রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ২৭ অক্টোবর ২০২৫ ১২ : ৫১Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ব্রিটিশ অভিনেতা চার্লস ড্যান্স, যিনি গেম অব থ্রোন্স এবং দ্য ইমিটেশন গেম-এর মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত, সম্প্রতি দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটেনের মধ্যপ্রাচ্য নীতিকে তীব্রভাবে আক্রমণ করেছেন। ড্যান্স সরাসরি বলেন, “ব্রিটেন ১৯১৭ সালের ব্যালফোর ঘোষণার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে নষ্ট করে ফেলেছে। ফ্রান্স এবং ইংল্যান্ড যতদিন না এই ঘোষণা খণ্ডন করে ক্ষমা চায়, ততদিন ওই অঞ্চলে কোনও স্থায়ী শান্তি সম্ভব নয়।”
অভিনেতা আরও বলেন, “আমি এখন কিছুটা ‘অবসেসড’ হয়ে পড়েছি মধ্যপ্রাচ্যের ঘটনার প্রতি। যেকোনো বিবেকবান মানুষই এর প্রতি মনোযোগী হওয়া উচিত। যুদ্ধ যদি আগামীকাল থেমেও যায়, ব্যালফোর ঘোষণা বাতিল না হলে শান্তি আসবে না। ফ্রান্স ও ইংল্যান্ডকে বলতে হবে, ‘আমরা ভুল করেছি, আমরা দুঃখিত।’”
চার্লস ড্যান্সের এই মন্তব্য তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সচেতনতারই প্রতিফলন। ২০২০ সালে তিনি আল জাজিরার সঙ্গে একটি ডকু-ড্রামা সিরিজে কাজ করেছিলেন, যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে নির্মিত হয়। এছাড়া তিনি প্যালেস্টাইন ফেস্টিভাল অব লিটারেচারে অংশ নিয়ে গণহত্যার নিন্দা জানিয়েছিলেন।
২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর ড্যান্স বহু আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে যৌথভাবে এক খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে তিনি গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং ‘ইজরায়েলের প্রতি সমর্থন’ বন্ধের আহ্বান জানান। উল্লেখ্য, ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস ব্যালফোরের স্বাক্ষরিত ৬৭ শব্দের একটি চিঠিই ছিল তথাকথিত ব্যালফোর ঘোষণা। তাতে বলা হয়েছিল, ব্রিটিশ সরকার “প্যালেস্টাইনে ইহুদি জাতির জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার” পক্ষে।
যদিও ঘোষণায় একটি শর্তও ছিল—“এই প্রক্রিয়ায় যেন প্যালেস্টাইনের অ-ইহুদি জনগোষ্ঠীর নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ না হয়।” কিন্তু বাস্তবে ব্রিটিশ সরকার এই অংশ উপেক্ষা করে। ঘোষণার অস্পষ্ট ভাষা, বিশেষ করে “ন্যাশনাল হোম” বা “জাতীয় আবাস” শব্দগুচ্ছ, পরবর্তীকালে ব্যালফোর নিজে এবং তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ এমনভাবে ব্যাখ্যা করেন, যেন তা শুরু থেকেই “একটি ভবিষ্যৎ ইহুদি রাষ্ট্র” অর্থেই ব্যবহৃত হয়েছিল।
ঘোষণার সময় প্যালেস্টাইনের মোট জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি ছিল আরব—মুসলমান ও খ্রিষ্টান। তবুও ব্রিটিশ সিদ্ধান্তে তাদের অধিকার সম্পূর্ণ উপেক্ষিত হয়। ইতিহাসবিদদের মতে, ব্যালফোর ঘোষণা ছিল উপনিবেশবাদী রাজনীতির একটি বড় মোড়, যা ১৯৪৮ সালের 'নাকবা' বা “বিপর্যয়”-এর ভিত্তি তৈরি করেছিল। ওই বছর ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ৭ লক্ষ ৫০ হাজারেরও বেশি প্যালেস্টাইনি জোর করে উচ্ছেদ হন বা দেশ ছাড়তে বাধ্য হন।
চার্লস ড্যান্সের সাম্প্রতিক মন্তব্য সেই পুরোনো ইতিহাসের প্রতি নতুন করে আলোকপাত করেছে। ব্রিটিশ মিডিয়ার একাংশ ইতিমধ্যেই তাঁর বক্তব্যকে “বিতর্কিত” বলে অভিহিত করলেও, বহু মানবাধিকার কর্মী তাঁর বক্তব্যকে “বিবেকের আহ্বান” হিসেবে স্বাগত জানিয়েছেন। ড্যান্সের ভাষায়, “ইতিহাসের যে ক্ষত আমরা সৃষ্টি করেছি, তা মুছে না দিলে কোনও শান্তির প্রক্রিয়াই টেকসই হতে পারে না।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?