রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | প্রকাশ্য দিবালোকে বিজেপি নেতা খুন মধ্যপ্রদেশে, ছেলের অপরাধ জেনে নিজেকে শেষ করে দিলেন বাবা

অভিজিৎ দাস | ২৯ অক্টোবর ২০২৫ ১০ : ০৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বাইক চালিয়ে যাওয়ার সময় দুই দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে খুন হতে হল এক বিজেপি নেতাকে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কাটনি জেলায়। খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক এবং রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হামলাকারীদের একজনের বাবা তাঁর ছেলের অপরাধে জড়িত থাকার কথা জানতে পেরে আত্মহত্যা করেছেন। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে দুই মুখোশধারী ব্যক্তি গুলি চালাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নীলু (নীলেশ) রাজক। বয়স ৩৮ বছর। তিনি কাটনি বিজেপি পিচদা মোর্চা মণ্ডলের সভাপতি। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কাইমোর শহরে তাঁর বাইক চালিয়ে কোথাও যাচ্ছিলেন। ঠিক তখনই মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁর মাথায় ও বুকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা গুলি চালানোর ঘটনার ফলে বিশৃঙ্খলা, এলাকার কাছের বাজারে আতঙ্ক, একাধিক গুলির শব্দ এবং গুলির আঘাতে নীলুর রাস্তায় পড়ে যাওয়ার দৃশ্য বর্ণনা করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হত্যার কয়েক মিনিটের মধ্যেই শত শত বাসিন্দা রাস্তায় নেমে আসেন এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। নীলুর পরিবার এবং সমর্থকরা বিজয়রাঘবগড় সরকারি হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করেন। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত ময়নাতদন্তের অনুমতি দিতে করতে দিতে রাজি হননি তাঁরা। ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে যোগ দেন বিজেপি বিধায়ক সঞ্জয় পাঠক এবং বিজেপি জেলা সভাপতি দীপক ট্যান্ডন সোনি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম প্রিন্স (৩০) এবং আকরাম খান (৩৩)। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রিন্সের বাবা নেলসন জোসেফ এই অপরাধের সঙ্গে তাঁর ছেলের জড়িত থাকার কথা জানতে পেরে আত্মহত্যা করেছেন। কাটনির পুলিশ সুপার (এসপি) অভিনয় বিশ্বকর্মা বলেন, “আমরা অভিযুক্তদের শনাক্ত করেছি। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছি।” তিনি আরও জানান, কর্তব্যে গাফিলতির অভিযোগে টিআই (টাউন ইন্সপেক্টর) এবং হেড-কনস্টেবলকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন: পরিবার পিছু একজনের চাকরি, মহিলাদের আড়াই হাজার! জনমোহিনী অঙ্কেই বিহারে বাজিমাতের চেষ্টা মহাগঠবন্ধনের

বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সঞ্জয় পাঠক অভিযোগ করেছেন যে নীলু একটি  ‘লাভ জিহাদ’ মামলায় হস্তক্ষেপ করার কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। সঞ্জয় বলেন, “একটি মেয়ে অভিযোগ করেছিল যে স্কুলে যাওয়ার পথে এক লোক তাকে উত্ত্যক্ত করছে। নীলু বাধা দিলে লোকটি তাঁকে বোমা মেরে মারার হুমকি দেয়। বিষয়টি আরও গুরুতরে হয়ে ওঠে। নীলু থানায় অভিযোগ জানালে পুলিশ উত্ত্যক্তকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে। এরপরেই অভিযুক্তদের নীলুকে হুমকি দিয়েছিল, ‘আমি তোমাকে রাস্তার মাঝখানে গুলি করে মারব’। দেড় মাস পর, সে তাঁর কথা রেখেছে।”

সঞ্জয় আরও দাবি করেছেন, “নীলুর পাঁচ বছরের একটি মেয়ে এবং এগারো বছরের একটি ছেলে ছিল। তাঁর মা বৃদ্ধ। তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী। এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি বার্তা। কিছু ব্যবসায়ী, পুলিশ এবং বহিরাগতরা জড়িত। তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। অভিযুক্তরা আরও বলেছে যে তাঁরা আমাকেও শেষ করে দেবে, কিন্তু আমি হিন্দুত্বের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত।”

সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষ ঠেকাতে জব্বলপুরের ডেপুটি ইন্সপেক্টর অফ পুলিশ অতুল সিং কাইমোরে মার্চপোস্ট করেন। এসপি বিশ্বকর্মা দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছি যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুই প্রধান অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। আকরাম এবং প্রিন্সকে খোঁজা হচ্ছে। টিআই কর্তব্যে অবহেলা করেছেন।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া