রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | পরিকল্পনাহীন টাকা নষ্ট বিজেপি সরকারের, কৃত্রিম বৃষ্টি নামাতে কোটি কোটি খরচ করেও দিল্লি সেই তিমিরেই

রিয়া পাত্র | ৩০ অক্টোবর ২০২৫ ১৫ : ৫০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: দিল্লি। প্রতিবছর এই সময়টায় একগুচ্ছ সমস্যা এবং সেসব সমস্যার সমাধান করতে না পেরে প্রবল সমালোচনার মুখে পড়ে প্রশাসন। এবছর আরও চর্চা, কোটি কোটি খরচ নিয়ে। যাতে আদতে লাভ হল না কিছুই।

বায়ুদূষণ রোধে ঐতিহাসিক পদক্ষেপ, গত কয়েক বছর ধরেই দিল্লি বৃষ্টি নামাতে মেঘের বীজ বপন করে। সোজা কথায় ক্লাউড সিডিং। আবহাওয়া অনুকূলে থাকায় মঙ্গলবার হয় দিল্লির প্রথম ক্লাউড সিডিং ট্রায়াল। কিন্তু মেঘের গায়ে মেঘের বীজ বপন, আদতে কোনও লাভ হল না। কোটি কোটি টাকা খরচের পরেও, এক ফোঁটা বৃষ্টি হল না দিল্লিতে। ফলে, দিল্লির ঘন ধোঁয়াশা ও দূষিত বাতাস আগের মতোই ভারী রইল।

আরও পড়ুন: পাকিস্তানে ঢুকে অন্যদেশের উপর হামলার অনুমতি আমেরিকাকে! ট্রাম্পের জন্যই আদতে ভেস্তে গেল কাবুল-বৈঠক, গোপন ডিল সামনে


কেন বৃষ্টি হল না ক্লাউড সিডিংয়ের পরেও?
রূপালী আয়োডাইডের গঠন বরফের মতো। এই ক্ষুদ্র কণাগুলি “বীজ”-এর মতো কাজ করে, যার চারপাশে জলবিন্দু জমা হয়। যখন পর্যাপ্ত বিন্দু একত্রিত হয়, তারা ভারী হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়ায়। কিন্তু মঙ্গলবারের এই পরীক্ষায় এক ফোঁটা বৃষ্টিও হয়নি। অধিকাংশ এলাকায় বায়ুমানের অবস্থাও অপরিবর্তিত রয়ে যায়।


বিশেষজ্ঞদের মতে, এই ব্যর্থতা ছিল অনিবার্য। কারণ, ক্লাউড সিডিং নির্ভর করে আবহাওয়ার উপর—বিশেষত আর্দ্রতা ও বৃষ্টিবাহী মেঘের উপস্থিতির উপর। শীতকালে দিল্লির আকাশ সাধারণত শুষ্ক থাকে। মঙ্গলবারও যদিও আকাশ মেঘলা ছিল, তবুও মেঘে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ১০-১৫%, যেখানে সফল ক্লাউড সিডিংয়ের জন্য প্রয়োজন ৫০-৬০% আর্দ্রতা। আইআইটি কানপুরের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, “মেঘে পর্যাপ্ত আর্দ্রতা না থাকায় এটি আদর্শ পরিস্থিতি ছিল না।”

কিন্তু খরচ হল কোটি কোটি-

আইআইটি কানপুরের পরিচালক মণীন্দ্র আগরওয়ালের মতে, ২৮ অক্টোবর ৩০০ বর্গকিলোমিটারেরও বেশি জায়গায় পরিচালিত দুটি কৃত্রিম বৃষ্টি নামানোর পরীক্ষার মোট খরচ প্রায় ৬০ লক্ষ টাকা। প্রতি বর্গকিলোমিটারের হিসেবে খরচের পরিমাণ প্রায় ২০,০০০ টাকা। শীতকালে, যখন দিল্লির বাতাস বিষাক্ত হয়ে ওঠে এবং ধুলো আকাশরেখাকে ঝাপসা করে দেয়, তখন এই ধরনের পাঁচটি পরীক্ষার জন্য দিল্লি সরকার ৩.২১ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। যদিও, দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেছেন, আইআইটি কানপুর এই বাজেট থেকে পাঁচটি নয়, মোট ন'টি পরীক্ষা করবে।


কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। ৩.২১ কোটি টাকার ন'টি ট্রায়ালের জন্য বরাদ্দা হলে, প্রতিটি ট্রায়ালে প্রায় ৩৫.৬৭ লক্ষ টাকা খরচ হওয়ার কথা। সুতরাং, তিনটি ট্রায়াল ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এতে ইতিমধ্যে ১.০৭ কোটি টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গেছে। কিন্তু দিল্লিতে একফোঁটাও বৃষ্টি হয়নি। আইআইটি কানপুরের ডিরেক্টর আবার বলছেন, গোটা শীত জুড়ে দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তত ১০টি ট্রায়াল করতে হবে। যেভাবে তা সম্পন্ন করা হবে, তাতে ২৫ থেকে ৩০ কোটিও খরচ হতে পারে। এই বিপুল খরচ করা হচ্ছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যই যখন সফল হচ্ছে না, তাহলে এই বড় অঙ্কের খরচে আদতে কী লাভ হচ্ছে দিল্লিবাসির? বিজেপি সরকার তাহলে কেনই বা পরিস্থিতি বিচার না করে এই বড় অঙ্কের খরচের সিদ্ধান্ত নিয়ে ফেলল? 

অন্যদিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ জলবায়ু বিশেষজ্ঞদের মতামত। তাঁরা দিল্লি সরকারকে দীর্ঘমেয়াদী, প্রমাণিত সমাধানের পরিবর্তে বায়ু দূষণ নিরসনের জন্য একটি শর্টকাট পদ্ধতি অবলম্বন করার জন্য কটাক্ষ, সমালোচনা করেছেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া