মঙ্গলবার ২৭ জানুয়ারী ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৯ মার্চ ২০২৫ ০০ : ০৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: শচীন তেণ্ডুলকরের 'সুপারফ্যান' সুধীর গৌতম। গোটা দেশ জানে, মহেন্দ্র সিং ধোনির বড় ভক্তের নাম রামবাবু। মাত্র ১৫ হাজার টাকা পকেটে নিয়ে আইপিএল সফরে বেরিয়ে পড়েছেন চণ্ডীগড় নিবাসী ধোনি-ভক্ত।
স্বপ্ন দেখছেন ২৫ মে ইডেন গার্ডেন্সে ফাইনাল খেলবেন তাঁর আরাধ্য 'দেবতা' মহেন্দ্র সিং ধোনি। আজকাল ডট ইনকে রামবাবু চেন্নাই থেকে বললেন, ''ফাইনাল ইডেনে হবে। চেন্নাই ফাইনালে উঠলে ঐতিহাসিক এক ম্যচ হবে। কলকাতায় ধোনি-ধ্বনি উঠবে।''
রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। শুক্রবার চিপকে হার মেনেছে চেন্নাই। রবিবার কি ঘুরে দাঁড়াতে পারবে হলুদ জার্সিধারীরা? রবিবারের সন্ধ্যায় রামবাবুকে দেখা যাবে বর্ষাপাড়ার গ্যালারিতে। রবি-সকালে বিমান ধরবেন তিনি।
শুক্র-সন্ধ্যার ম্যাচে চিপকে ছিলেন ধোনি ভক্ত রামবাবু। প্রিয় দলের হার দেখে মনমরা তিনি। 'ঈশ্বর'-এর ব্যাটিং অর্ডার দেখেও বিভ্রান্ত তিনি। বলছেন, ''মাহি ভাই ন'নম্বরে কেন ব্যাট করতে নামল বুঝলাম না। আরও আগে নামতেই পারতেন! অশ্বিনকে আগে পাঠিয়ে কী লাভ হল কে জানে! রুতুরাজ গায়কোয়াড়কে ওপেন করতে হবে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আশা করি ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হবে।''
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারে নীচে নামিয়ে আনায় তীব্র আলোচনা চলছে দেশ জুড়ে। রামবাবুও বিস্মিত। তিনি বলছেন, ''মাহি ভাই এখনও বড় বড় ছক্কা মারতে পারেন। যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দিতে পারেন। ওঁর আরও উপরে ব্যাট করতে আসা দরকার।''
একসময়ে ক্রিকেট খেলেছেন রামবাবু। চুল বড় রাখতেন। মোহালিতে তিনিই হয়ে গিয়েছিলেন ধোনি। সবাই তাঁকে 'ধোনি-ধোনি' বলেই ডাকতে শুরু করেন। কিন্তু ক্রিকেট নিয়ে এগনো হয়নি বেশিদূর। আর্থিক অনটনের জন্য মাঝপথেই ক্রিকেটের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে যায়। ক্রিকেটের সঙ্গে বিচ্ছেদ ঘটলেও ক্রিকেট-প্রেমে এখনও তিনি আচ্ছন্ন। নিজের জীবন দিয়েছেন ক্রিকেটকে। ১৬ বছর বয়স থেকে দেশের সমর্থনে বিদেশের মাঠে মাঠে ঘুরেছেন। বিদেশের সবুজ গালচেতে দেশের পতাকা উড়িয়ে তিনিই দেশের প্রতিনিধি। তিনিই ধীরে ধীরে হয়ে উঠেছেন ধোনির সুপারফ্যান।
আইপিএলের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে রামবাবু ছিলেন দুবাইয়ে। রোহিতরা মাঠে ফুল ফুটিয়েছেন। গ্যালারিতে ভারতের পতাকা উড়িয়ে রামবাবু নিরন্তর উৎসাহ দিয়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার তারকাদের।
দুবাইয়ে থাকতেই আইপিএল সফরের জন্য ট্রেনের টিকিট কেটে ফেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে দেশে ফিরে পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছেন ক্রিকেট-পরিক্রমায়। রামবাবু বলছেন, ''দুবাইয়ে গিয়েছিলাম স্পনসরের সাহায্যে। ওখানে থাকার সময়ে টেনশন হচ্ছিল। আইপিএলে আদৌ কি এবার যেতে পারব? ট্রেনের টিকিট সব কেটে ফেলেছিলাম দুবাইয়ে থাকতেই। গুয়াহাটিতে ট্রেনে যাওয়ার আর সময় নেই। এক বন্ধু বিমানের টিকিট করে দিয়েছে। প্রতি ম্যাচে ধোনি স্যর আমাকে ম্যাচের টিকিট দেন। সেই টিকিটেই আমি মাঠে যাই খেলা দেখতে।''
এবারের আইপিএলে এখনও ধোনির সঙ্গে সামনাসামনি দেখা হয়নি রামবাবুর। আশা রাখেন চলতি আইপিএলে দেখা হবেই ভক্তের ভগবানের সঙ্গে। রামবাবু বলছেন, ''মাহি ভাই এখন কেবল একটা টুর্নামেন্টেই খেলছে। ওঁকে দেখার জন্যই ছুটে যাই এপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। টুর্নামেন্টে মাহি ভাইয়ের দৌড় থেমে গেলে, আমার সফরও শেষ হয়ে যাবে তখনই।''
শুরু থেকেই ধোনি-প্রেমে মজেছিলেন রামবাবু। বাংলাদেশে অভিষেক হয়েছিল ধোনির। টিভির পর্দায় সেই ম্যাচ দেখেছিলেন রামবাবু। সেই শুরু। এখনও চলছে ধোনির প্রতি ভালবাসা। ধোনির আকর্ষণ তাঁকে টেনে নিয়ে যায়। নস্ট্যালজিক রামবাবু। স্মৃতির পাতা উলটে বলছেন, ”গোড়ার দিকে আমার শরীরে ট্যাটু করা ছিল না। টি শার্ট, কালো চশমা পরে মাঠে গিয়ে খেলা দেখতাম। বিশ্বকাপের পরে ২০১৩ সালের জানুয়ারিতে ধর্মশালায় ভারত-ইংল্যান্ড ওয়ানডে ম্যাচ ছিল। ধর্মশালায় কনকনে ঠাণ্ডা। সেখানেই ধোনি স্যরের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। তার আগেও আমার সঙ্গে দেখা হয়েছে বটে। হাত নেড়েছেন আমাকে দেখে, হ্যালো বলেছেন, কিন্তু তাঁর কাছে পৌঁছনো সম্ভব হয়নি। কারণ নিরাপত্তা খুব আঁটসাঁট থাকত। ধর্মশালাতেই প্রথম ধোনি স্যরের সঙ্গে আমার দেখা হয়। আমি ধোনি স্যরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছিলাম। সেই সাক্ষাতের অনুভূতি বলে বোঝাতে পারব না। সারা রাত ঘোরের মধ্যে ছিলাম।”
ধোনির জন্যই ফিরে পেয়েছিলেন জীবন। ধোনির সঙ্গে হৃদয়ের বন্ধনে জুড়ে রয়েছেন রামবাবু। চাকরি নেই রামবাবুর, নেই নিজস্ব ব্যবসাও। যখন যে রকম কাজ পান, তাই করেন। এবারের আইপিএলের জন্য জমিয়েছিলেন টাকা। সঞ্চিত ১৫ হাজার টাকার মধ্যে প্রায় ১০ হাজার টাকা এখনই নিঃশেষিত। বাকি টাকায় কতদিন আর চলবে?
চিন্তিত নন রামবাবু। তিনি জানেন, তাঁর পাশে রয়েছেন তাঁর বন্ধুরা। তিনি বলছেন,''কেউ আমার টিকিট বুক করে দেন, কারওর বাড়িতে থেকে যাই, অল্প কিছু খেয়ে নিই। ধোনি-স্যরের জন্য ভেন্যুতে পৌঁছে যাই। যা করি মন দিয়ে করি।''
ভরা সংসার রাম বাবুর। এক ছেলে ও এক মেয়ে তাঁর। ছেলের নাম দীপক, মেয়ের নাম শীতল। ধোনি ভক্ত বলছেন, ''পুরোহিত আমার ছেলে-মেয়ের নাম রেখেছেন। পরে উপলব্ধি করি দীপকের নামের আদ্যক্ষর ডি। ডি ফর ধোনি। আর শীতলের এস। এস ফর সাক্ষী। ঈশ্বর সবাইকে জুড়ে রেখেছেন।''
ধোনির সঙ্গে যে জুড়ে গিয়েছে তাঁর নাম। বিখ্যাত গানের কথায়, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি