সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | KIFF23: বুম্বাদা থেকে ‘ভাইজান’, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউড-টলিউড একাকার

শ্যামশ্রী সাহা, উপালি মুখোপাধ্যায় | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ডিসেম্বর ২০২৩ ০০ : ৪২
দুর্গাপুজো শেষ। কলকাতা মশগুল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ৫ ডিসেম্বর উদযাপনের শুরু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কথা ছিল, বিকেল ৪টেয় উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হবে। সেই মতো দুপুর থেকে গেটের সামনে লম্বা লাইন। ঘড়ির কাঁটা পাঁচটার দিকে গড়াতেই স্টেডিয়ামের ভিতরে প্রবল উশখুশানি! কখন আসবেন সলমন খান? দেরি করে এলে কতক্ষণই বা থাকবেন? অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহেশ ভাট, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, মীনাক্ষি সিনহাকে নিয়ে তিনি এলেন। স্টেডিয়ামের বাতাস কাঁপছে তীক্ষ্ণ শিসধ্বনিতে। সঙ্গে ‘ভাইজান’ সম্বোধন। হালকা শীতসন্ধে নিমেষে উষ্ণ সলমনের আগমনে।



অনুষ্ঠান শুরু রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’ গান দিয়ে। মুখ্যমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়েছেন রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, অদিতি মুন্সী, ইমন চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পী। নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর ‘দীক্ষামঞ্জরী’। উদ্বোধন হয় থিম গানের। শ্রীজাতর কথায়, ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে গেয়েছেন অরিজিৎ সিং। গান বাজতেই ম্যাজিক। মঞ্চে বসে গানের তালে মাথা দোলাচ্ছেন ভাইজান! সঞ্চালক জুন মালিয়ার সে দিকে নজর পড়তেই মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে সলমনকে গানের তালে পা মেলানোর অনুরোধ জানান। তারপর? বাকি বলিউডি সঙ্গীদের নিয়ে দ্বিধা কাটিয়ে দুলে ওঠেন তিনি।  

এরপর প্রথা মেনে সবাইকে সম্বর্ধনা জানানোর পালা। সদ্য মেয়ে হয়েছে। সেই অনুভূতি সামলে এদিন উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী চূড়ান্ত ব্যস্ত। তাঁর তত্ত্বাবধানে, রাজ্য সরকারের আমন্ত্রণে বাংলা এবং বলিউডের দুই প্রজন্মের অভিনেতারা হাজির। এদিন সম্মান জানানো হয় পরান বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, মহেশ ভাট, মাধবী চক্রবর্তী, লিলি চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, অঞ্জন দত্ত, সব্যসাচী চক্রবর্তী, অনিল কাপুর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সলমন খান। সম্মানিত করলেন দেব অধিকারী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী এবং আরও অনেকে।



সবাই ততক্ষণে উদগ্রীব, কখন ‘ভাইজান’ কথা বলবেন? এদিকে উদ্যোক্তারাও জানেন, সলমন শুরুতে বললে চাঁদের হাট ভেঙে যাবে। উদ্বোধনী বক্তৃতা তাই রাজের দায়িত্বে। তিনি এদিন সবাইকে অনুষ্ঠানে আসার সাদর আহ্বান জানান। ‘বাংলার মুখ’ সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন ক্রিকেটার কম ‘সিনে’ময় বেশি। তাই তিনি অকপটে স্বীকার করলেন, ‘‘আপনাদের মতো প্রথম বার সামনাসামনি সলমন খানকে দেখছি। আপনাদের মতোই আমিও ওঁর কথা শোনার জন্য মুখিয়ে।’’ অনিল কাপুর এদিন আবেগতাড়িত। সেকথা নির্দ্ধিধায় জানিয়েওছেন। মঞ্চে মাইকের সামনে ‘ধিনাধিন ধা’ গেয়ে ওঠা গলা কেঁপেছে সামান্য। পর্দার ‘লখন’ ফিরে গিয়েছেন সাতের দশকে। ওই সময় পরিচালক এমএস সথ্যু তাঁর ‘কঁহা কঁহা সে গুজর গ্যয়া’ ছবিটির শুটিং করেছিলেন কলকাতায়। রাজ্য সরকারের সহায়তায় তৈরি এই ছবিটিই অনিলের প্রথম ছবি। অনিল ভাঙা বাংলায় বলেন, ‘‘সাল ১৯৭৯। মুম্বইয়ের ভিটি স্টেশন থেকে পৌঁছলাম হাওড়া স্টেশনে। তার পর বাসে চেপে বালিগঞ্জের এক গেস্টহাউসে। পরের ৪৫ দিন কলকাতাই ছিল আমার বাড়ি।’’ এদিন তিনি স্মরণ করেন উত্তমকুমারকে। জানান, উৎসব মঞ্চ থেকে এক ‘নায়ক’ মহানায়ককে শ্রদ্ধা জানাচ্ছে।



অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মঞ্চে মাইকের সামনে সলমন খান। প্রথম থেকেই রসিকতার মেজাজে। প্রথম থেকেই অন্তরঙ্গ। দেখতে দেখতে উদযাপনে ছড়িয়ে পড়ল এক ঝলক দখিনা বাতাস। তারপরেও ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঞ্চে প্রথম পা রেখে সবচেয়ে দামি কথা বলে গেলেন সলমন খান। বলিউড থেকে আগত আমন্ত্রিতদের সঙ্গে ছোট্ট আলোচনার আসর বসিয়েছিলেন। বলিউডে বাঙালি প্রতিভার কথা উঠলে তাঁদের কাদের নাম মন পড়ে? মহেশ থেকে অনিলের মুখে উঠে এসেছে অশোক কুমার, কিশোরকুমার, হেমন্ত মুখোপাধ্যায়, হৃষিকেশ মুখোপাধ্যায়, জয়া ভাদুড়ি বচ্চন, মৌসুমী চট্টোপাধ্যায় হয়ে হালের বিপাশা বসুর নাম। ওঁরা থামতেই ‘ভাইজান’ শুরু। একদম নিজস্ব ঢঙে বললেন, ‘‘তালিকাটা দীর্ঘ। অর্থাৎ, বলিউডে বাঙালিরা দাপিয়ে রাজত্ব করেছেন। এবার আমাদের পালা। এবার বাংলায় আমাদের সুযোগ দেওয়ার পালা। আমি টলিউডে এসে অভিনয় করতে চাই।’’




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া