রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | মান্থার ল্যান্ডফল শুরু, প্রবল ঝড়-বৃষ্টিতে তছনছ অন্ধ্র উপকূল, সাতটি জেলায় জারি নাইট কার্ফু

সুমিত চক্রবর্তী | ২৮ অক্টোবর ২০২৫ ১৯ : ৪২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, প্রবল ঘূর্ণিঝড় ‘মান্থা’ মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও মাচিলিপটনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে চলেছে। সেইমতো মান্থার ল্যান্ডফল শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, ঝড়ে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে রিলিফ ক্যাম্প ও উদ্ধার কেন্দ্র খোলা হয়েছে।


ঘূর্ণিঝড়ের তীব্রতা বিবেচনায় রাজ্য সরকার সাতটি জেলায় রাতের কার্ফু ও যান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। এই নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিট থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি চিকিৎসা পরিষেবা এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।


নিষিদ্ধ ঘোষিত সাত জেলা হল— কৃষ্ণা, এলুরু, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কাকিনাড়া, ড. বি.আর. আম্বেদকর কোনাসীমা, এবং আল্লুরি সীতারাম রাজু জেলার চিন্তুরু ও রাম্পাচোদাভরম বিভাগ।


রাজ্য সরকারের তথ্য ও গণসংযোগ দপ্তরের পরিচালক এক সরকারি আদেশে বলেন, “বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং সরকারি সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: জামাইকার দোরগোড়ায় ‘শতাব্দীর বৃহত্তম ঝড়’, আতঙ্কের প্রহর গুনছেন বাসিন্দারা


অন্ধ্র প্রশাসন উপকূলবর্তী নিম্নভূমির মানুষদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাচ্ছে। সমস্ত মাছ ধরার নৌকা ও বোট চলাচল স্থগিত করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা স্ট্যান্ডবাই অবস্থায় রয়েছে।


রাজ্যের রিয়েল টাইম গভর্নেন্স সোসাইটি জানিয়েছে, এই সাতটি জেলা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। জাতীয় মহাসড়কসহ সকল সড়কপথে যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কঠোরভাবে এই আদেশ কার্যকর করতে বলা হয়েছে।
IMD কাকিনাড়া বন্দরের জন্য ১০ নম্বর ‘রেড ওয়ার্নিং’ জারি করেছে, যা অতি উচ্চতর বিপদের ইঙ্গিত বহন করে। এর মানে, প্রবল ঝড়ো হাওয়া, উচ্চ ঢেউ এবং সমুদ্র বিক্ষুব্ধ অবস্থার আশঙ্কা রয়েছে।


অন্যদিকে, বিশাখাপত্তনম, গঙ্গাভারম ও মাচিলিপটনম বন্দরের জন্য ৯ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকাগুলিতেও প্রবল বাতাস ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কাকিনাড়ার তুলনায় এর প্রভাব কিছুটা কম হবে বলে জানিয়েছে IMD।


সরকার নাগরিকদের ঘরে থাকার, সমুদ্রতটে না যাওয়ার এবং বিদ্যুৎ বা জল সরবরাহ বন্ধ থাকলে জরুরি নম্বরে যোগাযোগের নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ দপ্তর, রেলওয়ে ও টেলিকম বিভাগকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।


মাচিলিপটনম ও কাকিনাড়ার উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি, গাছ উপড়ে পড়া ও জলমগ্নতার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর বলেছে, ঝড়টি বুধবার সকাল নাগাদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, তবে ততক্ষণ পর্যন্ত রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া