রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | একদা বঙ্গ বিজেপির অভিভাবক! সেই কৈলাশ বলছেন, ‘অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের উচিত শিক্ষা হয়েছে’

কৌশিক রয় | ২৮ অক্টোবর ২০২৫ ০৮ : ৫৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের মহিলাদের একদিনের বিশ্বকাপের আয়োজক ভারত। এরই মধ্যে মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটে গিয়েছে এক নিন্দনীয় ঘটনা। বিশ্বকাপের মাঝে এই ঘটনায় কেঁপে উঠেছে ক্রিকেট দুনিয়া। বিশ্বকাপ চলাকালীন ইন্দোরে এক হোটেলে ছিল অস্ট্রেলিয়া মহিলা দল।

অভিযোগ, হোটেলের কাছেই বাইক আরোহীর হাতে দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হন। জনসমক্ষে ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নই তোলেনি, বরং এক বিজেপি মন্ত্রীর মন্তব্যে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম আকিল ওরফে নাইত্রা (বয়স ২৯)।

খজরানা এলাকার বাসিন্দা এই ব্যক্তি একজন পরিচিত অপরাধী। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন দেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কিন্তু ঘটনার নিন্দা না করে মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়ের মন্তব্যে আরও ক্ষোভ ছড়িয়েছে।

তিনি বলেন, ‘এই ঘটনাটি থেকে খেলোয়াড়দেরও শিক্ষা নেওয়া উচিত। আমরা যেখানে যাই, স্থানীয় প্রশাসন বা নিরাপত্তাকর্মীদের জানিয়ে যাই। খেলোয়াড়দেরও তা করা উচিত।  ভারতে ক্রিকেটারদের প্রতি যে উন্মাদনা আছে, তা অন্য দেশের মতোই প্রবল। তাই খেলোয়াড়দের সতর্ক থাকা দরকার।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা অনেক সময় নিজেদের জনপ্রিয়তা বোঝেন না। এই ঘটনা সবার জন্যই একটি শিক্ষা, খেলোয়াড়দের জন্যও, আমাদের জন্যও।’ সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিজয়বর্গীয় আরও বলেন, ‘নিরাপত্তায় কিছু ত্রুটি ছিল বটে, কিন্তু খেলোয়াড়দেরও উচিত ছিল স্থানীয় প্রশাসনকে জানানো। তারা কাউকে কিছু না জানিয়েই বাইরে গিয়েছিলেন। এই ঘটনার পর ভবিষ্যতে তাঁরা আরও সতর্ক থাকবেন বলে আমি আশা করি।’

বিজেপি সরকারের মন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল ও মহিলা অধিকার সংগঠনগুলি। কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব বলেন, ‘এটি অত্যন্ত ঘৃণ্য মন্তব্য। দেশের অতিথি খেলোয়াড়দের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার, আর সেখানে মন্ত্রী ভিক্টিমদেরই দোষারোপ করছেন।

মুখ্যমন্ত্রী নিজেই স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, তবুও এমন ঘটনা ঘটছে।’ ঘটনা নিয়ে ক্রীড়াজগতেও মতভেদ দেখা দিয়েছে। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MPCA) প্রাক্তন সভাপতি সঞ্জয় জগদালে বলেন, ‘সব সময় খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কেউ যদি অনুমতি ছাড়া বেরিয়ে যান, তাহলে প্রশাসন কীভাবে জানবে? তাই খেলোয়াড়দেরও সতর্ক থাকা জরুরি।’

তবে এটাই প্রথম নয় যে কৈলাশ বিজয়বর্গীয় মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। এর আগেও তিনি একাধিকবার নারীদের পোশাক ও আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। কয়েক মাস আগেই রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে মন্তব্য করে তিনি বলেছিলেন, ‘আমরা প্রাচীন সংস্কৃতির মানুষ। আজকের বিরোধী নেতারা বিদেশি মূল্যবোধে বড় হয়েছেন, তাই তাঁদের আচরণে শালীনতার অভাব।’

এছাড়াও, গত জুনে ইন্দোরে এক সভায় তিনি বলেন, ‘আমার কাছে অনেক মেয়েরা ছোট পোশাক পরে ছবি তুলতে আসে। আমি বলি, পরের বার শালীন পোশাকে এসো, তারপর ছবি তুলব।’ ২০২২ সালে হনুমান জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ‘আজকের মেয়েরা এমন পোশাক পরে যে তাঁদের দেবীর মতো মনে হয় না, বরং শূর্পনখার মতো দেখায়। ঈশ্বর সুন্দর শরীর দিয়েছেন, তাই শালীন পোশাক পরা উচিত।’

একাধিক বিতর্কিত মন্তব্য করেও বারবার আক্রমণের মধ্যে পড়েছেন কৈলাশ। কিন্তু তাতেও যে তার শিক্ষা হয়নি তা প্রমাণ হয়ে গেল আরও একবার। ইন্দোরের ঘটনাটি নতুন করে মধ্যপ্রদেশ সরকারের ভাবমূর্তি ও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া