রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ৩০ অক্টোবর ২০২৫ ১৯ : ৩০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: নরেন্দ্র মোদি সরকারের নতুন শ্রমনীতি খসড়া নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, সরকার দেশের শ্রমনীতিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর আদর্শে ঢেলে সাজাতে চাইছে।
এই অভিযোগের সূত্রপাত ‘শ্রম শক্তি নীতি ২০২৫’-এর খসড়া প্রকাশের পর। চলতি অক্টোবরের শুরুতে জনমত সংগ্রহের জন্য প্রকাশিত ওই নীতিপত্রে এক অংশে বলা হয়েছে, “মনুস্মৃতিতে আধুনিক শ্রম আইনের বহু শতাব্দী আগেই ভারতের সভ্যতাগত পরিসরে শ্রম শাসনের নৈতিক ভিত্তি স্থাপন করা হয়েছিল।”
এই বক্তব্যকেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ ‘গভীরভাবে প্রতিক্রিয়াশীল’ এবং ভারতের সংবিধানের আত্মার পরিপন্থী বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, “মনুস্মৃতির নীতিতে ফিরে যাওয়া মানে সমতা, ন্যায় ও ধর্মনিরপেক্ষতার মূল চেতনার প্রতি আঘাত হানা।”
রমেশ আরও বলেন, “মনুর আদর্শে ফিরে যাওয়া আসলে আরএসএস-এর বহুদিনের স্বপ্নপূরণ। স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পরই তারা তার বিরোধিতা করেছিল, কারণ সংবিধান মনুর মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হয়নি।”
‘শ্রম শক্তি নীতি ২০২৫’-কে সরকার বর্ণনা করছে ভারতের শ্রমশাসন ব্যবস্থাকে “সভ্যতাগত জ্ঞানে অনুপ্রাণিত” করার এক নতুন প্রচেষ্টা হিসেবে। নীতিপত্রে উল্লেখ করা হয়েছে, কর্মক্ষেত্রের নৈতিকতা, শ্রমিক–নিয়োগকর্তা সম্পর্ক এবং শিল্পসংক্রান্ত আচরণবিধিকে প্রাচীন ভারতীয় চিন্তার সঙ্গে যুক্ত করা হবে।
কিন্তু সমালোচকদের মতে, এই নীতির মধ্যে লুকিয়ে রয়েছে বর্ণভিত্তিক শ্রমবিভাগকে পুনরুজ্জীবিত করার বিপজ্জনক প্রবণতা। মনুস্মৃতির মতো বিতর্কিত ধর্মগ্রন্থের উল্লেখ তাঁরা দেখছেন আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে। রমেশ বলেন, “মনুর নামে অসমতাকে পবিত্র করার চেষ্টা চলছে। এটি সংবিধানের স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের মূল নীতির প্রতি এক প্রকার উপহাস।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতিপত্র প্রকাশের সময়কালও তাৎপর্যপূর্ণ। আগামী ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটের আগে এবং বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই নীতি সামনে আনা হয়েছে। অনেকের ধারণা, এর মাধ্যমে সরকার ‘সভ্যতাগত শ্রমনৈতিকতা’-কে অর্থনৈতিক দর্শনের মূল স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে।
শ্রমিক সংগঠন এবং সমাজ সংস্কারকরা ইতিমধ্যেই নীতির তীব্র বিরোধিতা করেছেন। তাঁদের বক্তব্য, মনুস্মৃতির মতো পাঠ্য থেকে অনুপ্রাণিত নীতি গ্রহণ করা মানে সংবিধানিক সমতার যাত্রাপথে কয়েক দশকের অগ্রগতিকে অস্বীকার করা।
যদিও নীতির খসড়া ২৭ অক্টোবর পর্যন্ত জনমতের জন্য খোলা ছিল, তবুও বিতর্ক প্রশাসনিক পরিসরের সীমা ছাড়িয়ে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। বহু বিশেষজ্ঞের মতে, এই নীতি শুধু একটি প্রশাসনিক নথি নয় — এটি ভারতের সাংবিধানিক আত্মা ও রাষ্ট্রের চরিত্র নিয়ে বৃহত্তর এক আদর্শিক লড়াইয়ের প্রতিফলন।
অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, যদি এই নীতি বর্তমান আকারেই কার্যকর হয়, তবে ভারতের শ্রমনীতি ‘সমতা ও মর্যাদা’-র পথ থেকে সরিয়ে এক ‘বর্ণভিত্তিক ন্যায়’-এর দিকে ঠেলে দেবে দেশকে।
সরকারি পক্ষ থেকে যদিও এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবু স্পষ্ট যে, ‘শ্রম শক্তি নীতি ২০২৫’-এর খসড়া ঘিরে শুরু হয়েছে ভারতের রাষ্ট্রচিন্তা, সংবিধান ও সংস্কৃতি নিয়ে নতুন এক তীব্র বিতর্ক — যেখানে প্রশ্ন উঠছে, আধুনিক ভারতের শ্রমনীতি কি আবার ফিরে যাচ্ছে প্রাচীন মনুর ছায়ায়?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?