রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | কলকাতা বিমানবন্দরে রচিত হল ইতিহাস, রবিবার থেকেই চালু চিনের উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা, জানুন বিস্তারিত

কৌশিক রয় | ২৬ অক্টোবর ২০২৫ ২০ : ২১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো চালু করতে চলেছে কলকাতা থেকে চিন সরাসরি বিমান পরিষেবা। দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে চিনের গুয়াংঝো শহরে পৌঁছবে এই বিমানটি।

জানানো হয়েছে, রবিবার অর্থাৎ ২৬ অক্টোবর থেকেই  চালু হয়ে যাচ্ছে এই বিমান পরিষেবা। ইতিমধ্যেই, ভারতের বিমান পরিবহন মন্ত্রক (Ministry of Civil Aviation) এই পরিষেবার অনুমোদন করেছে।

আন্তর্জাতিক স্তরে নতুন এই রুট চালুর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, শিক্ষাগত ও পর্যটন সহযোগিতা এক নতুন পর্যায়ে পৌঁছাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতদিন পর্যন্ত কলকাতা থেকে গুয়াংঝো যেতে যাত্রীদের বিভিন্ন ট্রানজিট শহরে থামতে হত।

অর্থাৎ, দুই দেশের দুই শহরের মধ্যে সরাসরি কোনও পরিষেবা ছিল না। সময় ও ব্যয়ের দিক থেকে যাত্রীদের ভ্রমণকে জটিল করে তুলত। নতুন এই পরিষেবার ফলে যাত্রীরা দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। রবিবার প্রথম চিনের উদ্দেশ্যে রওনা দেবে বিমানটি।

রাত দশটা নাগাদ মোট ১৭৬ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে রওনা দেওয়ার কথা রয়েছে বিমানটির। পৌঁছতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। আগে যেখানে প্রায় ১২ ঘণ্টার ওপর লাগত, সেখান এই পরিষেবা চালু হওয়ায় ব্যাপক সুবিধা পাবেন যাত্রীরাও।

কলকাতা থেকে চিনের গুয়াংঝো শহরের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের মধ্যে খুশি দেখা গিয়েছে। এই নয়া বিমান পরিষেবা চালুর আগে এদিন কলকাতা বিমানবন্দরে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সেখানে উপস্থিত ছিলেন ভারত এবং চিন দুই দেশের নাগরিকরাই। বিমানের এক যাত্রী প্রদীপ প্রজ্জ্বলন করে যাত্রার শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর পিআর বেউরিয়া।

মনে করা হচ্ছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের জন্য এই রুটটি বিশেষভাবে সুবিধাজনক হতে চলেছে। ব্যবসায়ী, পড়ুয়া, গবেষক ও পর্যটক সব ধরনের যাত্রীই উপকৃত হবেন। এতে আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও মনে করা হচ্ছে।

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, নতুন এই রুটটি ভারতের আকাশ পথকে আরও গতিশীল ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করতে সাহায্য করবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সরাসরি ফ্লাইট চালুর ফলে বুকিং প্রক্রিয়া আরও সহজ হবে, যাত্রীরা তাঁদের ভ্রমণ পরিকল্পনা আরও নির্ভর যোগ্য ভাবে করতে পারবেন এবং সময় ও অর্থ উভয় ক্ষেত্রেই সাশ্রয় হবে।

বিমান পরিবহন মন্ত্রকের এক মুখপাত্র জানান, আন্তর্জাতিক রুট অনুমোদনের ক্ষেত্রে সবধরনের নিরাপত্তা ও কূটনৈতিক ভাবে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। ভারতের নাগরিকদের জন্য আরও আন্তর্জাতিক সংযোগ স্থাপনই এখন সরকারের অগ্রাধিকার।

জানা গিয়েছে, কলকাতা থেকে গুয়াংঝো শহরের এই বিমানটি নিয়মিত চলাচল করবে। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে পূর্ব ভারতে অন্যতম বড় বিমানবন্দর হয়ে উঠবে কলকাতা। উল্লেখ্য, পাঁচ বছরেরও বেশি সময় পর অবশেষে ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হল।

রবিবার চিনের ভারতে নিযুক্ত দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্স-এ পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, 'চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট এখন বাস্তবতা।'

জানা গিয়েছে, এর পরবর্তী ধাপে শাংহাই–নয়াদিল্লি রুটে ফ্লাইট পরিষেবা শুরু হবে ৯ নভেম্বর ২০২৫ থেকে, যেখানে প্রতি সপ্তাহে তিনটি উড়ান চালানোর পরিকল্পনা রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া