রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ২৭ অক্টোবর ২০২৫ ১১ : ৫৬Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মহম্মদ ইউনূস আবারও কূটনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার তিনি পাকিস্তানের একজন জেনারেলকে এমন একটি মানচিত্র উপহার দিয়েছেন, যেখানে ভারতের আসাম-সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত সপ্তাহান্তে, যখন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারপারসন জেনারেল সাহির শমশাদ মির্জা ঢাকা সফরে যান এবং ইউনূসের সঙ্গে বৈঠক করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলেও সাম্প্রতিক সময়ে ইউনূস সরকারের আমলে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে।
রবিবার ইউনূস তাঁর ‘এক্স’ অ্যাকাউন্টে ওই বৈঠকের ছবি পোস্ট করেন। ছবিগুলির মধ্যে একটি ছবিতে দেখা যায়, ইউনূস জেনারেল মির্জাকে ‘Art of Triumph’ নামের একটি বই উপহার দিচ্ছেন — যার প্রচ্ছদে প্রকাশিত মানচিত্রে ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যকে বাংলাদেশ ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে।
আরও পড়ুন: ভারত থেকে পলাতক, সেই বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েককে রাজকীয় অভ্যর্থনা ঢাকার
এই ছবিটি প্রকাশের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে বহু ভারতীয় নাগরিক ও বিশ্লেষক ইউনূসের এই পদক্ষেপকে ভারতের সার্বভৌমত্বের উপর ‘অবাঞ্ছিত হস্তক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রক এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
‘গ্রেটার বাংলাদেশ’ ধারণার পুনরুত্থান
বিতর্কিত মানচিত্রটি মূলত তথাকথিত ‘Greater Bangladesh’ ধারণার সঙ্গে মেলে, যা কিছু মৌলবাদী ইসলামি গোষ্ঠী বহুদিন ধরে প্রচার করে আসছে। মানচিত্রে ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও অরুণাচল প্রদেশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে।
ইউনূস সরকারের আমলে নতুন কূটনৈতিক সমীকরণ
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রদের হিংসাত্মক আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতায় আসে ইউনূসের অন্তর্বর্তী সরকার। তাঁর ক্ষমতায় আসার পর থেকেই ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে এবং চীনের সঙ্গেও যোগাযোগ বাড়ছে।
তবে এটি প্রথম নয় যখন ইউনূস ভারতের উত্তর-পূর্ব অঞ্চল নিয়ে মন্তব্য করেছেন। গত এপ্রিল মাসে চীন সফরের সময় তিনি চীনা কর্মকর্তাদের বলেন, “ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য একটি ভূমিবেষ্টিত অঞ্চল (landlocked region)। সমুদ্রপথে তাদের কোনও প্রবেশাধিকার নেই। তাই বাংলাদেশই এই অঞ্চলের ‘সমুদ্র অভিভাবক’। এটি চীনা অর্থনীতির সম্প্রসারণের এক বিশাল সুযোগ।”
এই বক্তব্যের পরই দিল্লি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর উত্তর-পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্ব পুনর্ব্যক্ত করে বলেন, এই অঞ্চল বিমসটেক (BIMSTEC)-এর মূল সংযোগকেন্দ্র এবং ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির গুরুত্বপূর্ণ অংশ।
ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন
ইউনূস সরকারের অবস্থানের পরিপ্রেক্ষিতে ভারত সম্প্রতি এমন একটি ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে, যার আওতায় বাংলাদেশি পণ্য ভারতের ভূমি ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমার-এ পৌঁছত।
ইউনূসের সহযোগীদের বিতর্কিত মন্তব্য
এ বছর মে মাসে ইউনূসের ঘনিষ্ঠ সহকারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান এক সাক্ষাৎকারে বলেন, “যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে বাংলাদেশকে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল দখল করা উচিত।” এই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
এর আগে ২০২৪ সালে ইউনূসের আরেক ঘনিষ্ঠ সহযোগী নাহিদুল ইসলাম সামাজিক মাধ্যমে এমন একটি মানচিত্র শেয়ার করেছিলেন, যেখানে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার কিছু অংশকে বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখানো হয়েছিল। ব্যাপক সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে দেন।
কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ইউনূসের এই পুনরাবৃত্ত মন্তব্য ও পদক্ষেপগুলি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে এক নতুন অস্থিরতা তৈরি করছে। চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করে ইউনূস হয়তো ভারতের ওপর চাপ সৃষ্টির কৌশল নিচ্ছেন। ঢাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউনূসের বক্তব্য শুধু কূটনৈতিক সীমা লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের নিজস্ব ভূরাজনৈতিক অবস্থানকেও জটিল করে তুলতে পারে।
বর্তমানে ভারত ও বাংলাদেশের সম্পর্ক অতীতের যে কোনও সময়ের তুলনায় বেশি টানাপোড়েনপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, যদি এই ধরনের বিতর্কিত বক্তব্য অব্যাহত থাকে, তাহলে দুই দেশের সহযোগিতা—বিশেষ করে বাণিজ্য, ট্রানজিট ও নিরাপত্তা ক্ষেত্রে—গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?