সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | খেলছিল শিশু, আচমকা একদল বেওয়ারিশ কুকুরের হামলায় যা অবস্থা হল তার, জানলে চমকে উঠবেন আপনিও

আর্যা ঘটক | ২৭ অক্টোবর ২০২৫ ১৮ : ৪২Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার হানামকোন্ডায় এক মর্মান্তিক ঘটনা। রাস্তায় সাত বছর বয়সী এক শিশুর উপর ঝাঁপিয়ে পড়ল দলবদ্ধ বেওয়ারিশ কুকুর। কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছে শ্রীজা নামের ওই শিশু। ভয়াবহ এই ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনা ঘিরে চরম বিক্ষোভ এলাকাবাসীর। 

 

এলাকার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, শনিবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিট নাগাদ শ্রীজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ফুটেজে অন্তত তিনটি কুকুরকে রাস্তায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। শ্রীজা কিছুটা এগোতেই আরও চারটি কুকুর একসঙ্গে তার দিকে তেড়ে আসে। ভয়ে সেখান থেকে পালাতে গিয়ে সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এই সময়ে রাস্তায় শুয়ে থাকা বাকি কুকুরগুলিও এসে তাদের সঙ্গে যোগ দেয় এবং শিশুটিকে ঘিরে ধরে।

 

এরপরই কুকুরগুলি একত্রিত হয়ে তার উপর হামলা চালায়। প্রাণভয়ে শিশুটি চিৎকার করতেন থাকে। ভয়ে আর্তনাদ চলতে থাকে। এমন সময়ে তার চিৎকার শুনে এক স্থানীয় পথচারী সতর্ক হন। দ্রুত একটি পাথর নিয়ে কুকুরগুলির দিকে তেড়ে আসেন ওই ব্যক্তি। লোকটিকে দেখেই কুকুরগুলি পালিয়ে যায়। এরপর ওই ব্যক্তি কাঁদতে থাকা শিশুটিকে সাহায্য করেন এবং দ্রুত তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

 

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুর কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন। এলাকায় বেওয়ারিশ কুকুরের এহেন উপদ্রব নিয়ন্ত্রণে পুরসভার চরম গাফিলতি রয়েছে বলে তাঁরা অভিযোগ তুলেছেন। এলাকার নাগরিক পরিষেবা দেখাশোনার দায়িত্বে রয়েছে গ্রেটার ওয়ারাঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন।

আরও পড়ুন: গাড়ি দিয়ে পিষে কৃষকহত্যা! তাঁর নাবালিকা কন্যাদেরও যৌন নির্যাতন, বিজেপি নেতার কাণ্ডে কলঙ্কিত দেশ

 

হামলার এই ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই আবাসিক এলাকায় বেওয়ারিশ কুকুরদের উপস্থিতি নিয়ে বিতর্ক ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে। যেখানে এক পক্ষ আবাসিক এলাকা থেকে কুকুরদের দূরে রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে, সেখানে অন্যদিকে একদল পশুপ্রেমী এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন।

 

প্রসঙ্গত, দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় পথকুকুরদের জীবাণুমুক্ত করার এবং টিকা দেওয়ার বিষয়ে। আদালত জানায়, পথকুকুরদের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জীবাণুকরণ প্রতিষেধক এবং বন্ধ্যাত্বকরণ টিকা দেওয়ার পর, আবার যে জায়গার কুকুর, সেই এলাকাতেই ছেড়ে দেওয়া হবে। ব্যতিক্রম হিসেবে, হালমা চালাতে পারে, অর্থাৎ হিংস্র কিংবা জলাতঙ্ক ঘটাতে পারে, এমন কুকুরদের ছাড়া যাবে না বলেও জানানো হয়। পথকুকুরদের মামলায়, তাদের বিপদ সম্পর্কে শীর্ষ আদালত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে হলফনামা চেয়েছিল। সূত্রের খবর, শীর্ষ আদালত জানিয়েছে বাংলা এবং দিল্লি পুরসভা, তেলেঙ্গানা ওই হলফনামা জমা দিয়েছে।

 

কিন্তু বাকি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ওই হলফনামা জমা দেয়নি। দিল্লি পুরসভা ব্যাতিত দিল্লি সরকার আলাদাভাবে সামগ্রিক হলফনামা দেয়নি। সূত্রের খবর, যেসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হলফনামা জমা দেয়নি পথকুকুর মামলায়, তাদের মুখ্যসচিবদের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে সশরীরে হাজিরা দিতে হবে। করতে হবে জবাবদিহিও।

 

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে এই মামলা ওঠে সোমবার। সুপ্রিম কোর্ট এদিন পথকুকুর মামলায় কড়া ভর্ৎসনা করে জানায়, দু'মাস পেরিয়ে যাওয়ার পরেও হলফনামা জমা না দেওয়ায়, দেশের মুখ পুড়ছে, তেমনটাই তথ্য সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া