রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারত মুখ ফেরাতেই বাংলাদেশ সহায়তার হাত বাড়াল পকিস্তান! করাচি বন্দর ব্যবহারের অনুমতি

রজিত দাস | ২৮ অক্টোবর ২০২৫ ১৪ : ২৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারত বিরোধিতা জারি রেখেছে ঢাকা। ফলে স্বস্তিতে ইসলামাবাদ। ৫৪ বছর আগে সম্পর্কের উত্তাপ সরিয়ে তাই বাংলাদেশকে কাছে পেতে মরিয়া পাকিস্তান। বাংলাদেশকে একটি বাণিজ্যিক জীবনরেখা দিতে চলেছে শাহবাজ শরিফ সরকার। বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। ভারত, বাংলাদেশি পাটের স্থলপথে আমদানির দরজা বন্ধ করেছে। সেই পদক্ষেপের কয়েক সপ্তাহ পরেই পাকিস্তানের পদক্ষেপ বেশ তাৎপর্যবাহী।

দুই দশকের ব্যবধানের পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে নতুন বন্ধুত্বের সূচনা হয়েছে। যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক আয়োজনের সময় একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। যা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের পুনরুজ্জীবনকে চিহ্নিত করে।

পাকিস্তানের করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব
পাকিস্তান বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে। ফলে বাংলাদেশ, চীন, উপসাগরীয় এলাকা এবং মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যের প্রবেশদ্বার করে দেবে।

বেশ কয়েকজন বিশেষজ্ঞ যুক্তি দিয়েছেন যে, এই সমুদ্রপথটি অর্থনৈতিকভাবে লাভজনক ছিল না। গত বছর, পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রথমবারের মতো, একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করে। তবে, এই রুটটি ব্যয়সার পক্ষে উপযুক্ত নয়, ২,৬০০ নটিক্যাল মাইল দীর্ঘ যাত্রা সম্পন্ন করতে প্রায় দুই সপ্তাহ সময় লেগেছে। তারপর থেকে, এই পথে খুব কম জাহাজ চলাচল করেছে।
যদিও, এই পদক্ষেপকে ভূ-রাজনৈতিকভাবে ভারতকে চ্যালেঞ্জ জানানোর একটি ধাপ বলে মনে করা হচ্ছে।

তাছাড়া, বাংলাদেশকে পাট রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করার জন্য পাকিস্তান পাট এবং অন্যান্য কিছু পণ্যের উপর কর হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এই বছরের শুরুতে, পাকিস্তান ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পাট আমদানির উপর ২ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে।

এটা সর্বজনবিদিত যে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী বাংলাদেশ কাঁচা পাট এবং পাটজাত পণ্যের শীর্ষস্থানীয় রপ্তানিকারক।

উভয় দেশের যৌথ আর্থিক কমিশনের বৈঠকের পর বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত একজন আধিকারিক 'দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস' বাংলাদেশকে বলেন, "পাকিস্তান বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহী, কারণ দক্ষিণ এশিয়ার দেশটি পাট ও বস্ত্রে শক্তিশালী। বাংলাদেশ পাট এবং অন্যান্য পণ্য রপ্তানি করতে চায়।" 

অন্যদিকে, ঢাকায় ভারতের আম রপ্তানি হ্রাসের ফলে যে ব্যবধান তৈরি হয়েছে তা লক্ষ্য করে পাকিস্তান, বাংলাদেশে আম রপ্তানির জন্য দ্রুত সেদেসের বাজার প্রবেশাধিকারের অনুরোধ জানিয়েছে।

এর আগে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল খুবই কম। তবে, এতে আধিপত্য রয়েছে ইসলামাবাদেরই। ২০২৪-২৫ অর্থবছরে ৮৬৫ মিলিয়ন ডলার মূল্যের দ্বিপাক্ষিক বাণিজ্যের মধ্যে পাকিস্তান প্রায় ৭৭৮ মিলিয়ন ডলার রপ্তানি করেছে। পাকিস্তানে বাংলাদেশের রপ্তানির প্রায় ৩৮ শতাংশ পাট ও পাটজাত পণ্য।

ভারত, বাংলাদেশি পাট আমদানি নিষিদ্ধ করেছে
তবে, পাটের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় পাকিস্তানের মরিয়া চেষ্ঠা মোটেই অপ্রত্যাশিত নয়। আগস্টে ভারত সমস্ত স্থলপথে বাংলাদেশ থেকে নির্বাচিত পাটজাত পণ্য এবং দড়ি আমদানি নিষিদ্ধ করার কয়েক সপ্তাহ পরেই এই অগ্রগতি ঘটেছে।

আগে, ভারত বাংলাদেশ থেকে স্থলপথে বোনা কাপড় এবং তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছিল। পরিবর্তে, এই পণ্যগুলিকে নবি মুম্বইয়ের নহাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, যা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য অসুবিধার।

স্থলসীমান্তের পরিবর্তে সমুদ্রপথে পণ্য পরিবহন বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

ভারত একটি ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার পর উত্তেজনা আরও বেড়ে যায়, যা বাংলাদেশি পণ্যগুলিকে ভারতীয় বন্দর দিয়ে অন্যান্য দেশে পরিবহনের অনুমতি দেয়।

এখন পর্যন্ত, ভারত বাংলাদেশি পাট এবং সংশ্লিষ্ট পণ্যের শীর্ষ আমদানিকারকদের মধ্যে একটি। ভারতের গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলি সম্ভবত ভারতীয় বাজারে বাংলাদেশি পাটজাত পণ্যগুলিকে কম প্রতিযোগিতামূলক করে তুলবে।

ভারতের এই পদক্ষেপের পরে, জুলাই মাসে এই খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় কমে ৩.৪ মিলিয়ন ডলার হয়েছে বলে জানা গিয়েছে, যা ২০২৪ সালের একই মাসে ১২.৯ মিলিয়ন মার্কিন ডলার ছিল।

পাঁচটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করায়, বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে। গত বছর ছাত্র-নেতৃত্বাধীন এক হিংস্র বিক্ষোভের পর শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। ১৫ বছর ধরে হাসিনা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন।

তবে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে মহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের পর ঢাকায় রাজনৈতিক পরিবর্তন দেখা দেয়। ইউনূস বাংলাদেশের বিদেশনীতি পুনর্গঠন করেছেন, পাকিস্তান ও চীনের মতো পূর্বে বিচ্ছিন্ন অংশীদারদের সঙ্গে উষ্ণ সম্পর্ক স্থাপন করেছেন।

পাকিস্তান সবচেয়ে বেশি উৎসাহী, সুযোগটি কাজে লাগাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব তার মধ্যে একটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া