রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৭ অক্টোবর ২০২৫ ১৯ : ৩৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ট্রেনের মহিলা কামরায় চূড়ান্ত ভিড়। ভিড়ে ঠাসা কামরায় বসার জায়গাও নেই। একটি সিটে তিনজনের পাশে বসার চেষ্টা করছিলেন এক প্রৌঢ়া। কিন্তু ঠেলাঠেলির পরেও ঠিক মতো বসতে পারছিলেন না। কেন এত কষ্টের পরেও বসার জায়গা মিলল না! তাতেই চটে যান ওই মহিলা। সঙ্গে সঙ্গে সহযাত্রীদের দিকে রেগেমেগে তেড়ে যান।
তিন মহিলা সহযাত্রীরকে চরম হেনস্থা করেন ওই প্রৌঢ়া। বসার জায়গা নিয়ে ঝামেলার কারণে তিনজনকেই কিল, চড়, ঘুষি মারেন তিনি। উল্টোদিকের সিটে বসে থাকা আরও এক সহযাত্রী সেই ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। যা নিমেষের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হলুদ রঙের সালোয়ার কামিজ পরা এক মহিলা একটি সিটে কোনও মতে ঠেলাঠেলি করে বসার চেষ্টা করছেন। আগে থেকেই যারা বসেছিলেন, তাঁরা খানিকটা সরে গেলেও ঠিক মতো বসতে পারছিলেন না ওই প্রৌঢ়া। তখনই তাঁকে উঠে যেতে বলেন বাকিরা। এরপরিই পাশে বসে থাকা এক তরুণীর চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করেন ওই প্রৌঢ়া।
মারধর করতে করতে প্রৌঢ়া এক তরুণীকে হুমকি দেন, 'তোকে মাটিতে ছুড়ে ফেলে দেব।' শুধু ওই তরুণীই নন, কামরায় আরও একাধিক সহযাত্রীকে চড়, কিল, ঘুষি মেরে হেনস্থা করেন ওই প্রৌঢ়া। ঘটনাটি কোথায় ঘটেছে, তা এখনও জানা যায়নি। ভারতীয় রেলের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
Kalesh b/w Ladies inside Indian Railways over seat issues: pic.twitter.com/ySumZBDh04
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 26, 2025
প্রসঙ্গত, কথা কাটাকাটি থেকে সামান্য হাতাহাতি, ব্যস্ত সময়ের ভিড় ট্রেনের কামরায় এ নিত্যদিনের ঘটনা। তবে কখনও কখনও যাত্রীরা এমন মারপিট করেন, যা আশেপাশের সকলে চমকে তো দেয়ই, এমনকী নেটিজেনরাও দেখে অবাক হয়ে যান। কোনও কিছুই আজকাল আর এক শহরের মধ্যে আবদ্ধ থাকে না। ভিড় কামরায় সেই হাতাহাতির মুহূর্ত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে লোকাল ট্রেনেল তুমুল বচসা থেকে হাতাহাতির আরও একটি ভিডিও। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে থেকে ভাসি যাওয়ার লোকাল ট্রেনে। লোকাল ট্রেনে সিট নিয়ে ঝামেলা হয়েছিল দুই যাত্রীর। বচসা ক্রমেই এমন পর্যায়ে পৌঁছয়, দুই যাত্রী তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টা নাগাদ। জানা গেছে, লোকাল ট্রেনে উঠেই জানলার ধারের সিট নিয়ে দুই ব্যক্তির মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একে অপরকে চড়, কিল, ঘুষি, থাপ্পড় মারতেও পিছপা হননি কেউ। মারতে মারতে তাঁরা দরজার কাছেও পৌঁছে যান।
প্রথমে বিষয়টিতে সহযাত্রীরা বিশেষ গুরুত্ব দেননি। ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে সকলেই ওই দুই যাত্রীকে থামানোর চেষ্টা করেন। কয়েকজন ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পরেই ওই দুই যাত্রী ট্রেন থেকে ভিন্ন ভিন্ন স্টেশনে নেমে পড়েন।
লোকাল ট্রেনে দুই হাতাহাতির ঘটনা নতুন নয়। এবারেও ভিডিওটি দেখে সমালোচনা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'নিত্যদিন ঝামেলা করতে ক্লান্ত লাগে না! একদিন পছন্দের সিটে বসতে না পারলে কী এমন ক্ষতি হয়?' আরেকজন লিখেছেন, 'যেন স্কুলের বাচ্চা। বাচ্চারা যেমন ঝগড়া করে, বয়স হয়ে যাওয়ার পরেও তেমন আচরণ করছেন এরা।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?