রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | স্মার্টফোন যেন সাক্ষাৎ বোমা! তদন্তের রিপোর্ট দেখে চোখ কপালে উঠল

সুমিত চক্রবর্তী | ২৬ অক্টোবর ২০২৫ ১৩ : ০৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি প্রাইভেট স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২০ জনের, যার মধ্যে ১৯ জন যাত্রী ও এক মোটরসাইকেল আরোহী রয়েছেন। শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে, যখন বাসটি একটি বাইকে ধাক্কা মেরে আগুনে পুড়ে যায়।


অন্ধ্রপ্রদেশ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার পর বাসের নিচে আটকে পড়া দুই-চাকার গাড়িটির পেট্রোল ট্যাংক বিস্ফোরিত হয়, যা থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। পরবর্তীতে বাসে থাকা দুটি ১২ কেভি ব্যাটারি ও প্রচুর পরিমাণে স্মার্টফোনের লিথিয়াম-আয়ন ব্যাটারি আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়।


ফরেনসিক ও অগ্নি নির্বাপক দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বাসটিতে প্রায় ২৩৪টি স্মার্টফোন ছিল, যার বাজারমূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা। হায়দরাবাদের এক ব্যবসায়ী এই ফোনগুলো লজিস্টিক সার্ভিসের মাধ্যমে বেঙ্গালুরু পাঠাচ্ছিলেন। বিশেষজ্ঞদের মতে, আগুন লাগার পর ফোনগুলির লিথিয়াম ব্যাটারি একে একে বিস্ফোরিত হতে থাকে, ফলে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো কেবিন জুড়ে।

আরও পড়ুন: বদলে গেল নিয়ম, নভেম্বর থেকেই কার্যকর হতে চলেছে নতুন ব্যাঙ্ক নমিনেশন বিধি


তবে ডেপুটি ইনস্পেক্টর জেনারেল কোয়া প্রভীন বলেছেন, আগুনের প্রধান উৎস ছিল বাসের দুটি ১২ কেভি ব্যাটারি। তিনি জানান, “বাইকের ফুয়েল ট্যাংকটি প্রথমে বিস্ফোরিত হলেও সেটি আগুনের মূল কারণ নয়। আগুনের কেন্দ্রবিন্দু ছিল বাসের মূল দরজার পাশে থাকা দুটি ব্যাটারি, যেগুলো বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডকে মারাত্মক করে তোলে।”


ডিআইজি প্রভীন আরও জানান, “এই দুর্ঘটনায় দুটি জায়গায় দহন হয়েছে। প্রথমটি মোটরসাইকেলের পেট্রোল ট্যাংক এবং দ্বিতীয়টি বাসের ব্যাটারি টুলকিটে।” তিনি বলেন, বাসের অভ্যন্তরে ব্যবহৃত দাহ্য পদার্থ ও ধাতব রঙও আগুন ছড়াতে সহায়ক ছিল।


আগুনের তীব্রতায় বাসের অ্যালুমিনিয়াম মেঝে পর্যন্ত গলে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়েছিল যে অধিকাংশ যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।


দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৪ জন যাত্রী ছিলেন। কয়েকজন জানালা ভেঙে বা সাহায্যে পালাতে সক্ষম হন। বাসের চালক মিরিয়ালা লক্ষ্মাইয়া আগুন লাগার পর যাত্রী দরজা দিয়ে লাফিয়ে পালান এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার বিক্রান্ত পাটিল জানান, চালক প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন, তবে পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


লক্ষ্মাইয়া পালানোর আগে নীচের লাগেজ অংশে ঘুমিয়ে থাকা সহকারী চালক শিব নারায়ণকে জাগিয়ে তোলেন। দু’জনে মিলে লোহার রড দিয়ে বাসের জানালা ভাঙতে শুরু করেন, যাতে কিছু যাত্রী বেরিয়ে আসতে পারেন। উপস্থিত স্থানীয়রা ও ভেতরের যাত্রীরা আরও কিছু জানালা ভেঙে পালানোর চেষ্টা করেন।


তবে কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো বাসটিকে গ্রাস করে ফেলে। এই ঘটনায় ২০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। পুলিশ চালককে অতিরিক্ত গতি ও অবহেলার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির অধীনে অভিযুক্ত করেছে।


এদিকে, নিহতদের অধিকাংশের দেহ সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, সোমবারের মধ্যে ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন হবে। এই মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে সাম্প্রতিক কালের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে, যা আবারও প্রশ্ন তুলেছে বেসরকারি বাস পরিবহনের নিরাপত্তা মান নিয়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া