রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ফুসফুসের চিকিৎসায় ঐতিহাসিক সাফল্য এনআরএস হাসপাতালের, রাজ্যে প্রথমবার সফল ‘হোল লাং ল্যাভেজ’ অস্ত্রোপচার

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ৩০ অক্টোবর ২০২৫ ১৪ : ১৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসায় সেরার সেরা কলকাতা, তা আবারও প্রমাণ করল নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল (এনআরএস)। রাজ্যের চিকিৎসাক্ষেত্রে নতুন ইতিহাস গড়ল এনআরএস। প্রথমবার এই সরকারি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হল বিরল ও জটিল ফুসফুসজনিতরোগ ‘পালমোনারি অ্যালভিওলার প্রোটিনোসিস (Pulmonary Alveolar Proteinosis– PAP)’-এর চিকিৎসায় ব্যবহৃত ‘হোল লাং ল্যাভেজ (Whole Lung Lavage– WLL)’ প্রক্রিয়া। রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত। যা ভবিষ্যতে আরও উন্নত ইন্টারভেনশনাল পালমোনোলজির পথ প্রশস্ত করবে।

৩৩ বছর বয়সী এক পুরুষ রোগী গত কয়েক মাস ধরে ক্রমাগত শ্বাসকষ্ট ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসকরা দেখতে পান, তাঁর ফুসফুসের ক্ষুদ্র বায়ুথলিগুলি প্রোটিন জাতীয় পদার্থে ভরে গিয়েছে। যার ফলে বাতাস চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে। পরীক্ষায় পজিটিভ ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাভেজ (BAL) এবং ট্রান্সব্রঙ্কিয়াল লাং বায়োপসি (TBLB) রিপোর্টে রোগ নির্ণয় নিশ্চিত হয়।

এই রোগের একমাত্র কার্যকর চিকিৎসা হল ‘হোল লাং ল্যাভেজ’। যা অত্যন্ত জটিল এবং নিখুঁত দলগত সমন্বয় ছাড়া সম্ভব নয়। এনআরএস হাসপাতালের পালমোনোলজি বিভাগ ও কার্ডিওথোরাসিক ভাসকুলার অ্যানেস্থেশিয়া (CTVA) বিভাগ যৌথভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্যে নতুন দিগন্তের সূচনা করেছে। চিকিৎসকরা জানান, রোগীকে জেনারেল অ্যানেস্থেসিয়ার অধীনে রেখে ডাবল-লুমেন টিউব ব্যবহার করে ডান ফুসফুসটি ১৫ লিটার গরম স্যালাইন দিয়ে ধোওয়া হয়। এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে, যতক্ষণ না ফুসফুস থেকে নির্গত তরল সম্পূর্ণ স্বচ্ছ হয়ে ওঠে। যা ফুসফুসের বায়ুথলিগুলিকে কার্যকরভাবে ‘পরিষ্কার’ করে দেয়। পুরো প্রক্রিয়া চলাকালীন রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে চিকিৎসক সূত্রে জানা গিয়েছে। আগামী সপ্তাহে তাঁর বাঁ ফুসফুসের ল্যাভেজ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: বাঁশির বদলে এবার গান! সুরে সুরে আবর্জনা সংগ্রহ করবে কলকাতা পুরসভা!

এই সাফল্যের নেপথ্যে রয়েছেন হাসপাতালের দু’টি বিভাগের নেতৃত্ব এবং তাঁদের নিষ্ঠাবান দলগত কর্মযজ্ঞ। হাসপাতালের পালমোনোলজি বিভাগের অধ্যক্ষ ডা. জয়দীপ দেবের পরিকল্পনা ও নেতৃত্বে চিকিৎসকদলটি এই বিরল প্রক্রিয়া সম্পন্ন করে। সিটিভিএ বিভাগেরক অধ্যক্ষ ডা. শম্পা দত্তগুপ্ত নিখুঁত অ্যানেস্থেটিক ব্যবস্থাপনার মাধ্যমে রোগীর নিরাপত্তা নিশ্চিত করেন। এই দুই বিভাগের পাশাপাশি প্রসিডিউরাল, অ্যানেস্থেসিয়া ও আইসিইউ টিমের নিরলস প্রচেষ্টা ও একাগ্রতা ছাড়া এই সাফল্য সম্ভব হত না, বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

এনআরএস-এর এই সাফল্য প্রমাণ করে যে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেও সীমিত সম্পদে উন্নতমানের চিকিৎসা প্রযুক্তি প্রয়োগ করা সম্ভব। চিকিৎসক মহলের একাংশের মতে, এটি শুধু একটি চিকিৎসা প্রক্রিয়ার সাফল্য নয়, বরং সরকারি চিকিৎসা ব্যবস্থার দলগত মনোভাব, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার দৃষ্টান্ত স্থাপন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগী বর্তমানে স্থিতিশীল আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এক চিকিৎসক বলেন, “এই সাফল্য এনআরএস-এর ইতিহাসে এক মাইলফলক।” 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া