রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ এপ্রিল ২০২৪ ২০ : ০০Sampurna Chakraborty
দিল্লিতে ফাঁকা মাঠে লিগের শেষ ম্যাচ খেলতে হবে। এই পরিস্থিতিতে খেলা যে মোটেই সহজ নয়, সেটা জানাতে দ্বিধা করলেন না ইস্টবেঙ্গল কোচ। কুয়াদ্রাত বলেন, "ফাঁকা মাঠে খেলা কঠিন। মেন্টাল কানেকশন পাওয়া যায় না। আমরা এখানে সমর্থকদের সামনে খেলে অভ্যস্থ। বাইরেও ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টারদের পাই। তাই পুরো ফাঁকা মাঠে খেলা সহজ হবে না। তবে আমাদের সামনে প্লে অফের কঠিন চ্যালেঞ্জ আছে। তাই মোটিভেশনের অভাব হবে না।" একটা সময় মনে হয়েছিল প্লে অফে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। কিন্তু আশা ছাড়েননি কুয়াদ্রাত। টানা ব্যর্থতা কাটিয়ে সুপার সিক্সের দোরগোড়ায় ইস্টবেঙ্গল। এই সাফল্যের মন্ত্র কী? কুয়াদ্রাত বলেন, "ক্যালেন্ডারের জন্য লিগের প্রথম পর্বে পয়েন্ট পাওয়া কঠিন ছিল। পজিটিভ রেজাল্ট পেলে দলের মোটিভেশন বাড়ে। হারলে পরের ম্যাচটা চাপের হয়ে যায়। শারীরিকের পাশাপাশি ফুটবল মানসিক গেমও। পরপর ম্যাচ থাকায় আমরা মাঝে বিশ্রাম পাইনি। তাই মাঝে সাফল্য আসেনি। মাঝে বিরতি থাকার আমরা জানতাম বেঙ্গালুরুর বিরুদ্ধে পয়েন্ট পাওয়া সম্ভব। শেষ দু"ম্যাচে আমরা একশো শতাংশ দিয়েছি। পাঞ্জাবের প্লে অফে খেলার সম্ভাবনা নেই। এটা আমাদের জন্য সুবিধা। কারণ আমদের মতো জয়ের খিদে থাকবে না ওদের। তবে উল্টোও হতে পারে। ওরা খোলা মনে খেলবে। খেলাটা উপভোগ করবে। অনেক সময় এটা প্লেয়ারদের জন্য ভাল। চাপমুক্ত হয়ে খেললে সেরাটা বেরিয়ে আসে। শেষ দুটো ম্যাচ জেতায় আমরা ভাল জায়গায় আছি। এটা কাজে লাগানোর চেষ্টা করব।"
অনেক আশা নিয়ে মরশুম শুরুতে দায়িত্ব নিয়েছিলেন। যদিও ক্লাবের প্রথম পছন্দ ছিলেন না তিনি। সার্জিও লোবেরা শেষ মিনিটে "না" করে দেওয়ায় ইস্টবেঙ্গলে যোগ দেন কুয়াদ্রাত। ব্যক্তিগত লক্ষ্য কী পূরণ করতে পেরেছেন ইস্টবেঙ্গলের হাই-প্রোফাইল কোচ? কুয়াদ্রাত বলেন, "আমি যখন চ্যালেঞ্জ নিয়েছিলাম, জানতাম কতটা কঠিন হবে। মরশুমের শেষদিকে এসে বলতে পারি, শুরুতে যা ভেবেছিলাম, তার অনেক কিছুই করতে পেরেছি। অনেকগুলো বছর পর ক্লাব আবার ঘুরে দাঁড়িয়েছে। তবে যেখানে ক্লাব একসময় ছিল, সেখানে পৌঁছতে এখনও অনেকটা পথ চলা বাকি। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ক্লাব। আমরা আবার সেই জায়গাটা ধরার চেষ্টা করছি। ১২ বছর পর আমরা ট্রফি পেয়েছি। আমরা ৩২ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি। তার অর্ধকেরও বেশি জিতেছি। পারফরম্যান্সে ধারাবাহিকতা আছে। সবাই খুশি। আগের ম্যাচ খুবই স্পেশাল ছিল। বার্সেলোনায় রেফারির শেষ বাঁশি বাজার পর সমর্থকরা স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু এখানে সমর্থকরা অপেক্ষা করছিল। তার মানে ওরা আমাদের সঙ্গে জয় সেলিব্রেট করতে চাইছিল। আমার লক্ষ্য ক্লাবের আগের ঐতিহ্য ফিরিয়ে আনা।" আইএসএলের ইতিহাসে প্রথমবার সুপার সিক্সে যাওয়ার বিষয়ে আশাবাদী কুয়াদ্রাত। মঙ্গলবার সকালে ভাল মেজাজে ছিলেন লাল হলুদ কোচ। সাংবাদিক সম্মেলন শেষে মশকরা করে বললেন, ফাইনাল হবে ইস্টবেঙ্গল-মোহনবাগানের বিরুদ্ধে। কলকাতা লিগে বেশ কয়েকটা ম্যাচ খেললেও, বুধবার আইএসএলে প্রথম ম্যাচ খেলতে নামবেন মহিতোশ রায়। ঘাবড়াচ্ছেন না। নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি। মহিতোশ বলেন, "অনেকদিন ধরে প্রথম দলের সঙ্গে প্র্যাকটিস করছি। এই ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব। আমি ইস্টবেঙ্গলের মতো দলের প্রথম একাদশে সুযোগ পেয়ে কৃতজ্ঞ।" মঙ্গলবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ঘণ্টা দেড়েক চূড়ান্ত প্রস্তুতি সারে লাল হলুদ ব্রিগেড। গোটা শিবির চনমনে। জুনিয়রদের ক্লাস নিতে দেখা যায় ভাসকুয়েজকে। অনুশীলনে চুংনুঙ্গার জন্মদিন পালন করে সতীর্থরা। লিগের শেষ ম্যাচের আগে সব মিলিয়ে "ফিল গুড" পরিবেশ ইস্টবেঙ্গলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি