রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: আমাকে দেখে নাকি ভয় পায় সবাই, ‘ভালবাসি’ বলার সাহস পায় না: সোনামণি

শ্যামশ্রী সাহা | ০৯ জুলাই ২০২৪ ০০ : ০০Snigdha Dey
পর্দায় ডিভোর্সীর গল্প থেকে বাস্তবের বিয়ে ভাঙা, কাজ থেকে প্রেমের প্রস্তাব-- শ্যামশ্রী সাহার কাছে মনের দরজা খুললেন সোনামণি সাহা। 

প্রায় আটমাস পর ছোটপর্দায় ফিরলেন, ভাল চরিত্রের অপেক্ষায় ছিলেন?
নিজেকে সময় দিচ্ছিলাম। পরপর কাজ করেছি। মনে হল এবার একটু বিরতি নিতে হবে। 

এই সময়টা কীভাবে কাটালেন?
বাড়িতে থেকেছি। টিভি দেখে, বই পড়ে, ছবি এঁকে সময় কাটিয়েছি।

শুটিং ফ্লোর মিস করেননি?
তা একটু করেছি। 

সোশ্যাল মিডিয়ায় তো আপনার প্রচুর ফলোয়ার?
আমি কিন্তু অন্যদের মতো সোশ্যাল মিডিয়ায় কী খাচ্ছি, কোথায় যাচ্ছি পোস্ট করি না। মাসে একটা বা দুটো পোস্ট। ব্যস।

নতুন ধারাবাহিক ‘শুভ বিবাহ’ দেখে অনুরাগীরা খুশি?
বিভিন্ন চরিত্রে আমাকে দেখতে দর্শক পছন্দ করেন। দেবী চৌধুরাণী, মোহর, রাধিকা আর এখন সুধা। দর্শক চরিত্রদের মতোই সোনামণিকে একই ভাবে ভালবাসেন। এটাই আমার প্রাপ্তি।

সুধার(‘শুভ বিবাহ’-এ সোনামণির চরিত্র) কথা একটু শুনি...
সুধা একজন ডিভোর্সি। বিয়েটা ভাল হয়নি। সুধা চেষ্টা করেও টেকাতে পারেনি। তার জীবনের নতুন অধ্যায় শুরুর গল্প। অনেকেই ভাবেন বা বলেন ডিভোর্স হওয়া মানে একটা মেয়ের জীবন শেষ হয়ে যাওয়া। সেটা তো নয়। মেয়েটি আবার নতুনভাবে জীবন শুরু করতে পারে। সেই গল্পই এখানে বলা হয়েছে। 

এই চরিত্রটা আগের চরিত্রগুলোর থেকে কতটা আলাদা? 
একদমই আলাদা। আগের চরিত্রগুলোর সঙ্গে কোনও মিলই নেই। একজন পরিণত ডিভোর্সি মেয়ের জার্নির গল্প। 

বাস্তবের কথায় আসি। একজন মহিলার ক্ষেত্রে এই সময়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া কঠিন? নাকি সহজ হয়েছে?
একদমই না। ডিভোর্স শব্দটাই তো ভারী। সহজ তো নয়ই। এই অবধি যেতে হলে অনেককিছু সহ্য করতে হয়। দুটো মানুষ দু'রকম। তাদের চাওয়া-পাওয়াও আলাদা। একসঙ্গে থাকতে গিয়ে যদি অ্যাডজাস্ট না হয়, সেই সম্পর্ক থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করার সাহস অনেকের থাকে না। তখন তারা মানিয়ে নেয়। এটা তো কম্প্রোমাইজ করা হল। তার চেয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই উচিত। ২০২৪-এও সম্পর্ক ভাঙার থেকে জোড়াতালি দিয়ে চলতেই অনেকে পছন্দ করেন। 

কেন বলুন তো?
সামাজিক চাপটা সবথেকে বেশি। কোনও মেয়ের ডিভোর্স হলে কাছের মানুষেরাই সমালোচনা শুরু করেন। লোকে কী বলবে, কী ভাববে, এটাই বড় বাধা হয়ে দাঁড়ায়।

আপনার ব্যক্তিগত জীবনেও এই ঝড় এসেছে। কীভাবে সামলেছেন?
আমি সুধার মতো শক্ত মনের নই। খুব ইমোশনাল। তবে শিখছি কীভাবে মনকে শক্ত করা যায়।

বিচ্ছেদ আপনাকে বেশ কষ্ট দিয়েছে মনে হচ্ছে?
হ্যাঁ বলতে পারেন। মনের জোরে সবকিছু সামলেছি। 

একটা বিয়ে ভাঙার পর আবার বিয়ের মধ্যে যাবেন? যেমন সুধা যাচ্ছে?
সুধার অতীত তেজের পরিবার জানে। ওকে সাপোর্ট করে। সেটাই সুধাকে সাহস জোগাচ্ছে।

আর আপনি?
আমার মনে হয় সবার নিজের জীবন নিয়ে ভাবার অধিকার আছে। নতুন জীবন শুরু করা মানে বিয়েই করতে হবে, তা নয়। 

মোহর যেভাবে জনপ্রিয় ছিল, সুধা কি সেই জনপ্রিয়তা পাবে?
সুধা নতুন করে নিজের জায়গা তৈরি করে নিতে পারবে। 

শোনা যায়, আপনি থাকলেই নাকি সেই ধারাবাহিক হিট?
দর্শক আমাকে ভালবাসেন। আমি ওঁদের সঙ্গে চরিত্রের মাধ্যমে কানেকশন তৈরি করতে পেরেছি। পরিচালক, প্রয়োজনা সংস্থা আমাকে এমন চরিত্রের জন্য ভাবেন। আমি লাকি এই ধরনের চরিত্রে আমাকে ভাবার জন্য। 

‘বেঙ্গল স্ক্যাম’-এর পর আর ওটিটিতে দেখা যাচ্ছে না কেন?
বলতে পারেন ইচ্ছে করেনি। একটা বিরতি নিতে চেয়েছিলাম যাতে দর্শকের মনে চাহিদাটা তৈরি করা যায়। এখন তো মেগায় কাজ করছি। এখান থেকে আলাদা করে সময় বার করাটা বেশ কঠিন। 

অভিনয়ে এলেন কীভাবে?
প্রথম ‘দেবী চৌধুরাণী’তে অভিনয় করেছি। তার আগে মডেলিং করতাম। 

প্রথমেই তো বড় চ্যালেঞ্জ? 
কিছুই তো জানতাম না। খেয়ালি দস্তিদার, স্বাগতা মুখার্জির কাছে ওয়ার্কশপ করেছি। ঘোড়া চালানো, মল্লযুদ্ধ সব শিখতে হয়েছে। এখনও সুযোগ পেলে হর্স রাইডিং করি। 

ইন্ডাস্ট্রিতে বন্ধু কারা?
নেই। চেনাজানা অনেক। কিন্তু বন্ধু এক-দু’জন।

কেন একসঙ্গে অনেকদিন কাজ করলে তো বন্ধুত্ব হয়ে যায়?  
জানি না। এটা আমাকেও অবাক করে। সহকর্মীরা শুটিংয়ের পরে আড্ডা দেয়, কোথাও খেতে যায়। আমি দেখি। ইন্ডাস্ট্রিতে আমার এরকম কোনও বন্ধু নেই যার সঙ্গে অনেকটা সময় কাটানো যায়। এটা আমার আফশোস। 

আপনি কি ইন্ট্রোভার্ট?
(একটু ভেবে) মাঝামাঝি। তবে, ছোটবেলার বন্ধুরা আছে।

 প্রতীক-সোনামণির অনস্ক্রিন-অফস্ক্রিন রসায়ন নিয়ে অনেক গুঞ্জন...

আমার মনে হয় দর্শক যখন কোনও জুটিকে পছন্দ করে তখন তাদের নিয়ে অনেক ভাবনা তৈরি হয়। এটা এক ধরনের জনপ্রিয়তা। 'মোহর'-এর সময়ে অনুরাগীরা শঙ্খ-মোহরের বিয়ে দিয়ে দিয়েছিলেন। বিয়ের কার্ডও ছাপিয়েছিলেন। 

এতদিন পর ছোটপর্দায় ফিরলেন, কেমন ফিডব্যাক পাচ্ছেন?
গল্পটা ভাল। চরিত্র ভাল। স্নিগ্ধাদির(বসু)সঙ্গে অনেকদিন আগে থেকেই কথা হয়ে ছিল। শেষপর্যন্ত ওরা আমাকে এই চরিত্রটা দিয়েছেন, আমি লাকি।

সাত-আট বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে। যথেষ্ট জনপ্রিয় কিন্ত এখনও বড়পর্দার অফার পাননি কেন?

না। আপাতত সেরকম কোনও অফার নেই। কেন সেটা জানি না। হয়তো বড় পরিচালক বা প্রযোজনা সংস্থার চোখে পড়িনি। বাকিটা ওঁরাই জানেন।

স্বপ্নপূরণের পথে কতটা এগোতে পারলেন?
হচ্ছে। ধীরে ধীরে এগোচ্ছি। প্রত্যেকদিন একটু একটু করে স্বপ্নপূরণ হচ্ছে।

সম্পর্ক, ভালবাসা, বিয়ে নিয়ে কিছু ভাবছেন?
এখন সুধাময়ী হয়ে আছে আমার জীবন। নিজেকে নিয়ে ভাবার সময় নেই। 

ভালবাসার প্রস্তাব তো আসে?
না। বিশ্বাস করুন, এমন কোনও প্রস্তাব পাই না। মনে হয় আমাকে দেখে ভয় পায় সবাই। শুধু দর্শকদের কাছ থেকেই প্রেমের প্রস্তাব পাই। জানতে চেয়েছিলাম, কেন আমাকে দেখে ভয় হয়। উত্তরে বলেছে আমি নাকি দেখতে বেশ রাগী রাগী!

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া