রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৩ অক্টোবর ২০২৫ ১৮ : ২১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: প্রত্নতত্ত্বের দুনিয়ায় নিখুঁত ভাবে সংরক্ষিত কোনও কিছুর সন্ধান মেলা ভার। তবে সম্প্রতি আর্জেন্টিনার গবেষকদের হাতে এল এমনই এক বিরল ‘গুপ্তধন’ যা বদলে দিতে পারে জীববিজ্ঞানের গতিপথ। একেবারে অক্ষত ডাইনোসরের ডিম!
প্যাটাগোনিয়ায় জীবাশ্মবিদরা এমন একটি ডাইনোসরের ডিমের সন্ধান পেয়েছেন, যা ক্রেটেশিয়াস যুগের বলে মনে করা হচ্ছে। সেই হিসাবে ডিমটির বয়স আনুমানিক ৭ কোটি বছর হতে পারে।
এত প্রাচীন কোনও জিনিসে সামান্য ফাটল থাকা স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয়, ডাইনোসরের এই ডিমটি নিখুঁত অবস্থায় রয়েছে। খোলসটিও সম্পূর্ণ অক্ষত। এর ফলেই বিজ্ঞানীদের আশা ডিমটির ভিতরে ভ্রূণ থাকার সম্ভাবনা উজ্জ্বল।
টেক্সাসের যে বিজ্ঞানীরা ডায়ার উলফের মতো বিলুপ্ত প্রজাতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাঁরা আগে জানিয়েছিলেন যে ডাইনোসরকে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা তাঁদের নেই। তবে এই যুগান্তকারী আবিষ্কারের কথা শোনার পর তাঁরাও প্রলুব্ধ হতে পারেন। গত ৭ অক্টোবর, আর্জেন্টিনার ‘মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সেস’-এর একটি দল এই বিস্ময়কর আবিষ্কারটি করে। তাঁদের মতে, ডিমটি এতটাই নিখুঁত ভাবে সংরক্ষিত যে, দেখে মনে হচ্ছে সেটি যেন সদ্য পাড়া।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডিমটি ‘বোনাপার্টেনিকাস’ গণের কোনও ডাইনোসরের। এটি এক প্রকার মাংসাশী ডাইনোসর, যা ক্রেটেশিয়াস যুগের শেষ দিকে পৃথিবীতে বাস করত।
গবেষক গঞ্জালো মুনোজ ‘ন্যাশনাল জিওগ্রাফিক’-কে বলেন, “এটা আমাদের কাছে চূড়ান্ত বিস্ময়ের। কোনও মাংসাশী ডাইনোসরের ডিম খুঁজে পাওয়াই বিরল, তার উপর এমন নিখুঁত অবস্থায় পাওয়া তো প্রায় অকল্পনীয়।” তিনি আরও যোগ করেন, “ডিমটি খুঁজে পাওয়ার পর গোটা দলের আনন্দ ছিল দেখার মতো।”
মাংসাশী প্রজাতির ডিমের সন্ধান মেলা এমনিতেই বিরল। কারণ, এই ডিমগুলির খোলসওও পাতলা হয়, ফলে সহজেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই আবিষ্কারের ফলে বাস্তবেই ‘জুরাসিক পার্ক’ তৈরি হবে কি না, তা সময় বলবে। তবে ডিমের ভিতরে সত্যিই যদি ভ্রূণের সন্ধান মেলে, তা জীবাশ্মবিদ্যার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
স্বাভাবিক ভাবেই, গবেষকদের পরবর্তী পদক্ষেপ হল ডিমটিকে বিভিন্ন দিক থেকে স্ক্যান করা। তাঁদের আশা, এর মাধ্যমে ভিতরে সংরক্ষিত ভ্রূণের সন্ধান মিলতে পারে। সেই ভ্রূণ পাওয়া গেলে মাংসাশী ডাইনোসরদের বিবর্তন, বিকাশ এবং ডিম ফুটে বাচ্চা বেরোনোর পদ্ধতি সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হবে।

সৌভাগ্যের বিষয় বিজ্ঞানীরা এই আবিষ্কারের মুহূর্তটি সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিম) করছিলেন। ফলে বিশ্বজুড়ে বহু ডাইনোসর-প্রেমী এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরেছেন। অভিযানের-প্রধান ফেদেরিকো অ্যাগনোলিন বলেন, “বিজ্ঞানের দৌলতে আমরা এখন এমন অনেক মানুষের কাছে পৌঁছতে পারি, যাঁদের কাছে আগে পৌঁছনো সম্ভব ছিল না।”
বিজ্ঞানীরা ডিমের অন্দরের রহস্য ভেদ করার পর, সেটিকে নিয়ে আরও গবেষণার জন্য আর্জেন্টিনার ‘মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সেস’-এ নিয়ে যাবেন। গবেষণা শেষে ডিমটি প্যাটাগোনিয়ায় ফিরিয়ে আনা হবে এবং সেখানকার একটি জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?