রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | সীমান্তে নাশকতার ছক নয় তো? লস্কর প্রধানের সহকারীর বাংলাদেশ সফরসূচিতে ভারত সামীন্ত, আড়ালে কীসের পরিকল্পনা?

কৌশিক রয় | ২৮ অক্টোবর ২০২৫ ১১ : ৩৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: লস্কর-ই-তইবা (LeT)-র প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ইবতিসাম এলাহী জাহিরকে বাংলাদেশের মাটিতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ভারত বাংলাদেশের সীমান্তের একেবারে কাছাকাছি এলাকায় যেতে পারেন তিনি।

হাফিজ সঈদের মতো আতঙ্কবাদীর সহকারীর এই বাংলাদেশ ভ্রমণকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। সূত্র অনুযায়ী, পাকিস্তানের মারকাজি জামিয়াত আহলে হাদিসের সাধারণ সম্পাদক এবং জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সাঈদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী জাহির ২৫ অক্টোবর ঢাকায় পৌঁছন।

তারপর থেকেই তিনি সীমান্তবর্তী কয়েকটি সংবেদনশীল জেলায় সফর করছেন, উগ্র ধর্মীয় ভাষণ দিচ্ছেন এবং স্থানীয় মৌলবাদী গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন। জানা গিয়েছে, গত দু’দিনে তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন। এই সপ্তাহে তাঁর রংপুর যাওয়ার কথা রয়েছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর দ্বিতীয় বাংলাদেশ সফর।। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তিনি এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশে ছিলেন। জাহিরের বর্তমান সফরসূচিতে সীমান্তবর্তী একাধিক এলাকা পরিদর্শন এবং একটি বিশাল সালাফি সম্মেলনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে।

এই সফরকে কেন্দ্র করে পাকিস্তান-বাংলাদেশ মৌলবাদী নেক্সাসের আশঙ্কা তৈরি হয়েছে, যা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে উঠছে। হাফিজ সঈদ ২০০৮ সালের মুম্বই সন্ত্রাস হামলার মূলচক্রী। দাবি করা হচ্ছে, হাফিজ এবার তাঁর প্রভাব ধীরে ধীরে বাংলাদেশে ছড়িয়ে ফেলতে চাইছে।

যে কারণে বারবার তাঁর সহকারীকে পাঠানো হচ্ছে বাংলাদেশে। তবে তাঁর ঘনিষ্ঠ সহযোগী জাহির আপাতদৃষ্টিতে ধর্মীয় বক্তৃতার কাজে যুক্ত থাকলেও, সীমান্তবর্তী এলাকায় তাঁর গতিবিধি ভারতের গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সতর্কতা বাড়িয়েছে।

জাহির গত ২৫ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নামেন। সেখানে তাঁকে স্বাগত জানান আল জামিয়া আস-সালাফিয়া নামে একটি ইসলামিক গবেষণা প্রতিষ্ঠানের সদস্য আবদুর রহিম বিন আবদুর রাজ্জাক। সোমবার তিনি নওদপাড়া থেকে চাঁপাইনবাবগঞ্জে যান, সঙ্গে ছিলেন শেখ আবদুর রাজ্জাক বিন ইউসুফ।

সফরের সময় তাঁরা নাচোলসহ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বেশ কিছু এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় কয়েকটি মসজিদে বৈঠক করেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ২৯ থেকে ৩১ অক্টোবরের মধ্যে জাহির রংপুর, লালমনিরহাট ও নীলফামারী সফর করবেন।

এরপর ১ নভেম্বর জয়পুরহাট এবং ২ নভেম্বর নওগাঁয় যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। ৬ ও ৭ নভেম্বর তিনি রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গিপাড়ায় অনুষ্ঠিত একটি বড় সালাফি সম্মেলনে ভাষণ দেবেন।

আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করে পাকিস্তানে ফেরার কথা রয়েছে জাহিরের। বাংলাদেশে এই সন্ত্রাসবাদীর সক্রিয় উপস্থিতি নিয়ে ভারতের নিরাপত্তা ও গোয়েন্দা মহলে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি, নিরাপত্তা বাড়ানো হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতেও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া