রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | ভাড়াটিয়া তরুণীর সঙ্গে শরীরী আদর, যৌনতার ঝড় যুবকের, বিয়ের বেলায় বেঁকে বসতেই চরম পদক্ষেপ তরুণীর...

নিজস্ব সংবাদদাতা | ২৯ অক্টোবর ২০২৫ ১৬ : ০১Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের সাতারা জেলায় ২৯ বছর বয়সী এক সরকারি চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা বাড়ছে। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত ব্যাংকার এবং এক পুলিশ সাব-ইনস্পেক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ব্যাংকারের পরিবার দাবি করেছে, তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন না, বরং স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন।

অভিযুক্তর ভাই ও বোন জানান, ব্যাংকারকে পুনের এক ফার্মহাউস থেকে ধরা হয়েছে, তা সম্পূর্ণ ভুল। ভাই বলেন, “আমরাই ওকে ফোন করে আত্মসমর্পণের কথা বলেছিলাম। ওর সোশ্যাল মিডিয়া রেকর্ড এবং কল ডিটেলস পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমার ভাই কখনো ওই চিকিৎসককে ফোন করেনি; বরং তিনিই বারবার ফোন করে ওকে হয়রানি করতেন।”

পরিবারের দাবি, ওই চিকিৎসক তাদের বাড়ির ভাড়াটে ছিলেন এবং প্রায় এক বছর ধরে প্রতি মাসে ৪,০০০ টাকা ভাড়া দিতেন। ব্যাংকারের বোন বলেন, “গত মাসে ভাই ডেঙ্গু আক্রান্ত হয়ে ফলটনে বিশ্রাম নিতে আসে। ওই চিকিৎসক ওকে চিকিৎসা করেছিলেন, তখনই দুজনের মধ্যে পরিচয় হয়। প্রায় ১৫ দিন আগে চিকিৎসক বিয়ের প্রস্তাব দেন, কিন্তু ভাই তা প্রত্যাখ্যান করে। দীপাবলির সময় ওকে কিছুটা অস্থির মনে হচ্ছিল, তবে আমরা ভেবেছিলাম কাজের চাপেই এমন হচ্ছে। আমাদের মা তাঁকে নিজের মেয়ের মতোই দেখতেন।”

আরও পড়ুন: ১৫ তরুণীর নগ্ন ছবি হার্ড ডিস্কে! 'আমার ছবিও ছড়িয়ে দেবে না তো?', আতঙ্কে লিভ ইন সঙ্গীকে শেষ করলেন তরুণী

অভিযুক্তের দাবি: “বিয়ে ও সম্পর্কের জন্য চাপ দিচ্ছিলেন চিকিৎসক”। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রশান্ত ব্যাংকার তদন্তকারীদের কাছে দাবি করেছেন যে ওই চিকিৎসক তাঁকে বিয়ের জন্য এবং শারীরিক সম্পর্ক বজায় রাখতে চাপ দিচ্ছিলেন। এক পুলিশ কর্মকর্তা বলেন, “অভিযুক্ত ও মৃতার মধ্যে প্রচুর চ্যাট ও কল রেকর্ড পাওয়া গেছে, যেখানে চিকিৎসক মানসিক চাপে থাকার কথা বলেছেন।”

চিকিৎসকের মৃত্যুর পর তাঁর হাতের তালুতে লেখা একটি নোট উদ্ধার হয়েছে, যেখানে ওই টেকি ও এক পুলিশ সাব-ইনস্পেক্টরের নাম উল্লেখ রয়েছে। সেই সূত্র ধরে পুলিশের পক্ষ থেকে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৬৪ (ধর্ষণ) ও ১০৮ (আত্মহত্যায় প্ররোচনা) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাব-ইনস্পেক্টরও চিকিৎসকেরই জেলা, বিড-এর বাসিন্দা। তাঁদের মধ্যে আগের কোনও  সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সাতারা জেলার পুলিশ সুপার তুষার দোশি জানান, “একজন মহিলা নিজের জীবন শেষ করেছেন। তাঁর অভিযোগগুলির কিছুটা সত্যতা থাকতে পারে। তিনি আগে কোনও  লিখিত অভিযোগ করেননি, সেটাই তদন্তের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। আমরা টেকনিক্যাল প্রমাণ ও হোয়াটসঅ্যাপ চ্যাট যাচাই করছি। কোনও  ব্ল্যাকমেইলের দিক আছে কি না, তা তদন্তে প্রকাশ পাবে।”

মৃত্যুর পর গ্রামে উত্তেজনা, পরিবারের দাবি—ফাঁসি হোক অভিযুক্তদের। চিকিৎসকের মৃতদেহ শুক্রবার রাতে বিড জেলার ওয়াডওয়ানি গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা অভিযুক্তদের ফাঁসির দাবি তুলেছেন। এক আত্মীয় সংবাদমাধ্যমে বলেন, “ও প্রায়ই হয়রানির অভিযোগ করত, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি।”

অন্য এক আত্মীয়ের দাবি, চিকিৎসককে প্রায়ই রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা ময়নাতদন্ত রিপোর্ট বদলানোর জন্য চাপ দিতেন। তিনি বলেন, “ফলটন সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে তিনি প্রায়ই অটপসি ডিউটিতে থাকতেন। স্থানীয় কিছু রাজনৈতিক লোক তাঁকে রিপোর্ট পরিবর্তনের জন্য বাধ্য করতেন। তিনি বারবার অভিযোগ জানিয়েছিলেন, বিশেষত ওই সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধেই, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক ও সংবেদনশীল” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “একজন তরুণ চিকিৎসক নিজের হাতে আত্মহত্যার নোট লিখে প্রাণ দিয়েছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক। অভিযুক্ত পুলিশকর্মীদের স্থগিত করা হয়েছে, এবং গ্রেপ্তারও হয়েছে। কাউকেই ছাড়া হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন সংবেদনশীল বিষয়ে রাজনৈতিকীকরণ করা অনুচিত।”

এদিকে আদালত অভিযুক্ত টেকি প্রশান্ত ব্যাংকারকে ২৮ অক্টোবর পর্যন্ত চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। সাব-ইনস্পেক্টরও শনিবার রাতেই আত্মসমর্পণ করেন। বর্তমানে পুলিশের তদন্তে গুরুত্ব পাচ্ছে চিকিৎসক ও অভিযুক্তদের সম্পর্কের প্রকৃতি, তাঁদের মধ্যে কথোপকথনের ডিজিটাল প্রমাণ, এবং আত্মহত্যার নোটের সত্যতা। পুরো রাজ্যে চিকিৎসক সমাজ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি তুলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া