রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | প্রশান্ত কিশোরকে নির্বাচন কমিশনের নোটিশ, কী এমন ঘটল

সুমিত চক্রবর্তী | ২৮ অক্টোবর ২০২৫ ১৬ : ৫৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে জন সুরাজ প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক বিশ্লেষক থেকে রাজনীতিক হয়ে ওঠা প্রশান্ত কিশোর–এর বিরুদ্ধে ব্যবস্থা নিল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁর নামে দুই রাজ্যে—বিহার ও পশ্চিমবঙ্গে—ভোটার হিসেবে নাম নথিভুক্ত থাকার অভিযোগে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে।


নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশান্ত কিশোরকে তিন দিনের মধ্যে লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে। এই সময়সীমার মধ্যে তিনি যদি স্পষ্টভাবে উত্তর না দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কমিশনের সূত্রে জানা গেছে।


বিহারের কারগাহার বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার–এর তরফে পাঠানো নোটিশে বলা হয়েছে, “২০২৫ সালের ২৮ অক্টোবর প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী দেখা গেছে, আপনার নাম বিহার ও পশ্চিমবঙ্গ—দুই রাজ্যেরই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী, একজন নাগরিক কেবলমাত্র একটি বিধানসভা কেন্দ্রের ভোটার হতে পারেন। তাই তিন দিনের মধ্যে আপনি লিখিতভাবে জানাবেন, কিভাবে আপনার নাম একাধিক নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।”


সংবিধান অনুযায়ী, একজন নাগরিকের নাম একাধিক রাজ্যের বা আসনের ভোটার তালিকায় থাকা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার আইডি বাতিল হওয়ার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।


প্রশান্ত কিশোর এখনও এবিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে জন সুরাজ দলের এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা নোটিশ পেয়েছি এবং আইন অনুযায়ী উত্তর দেওয়া হবে। এটি সম্ভবত প্রশাসনিক ত্রুটির ফল, প্রশান্ত কিশোর কখনও একাধিক আসনে ভোটার হিসেবে নিজেকে নিবন্ধিত করেননি।”


উল্লেখ্য, প্রশান্ত কিশোর একসময় দেশের শীর্ষ রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে পরিচিত ছিলেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদির বিজেপি প্রচার, ২০১৫ সালে বিহারের মহাগঠবন্ধন, এবং পরবর্তী সময়ে কংগ্রেস, তৃণমূল ও ওয়াইএসআরসিপি–র মতো দলগুলির নির্বাচনী কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।


২০২২ সালে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং বিহারে “জন সুরাজ অভিযান” শুরু করেন—যার লক্ষ্য ছিল রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার আনা। বর্তমানে তিনি ২০২৫–এর বিহার বিধানসভা নির্বাচনে জন সুরাজ দলের প্রার্থী তালিকা তৈরি ও সংগঠন বিস্তারে ব্যস্ত।

আরও পড়ুন: দিনভর মন্দার বাজার, বিনিয়োগকারীদের মাথায় হাত


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নোটিশ প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যতের ওপর তেমন প্রভাব ফেলবে না, তবে এটি নির্বাচনী মরসুমে একটি বিতর্ক তৈরি করবে। কারণ, বিহারে তাঁর দলকে ক্রমশ শক্তিশালী বিকল্প হিসেবে দেখা হচ্ছে।


নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া চলাকালীন একাধিক রাজ্যে নাম থাকা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের ঘটনা এড়াতে এখন ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।


এখন দেখার বিষয়, প্রশান্ত কিশোর কীভাবে এই অভিযোগের জবাব দেন এবং কমিশন তাঁর ব্যাখ্যা গ্রহণ করে কিনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া