সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Exclusive: জ্যোতি বসু বলেছিলেন, সঞ্জীবকে নন্দন-টা দিয়ে দাও: সঞ্জীব চট্টোপাধ্যায়

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১২ মার্চ ২০২৫ ২৩ : ৫৩Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: সাহিত্যচর্চা করার পাশাপাশি দীর্ঘ বছর বাংলার এক দৈনিক সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। সেই কর্মসূত্রে বহু খ্যাতনামা ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। সেই তালিকায় ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। তাঁদের মধ্যে অন্যতম বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আজকাল ডট ইন-কে সঞ্জীব চট্টোপাধ্যায় জানালেন, এই রাজনীতিবিদ তাঁকে স্নেহ করে 'দুষ্টু ছেলে' বলে ডাকতেন। শুধু তাই নয়, একবার জ্যোতি বসু এক উচ্চ আধিকারিককে নির্দেশ দিয়েছিলেন – “সঞ্জীবকে নন্দনটা দিয়ে দিন। ওঁর কাজে লাগবে!”

 

“রাজনীতিবিদ হিসেবে জ্যোতি বসুকে সবাই চেনেন। তাঁর সহকর্মীরা তাঁকে প্রশাসক হিসেবে দেখার সুযোগ পেয়েছেন। সাংবাদিকতা করার সূত্রে আমার সুযোগ হয়েছিল চাকরির গোড়ার দিকে তাঁর সাক্ষাৎকার নেওয়ার। তখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী। সেই সময়ে একটি ঘটনার দরুণ জ্যোতিবাবুর মানসিক উদারতার পাশাপাশি রসবোধেরও পরিচয় পেয়েছিলাম। জ্যোতিবাবুর ব্যক্তিত্বের সেই দিক দেখে বেশ মজা-ই পেয়েছিলাম। এবং উপকৃত-ও যে হইনি, সেকথাও বা বলি কেমন করে?” 

 

সেটা ১৯৮৬ সাল। বাংলার প্রথম সারির এক দৈনিক সংবাদপত্রে কাজ করি। গিয়েছিলাম রাইটার্স বিল্ডিংয়ে ওঁর একটি সাক্ষাৎকার নিতে। ওঁর আপ্ত-সহায়ক জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী ১০ মিনিটের বেশি সময় দিতে পারবেন না। এবং কী কী প্রশ্ন করব, তা আগে থেকে লিখে দিতে হবে। তাই দিয়েছিলাম। কিন্তু মনে মনে বলেছিলাম, লিখিয়ে নিচ্ছেন নিন। তবে ওগুলোর মধ্যে একটা প্রশ্নও আমি জিজ্ঞেস করব না। আর যেমন ভাবা তেমন কাজ। তাই-ই করেছিলাম।  জ্যোতিবাবু কিন্তু রাগ করেননি। উল্টে ১০ মিনিটের বদলে আধ ঘন্টা সময় দিয়েছিলেন! আমার খোঁজখবর নিয়েছিলেন, অল্প খোশগল্প-ও করেছিলেন। সাক্ষাৎকারে শেষে, তখন আমি ওঁর কাছে ‘দুষ্টু ছেলে’। যাই হোক, বাইরে বেরিয়ে দেখি, মিঠুন চক্রবর্তী বসে রয়েছেন। সম্ভবত হোপ ৮৬ অনুষ্ঠানটা নিয়ে জ্যোতিবাবুর সঙ্গে আলোচনা করতে এসেছিলেন…এর কয়েকদিন পরেই ‘দেশ’ পত্রিকার বিখ্যাত সম্পাদক সাগরময় ঘোষকে বিশ্বভারতীর সমাবর্তনে দেশিকোত্তম উপাধি প্রদান করা হল। এরপর বাংলার সাহিত্যিক-সাংবাদিকেরা ইচ্ছেপ্রকাশ করলেন সাগরদাকে সম্বর্ধনা দেবেন। কোথায় দেবেন? না, নন্দনে! আমার উপর দায়িত্ব ন্যস্ত হল মুখ্যমন্ত্রীর কাছে তদ্বির করে অনুমতি জোগাড় করার।”

 

“আবার গেলাম রাইটার্স। জ্যোতিবাবুর ঘরে ঢুকলাম। ঢুকে দেখি, চুকচুক করে কোকাকোলা খাচ্ছেন। আমাকে ইশারায় বসতে বললেন। বসলাম। ওঁর সেই অতিপরিচিত ছন্দে জিজ্ঞেস করে উঠলেন, ' কোকাকোলা খাবে?' জবাব দিয়েছিলাম, ‘খেতে পারি। তবে আপনার সামনে পারব না। বাইরে গিয়ে খাব। আমার কথা শুনে মুচকি হাসলেন। তারপর ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলেন, ‘তারপর… দুষ্টু ছেলে, আবার কী ব্যাপার?’ খুলে বললাম গোটা বিষয়টা। শোনামাত্রই কাকে যেন ডাকলেন। ডাক পাওয়ামাত্রই হন্তদন্ত হয়ে ছুটে এলেন এক রাশভারী ব্যক্তি। জ্যোতিবাবু তাঁকে বললেন, ‘এই, সঞ্জীবকে নন্দন-টা দিয়ে দিন! ওঁর লাগবে।’ মুখ্যমন্ত্রীর মুখে একথা শুনে তো ওই ভদ্রলোকের প্রায় ভিরমি খাওয়ার জোগাড়! আমতা আমতা করে তাঁর প্রশ্ন ছিল –‘স্যার, কী বলছেন? অতবড় একটা বিল্ডিং...ওঁকে দিয়ে দেব?’  ঈষৎ মাথা ঝাঁকিয়ে জ্যোতিবাবু ফের বলে উঠছিলেন, ‘আরে! দিয়ে দিতে বলেছি মানে, সাগরময় ঘোষকে নিয়ে ওঁর একটা সম্বর্ধনার অনুষ্ঠান আছে। নন্দনে সেটা আয়োজন করতে হবে।’ শুনে ওই সরকারি আধিকারিক জানিয়েছিলেন, নন্দনে তো এসব চট করে এসব করা যায় না, ওটা তো প্রেক্ষাগৃহ। এসব শুনে খানিক বিরক্তই হয়েছিলেন মুখ্যমন্ত্রী। খানিক দাবড়ে নির্দেশ দিয়েছিলেন – ‘ওসব শুনতে চাই না। যেভাবে করা যায়, করুন। অনুষ্ঠানটা ওখানেই হবে। এবার যান।’ সেই সংক্ষিপ্ত, পরিচিত ভাষা…”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া