সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ‘বিজেপির ডার্টি গেম’, ভোটের আগে তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়ে ক্ষোভ মমতার

Riya Patra | ২৬ অক্টোবর ২০২৩ ১৪ : ৫৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক:  শুক্রবার সকালেই জানা গিয়েছিল, দুপুরে কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুপুরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি আসেন, সকলকে শুরুতেই বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় একমাসের বেশি সময় পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন একাধিক বিষয়ে। শুরুতেই বলেন, ‘ভেবেছিলাম রাজনীতি নিয়ে কোনও কথা বলব না’, কিন্তু সম্প্রতি পরপর ঘটে যাওয়া একাধিক বিষয় নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সকাল থেকে জল্পনা ছিল, রাজ্যের একাধিক নেতা মন্ত্রীদের বাড়িতে পরপর তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান নিয়ে মুখ খোলেন কিনা তিনি। শুরুতেই মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন, জ্যোতিপ্রয় মল্লিকের বাড়িতে তল্লাশি নিয়ে শুরুতেই বলেন, ‘আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা জানেন জেলায় জেলায় পুজো কার্নিভাল, নেতা মন্ত্রীরা ব্যস্ত, আগামিকাল পুজো কার্নিভাল কলকাতায়। ভোরবেলা লোকে বিজয়া দশমী করতে গিয়ে দেখে বালুর বাড়িতে রেড হচ্ছে। সব মন্ত্রীদের বাড়ি গিয়েই যদি রেড হয়, তাহলে সরকারের বাকি কী রইল? যদি বিজেপি মনে করে এভাবে সবার মুখ বন্ধ করা যাবে, এটা একটা ডার্টি গেম, ওঁরা প্যাথলজিক্যাল লায়ার।‘ বারবার তল্লাশি প্রসঙ্গে দলনেত্রী বলেন, ‘পুজোর আগেও রথীনের বাড়িতে তল্লাশি, জ্যোতিপ্রিয় এখন বনমন্ত্রী রেড তাঁর বাড়িতেও।‘ দিন কয়েক আগেই দিনভর তল্লাশি চলে রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে। আজ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া সম্পর্কে তোপ দেগে বলেন, ‘ববির স্ত্রীর কাছে শুনেছি বাড়িতে চিনির, ঘি, তেলের কৌটো উলটে দিচ্ছে। ছবি তুলছে কটা শাড়ি, কসমেটিক্স আছে, যা ইচ্ছে করছে।‘ তার পরেই প্রশ্ন করেন, ‘একটাও বিজেপি নেতার বাড়িতে হচ্ছে? একটাও বিজেপির ডাকাতদের বাড়িতে, মন্ত্রীদের বাড়িতে, চোরেদের বাড়িতে রেড হয়েছে?’ সংবাদ পত্রের কন্ঠরোধ প্রসঙ্গেও মুখ খুলেছেন, উদাহরণ হিসেবে তুলে আনেন এনডিটিভি-র প্রসঙ্গ। ইডির অফিসে যাঁরা ছিলেন তাঁদের বদলি প্রসঙ্গেও আজ মুখ খুলেছেন তিনি। রাজ্যের বিডিও, ওসিদের বদলির প্রসঙ্গ টেন বলেন, এটাই নিয়ম, রুলসের মধ্যে পড়ে। যখন তখন আইন বদলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে সরব মুখ্যমন্ত্রী বলেন, ‘জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য খারাপ। অনেক সুগার। ও যদি মারা যায়, তা হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । ইন্ডিয়া নাম সরিয়ে ভারতের নাম ব্যবহার প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি। ক্ষুব্ধ মমতার প্রশ্ন, ‘কেন ইন্ডিয়ার নাম কাটব? হঠাত করে সার্কুলার পাঠাচ্ছে সব ইন্ডিয়ার নাম বাদ দিয়ে দাও? কেন? আমরা একটা ইন্ডিয়া তৈরি করেছি বলে? এত্ত ভয় কিসের?’ সঙ্গেই তিনি বলেন, ‘কাল যদি আমরা ইন্ডিয়া নামের পাশে ভারত জুড়ে দিই? তখন?’ শান্তিনিকেতন প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। সম্প্রতি ইনউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন। তারপরেই সেখানে যে ফলক বসানো হয়েছে তাতে নাম নেই রনীন্দ্রনাথ ঠাকুরের। সেই প্রসঙ্গেই আজ ক্ষুব্ধ রবীন্দ্রনাথের জন্য হেরিটেজ হয়েছে শান্তিনিকেতন।তিনি প্রতিষ্ঠাতা আর আজ বিশ্বভারতী থেকে ওঁর নামই সরিয়ে দিয়েছে।‘ মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজো বলে বিষয়টা চুপচাপ হজম করেছিলাম। আগামিকাল সকাল পর্যন্ত রবীন্দ্রনাথের নাম না ফেরালে সকাল থেকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে আন্দোলন করব আমরা।‘ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করে মমতা বলেন, ‘অভিষেকের কাছে ১৯৮১-৮২ সালের নথি চাইছে। তখন তো অভিষেকের জন্মই হয়নি।‘ দলের সর্বভারতীয় তকমা চলে যাওয়া প্রসঙ্গেও আজ মুখ খুলেছেন, তিনি বলেন, সর্বভারতীয় তকমা হাটানো হয়েছে বিজেপি বলেছে বলেই। তবে আত্মবিশ্বাসী মমতা সাফ জানিয়েছেন, লড়ে তিনি হাসিল করে নেবেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া