রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | সম্পূর্ণ অ্যাপ-ভিত্তিক টিকিটিং ব্যবস্থার পথে কলকাতা মেট্রো, যাত্রীদের হাতে শুধু মোবাইলই যথেষ্ট!

সুমিত চক্রবর্তী | ২৫ অক্টোবর ২০২৫ ১২ : ৩৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড় পরিবর্তনের পথে হাঁটছে। খুব শিগগিরই টিকিট কেনা ও ভাড়ার সমস্ত প্রক্রিয়া হবে সম্পূর্ণ অ্যাপ-ভিত্তিক অর্থাৎ যাত্রীদের আর টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে না কিংবা আলাদা স্মার্ট কার্ড বহন করতে হবে না। শুক্রবার কলকাতা মেট্রোর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র একথা ঘোষণা করেন।


তিনি বলেন, “আমরা চাই যাত্রীরা যেন আর কিছু বহন না করেন। শুধু তাঁদের মোবাইল ফোন থাকলেই যথেষ্ট।আমাদের লক্ষ্য, ভাড়ার সমস্ত লেনদেন একেবারে ডিজিটাল অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা।”


মিশ্র জানান, ম্যানুয়াল টিকিট কাউন্টারে ভিড় কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাত্রীরা যাতে সহজেই মোবাইল অ্যাপ বা স্মার্ট কার্ড ব্যবহার করে ভাড়া দিতে পারেন, সেই লক্ষ্যেই কলকাতা মেট্রো তাদের টিকিটিং সিস্টেমকে আরও আধুনিক করছে। এই ঘোষণার মাধ্যমে মেট্রো রেলওয়ে তাদের পরিষেবার পূর্ণ ডিজিটাল রূপান্তরের দিকেই অগ্রসর হচ্ছে।

আরও পড়ুন:  ২০২৬ সালে সোনার দাম কোথায় যাবে, আগাম জানিয়ে দিলেন বাবা ভাঙ্গা


এছাড়া তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাঠামো আপডেটের কথাও জানান। বিশেষ করে, ব্লু লাইন বা মূল উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের জন্য কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম চালুর অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এই আধুনিক সিগন্যালিং প্রযুক্তি আগামী তিন থেকে চার বছরের মধ্যে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে বলে জানান জিএম।


মিশ্র বলেন, “এটি ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে সমান্তরালভাবে এগোবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে চার বছরের মধ্যে এই প্রকল্প সম্পন্ন হবে।” এই প্রযুক্তি চালু হলে ট্রেন চলাচলের গতি ও নিরাপত্তা দুটোই বাড়বে, পাশাপাশি ট্রেনের মধ্যে ব্যবধান কমে অপেক্ষার সময়ও অনেকটা হ্রাস পাবে।
অন্যদিকে, অরেঞ্জ লাইন–এর কাজও দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানান তিনি। এই লাইনের মোট দৈর্ঘ্য প্রায় ২৯ কিলোমিটার, যার মধ্যে ১৯ কিলোমিটার অংশ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মিশ্র। এটি কলকাতা মেট্রোর সম্প্রসারণ পরিকল্পনার এক বড় মাইলফলক হতে চলেছে।


তিনি আরও জানান, বহু প্রতীক্ষিত কবি সুভাষ স্টেশন এবং শহীদ ক্ষুদিরাম পর্যন্ত রুটের মেরামতির কাজও আগামী সপ্তাহ থেকে শুরু হবে। ছট্‌ পূজার কারণে কিছুটা বিলম্ব হলেও এখন সেই কাজ শুরু করতে প্রস্তুত প্রশাসন। “আমরা উৎসবের কারণে কিছুটা পিছিয়ে গেছি, কিন্তু আগামী সপ্তাহেই মেরামতির কাজ শুরু হবে,” ।


প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কলকাতা মেট্রো তার ১৯৮৪ সালের সূচনার দিনগুলোকেও স্মরণ করে। ভারতের প্রথম মেট্রো পরিষেবা হিসেবে কলকাতা শুরু করেছিল মাত্র ৩.৪ কিলোমিটারের এক ছোট্ট পথে। আজ সেটি শহর ও উপশহরের রক্তস্রোতের মতো ছড়িয়ে পড়েছে একাধিক করিডরে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে বহন করছে।


অনুষ্ঠানের শেষে একটি ম্যাজিক শো–এর মাধ্যমে যাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা, নিয়ম-কানুন ও সচেতনতার বার্তা ছড়ানো হয়। কর্মকর্তারা বলেন, অ্যাপ-ভিত্তিক পরিষেবা, আধুনিক সিগন্যালিং এবং দ্রুত সম্প্রসারণের মাধ্যমে কলকাতা মেট্রো আগামী দিনে আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবহনব্যবস্থার দিকে এগিয়ে চলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া