের ক্লাব চেন্নাইয়িনেও ছিলেন। আইলিগের ক্লাব সুদেভা, রিয়াল কাশ্মীর হয়ে মহমেডান স্পোর্টিং-এর সাদা-কালো জার্সি পরেও খেলার অভিজ্ঞতা রয়েছে।
পুরনো দিনের স্মৃতি তাঁকে নস্ট্যালজিক করে তোলে। তিনি বলেন, ''ইস্টবেঙ্গলে খেলা গর্বের ব্যাপার। শুধু নিজের জন্য নয়, পরিবারের কাছেও গর্বের ব্যাপার। আমার লক্ষ্য আবার বড় দলের হয়ে খেলা। পরের মরশুমে ইস্টবেঙ্গল বা মোহনবাগানে খেলতে চাই। জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখি।'' এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলেন অভিজিৎ। তাঁর চোখে যে একরাশ স্বপ্ন ভিড় করে রয়েছে বোঝাই যায়।
এই বাঙালি বিশ্বকাপার আবার প্রতি রাতে চোটআঘাতের সঙ্গে কথা বলেছেন। নিজের সঙ্গে নিজে কথা বলে আরও বেশি মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছেন। ভবানীপুর ক্লাব তাঁর যৌবনের উপবন। এই ক্লাবের জার্সি পরেই কলকাতা লিগে খেলতে হবে তিন প্রধানের বিরুদ্ধে। ভবানীপুরে খেলে তাঁর পুনর্জাগরণ হবে বলেই প্রত্যয়ী বিশ্বকাপার।
চোট সারিয়ে মাঠে ফিরে রূপকথা লেখার গল্প তো লেখা হয়েছে কতই। কলকাতা ময়দানের প্রতিটি ঘাসেও রয়েছে এমনই কত আখ্যান। অভিজিৎ শব্দের অর্থ যে ভয়কে জয় করে। যাঁর নামের সঙ্গেই জুড়ে রয়েছে ভয়কে জয় করার সংকল্প, তাঁকে রোখে কার সাধ্যি!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি