রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | ভারত-চীন সরাসরি উড়ান পুনরায় চালু: নতুন ইতিহাসের সাক্ষী রইল কলকাতা

সুমিত চক্রবর্তী | ২৬ অক্টোবর ২০২৫ ১৮ : ০১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: পাঁচ বছরেরও বেশি সময় পর অবশেষে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়েছে। রবিবার চীনের ভারতে নিযুক্ত দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্স-এ পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, “চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট এখন বাস্তবতা।”


এই ঐতিহাসিক পুনরারম্ভের সূচনা হয়েছে কলকাতা থেকে গুয়াংজু রুটে প্রথম ফ্লাইট চালুর মধ্য দিয়ে। এর পরবর্তী ধাপে শাংহাই–নয়াদিল্লি রুটে ফ্লাইট পরিষেবা শুরু হবে ৯ নভেম্বর ২০২৫ থেকে, যেখানে প্রতি সপ্তাহে তিনটি উড়ান চালানোর পরিকল্পনা রয়েছে।

 


ইন্ডিগো প্রথম সারিতে
ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো প্রথম দিকের এয়ারলাইন্সগুলির মধ্যে রয়েছে যারা কোভিড-পরবর্তী এই গুরুত্বপূর্ণ রুটে পরিষেবা পুনরায় চালু করছে। সংস্থাটি গত ২ অক্টোবর তাদের প্রেস রিলিজে জানিয়েছিল যে, তারা ২৬ অক্টোবর ২০২৫ থেকে কলকাতা ও গুয়াংজু-এর মধ্যে প্রতিদিনের ননস্টপ ফ্লাইট চালু করবে, যেখানে ব্যবহৃত হবে আধুনিক Airbus A320neo বিমান।


এছাড়াও, ইন্ডিগো জানিয়েছে যে তারা শীঘ্রই দিল্লি–গুয়াংজু রুটেও সরাসরি ফ্লাইট চালু করবে, যা বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায়। পরে সংস্থাটি ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে ১০ নভেম্বর থেকে এই নতুন দিল্লি–গুয়াংজু রুটেও দৈনিক সরাসরি উড়ান শুরু হবে। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে ব্যবসা, পর্যটন এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।


ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল কোভিড-১৯ মহামারির শুরু থেকে, এবং এর সঙ্গে যুক্ত হয়েছিল ২০২০ সালের জুন মাসের গালওয়ান উপত্যকার সংঘর্ষ, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষগুলির একটি ছিল। এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ অবস্থায় ছিল।

আরও পড়ুন:  ছট পূজা: সূর্য উপাসনার বিজ্ঞান, পুরাণ ও প্রকৃতি-সচেতনতার অসাধারণ সমন্বয়


তবে অক্টোবর ২০২৪-এ উভয় দেশ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পেট্রোলিং সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে। এই সমঝোতাকে সীমান্ত উত্তেজনা প্রশমনের বড় পদক্ষেপ হিসেবে দেখা হয়।


নতুন দিগন্তে বাণিজ্য ও পর্যটন
সরাসরি বিমান সংযোগ পুনরায় শুরু হওয়ার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়-এর এক নতুন অধ্যায় সূচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই উড়ান পরিষেবা কেবল ভ্রমণকে সহজ করবে না, বরং দুই দেশের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক পুনর্গঠনে সহায়তা করবে। একজন বাণিজ্য বিশ্লেষকের ভাষায়, “এই রুট পুনরায় চালু হওয়া শুধু আকাশপথের সংযোগ নয়, এটি দুই এশীয় পরাশক্তির মধ্যে আস্থা পুনর্গঠনের প্রতীক।”


পাঁচ বছর পর ভারত ও চীনের মধ্যে আকাশপথ আবার খুলে গেল— যা ভবিষ্যতের সহযোগিতা, যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া