রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | মঙ্গলে প্রাণ? নাসার হাতে এল অবাক করা তথ্য

সুমিত চক্রবর্তী | ২১ অক্টোবর ২০২৫ ১৬ : ২৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:  একটি নতুন গবেষণায় জানা গেছে, মঙ্গলগ্রহের বরফস্তরে কোটি কোটি বছর আগে মৃত জীবের অণুজীবীয় চিহ্ন এখনও জমাট অবস্থায় টিকে থাকতে পারে। গবেষকরা দেখিয়েছেন, যদি ব্যাকটেরিয়ার অণুসমূহ বিশুদ্ধ বরফে আবদ্ধ থাকে, তাহলে তারা মহাজাগতিক বিকিরণের মধ্যেও প্রায় ৫ কোটি বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে। এই আবিষ্কার মঙ্গলের জমাট পৃষ্ঠের নিচে অতীত জীবনের প্রমাণ পাওয়ার আশাকে নতুনভাবে উজ্জীবিত করেছে।


গবেষণার জন্য বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে মঙ্গলের পরিবেশের মতো শর্ত তৈরি করেন। তাঁরা ই. কোলাই ব্যাকটেরিয়া ও বিশুদ্ধ জল থেকে তৈরি বরফের নমুনা ব্যবহার করেন। এই নমুনাগুলোকে মাইনাস ৬০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় জমাট রাখা হয় এবং এমন মাত্রার বিকিরণে প্রকাশ করা হয়, যা মঙ্গলগ্রহ লক্ষ লক্ষ বছর ধরে অনুভব করছে।


ফলাফল দেখে গবেষকরা বিস্মিত হন। দেখা যায়, বিকিরণ আঘাতের পরও প্রোটিন গঠনের মূল উপাদান অ্যামিনো অ্যাসিডের ১০ শতাংশেরও বেশি অক্ষত ছিল। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস্টোফার হাউস বলেন, “পঞ্চাশ মিলিয়ন বছর বর্তমান মঙ্গলের কিছু বরফস্তরের অনুমিত বয়সের চেয়েও বেশি। এর মানে, মঙ্গলের পৃষ্ঠের কাছাকাছি যদি কোনও ব্যাকটেরিয়া থাকে, ভবিষ্যৎ মিশনগুলো তা খুঁজে পেতে পারে।”

আরও পড়ুন:  পৃথিবীকে ঘিরছে সৌরঝড়ের বিকিরণ বলয়, চিন্তায় বিজ্ঞানীরা


গবেষণায় দেখা গেছে, মঙ্গলের মাটি বা শিলাযুক্ত নমুনা অনেক দ্রুত ভেঙে পড়ে, অথচ বিশুদ্ধ বরফ জীবাণু ও অণুগুলোর জন্য একটি ঢালের মতো কাজ করে। কারণ, যখন বিকিরণ খনিজ-যুক্ত বরফে আঘাত করে, তখন তা রিঅ্যাকটিভ র্যাকডিক্যাল তৈরি করে। এরা দ্রুত চলাচল করে এবং অ্যামিনো অ্যাসিড ধ্বংস করে ফেলে। কিন্তু কঠিন, বিশুদ্ধ বরফে এই র্যা ডিক্যালগুলো জমাট অবস্থায় আটকে যায়, ফলে ক্ষতি কম হয়।


গবেষক পাভলোভ ব্যাখ্যা করেন, “যখন বরফ সম্পূর্ণ কঠিন অবস্থায় থাকে, বিকিরণে তৈরি ক্ষতিকর কণাগুলো স্থির হয়ে পড়ে এবং জৈব যৌগের কাছে পৌঁছাতে পারে না।” অর্থাৎ, শিলা বা মাটি ছাড়া বিশুদ্ধ বরফ জীবনের সম্ভাবনাকে আরও বাস্তব করে তোলে।


গবেষণায় আরও দেখা যায়, মন্টমরিলোনাইট নামের কাদামাটির খনিজ কোনও সুরক্ষা দেয় না বরং এটি ক্ষয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। কারণ, খনিজের পাতলা তরল স্তরে বিকিরণ সহজে ছড়িয়ে পড়ে এবং অণু ভেঙে দেয়।


তাপমাত্রাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উষ্ণ, মঙ্গলসম পরিবেশে অ্যামিনো অ্যাসিড দ্রুত নষ্ট হয়, অথচ ঠান্ডা, ইউরোপা সদৃশ তাপমাত্রায় তারা অনেক দীর্ঘস্থায়ী হয়। উচ্চ তাপমাত্রায় বিকিরণ বেশি মোবাইল অক্সিড্যান্ট তৈরি করে, যা দ্রুত জৈব পদার্থের সঙ্গে বিক্রিয়া করে ধ্বংস ঘটায়।


একই সঙ্গে, জলের পরিমাণ সম্পর্কেও চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। আগে ধারণা ছিল, বেশি জল থাকলে ক্ষয় দ্রুত ঘটে। কিন্তু গবেষণায় দেখা গেছে, সম্পর্কটি আরও জটিল। বিশুদ্ধ বরফে তৈরি র্যা়ডিক্যালগুলো সহজে চলতে পারে না, কিন্তু সামান্য জলযুক্ত খনিজে তারা পাতলা তরল স্তরের ভেতর দিয়ে চলাচল করে দ্রুত অণু ভেঙে ফেলতে পারে।


গবেষণার সারমর্ম হল যদি মঙ্গলগ্রহে কোনওদিন মাইক্রোবিয়াল জীবন থেকে থাকে, তার রাসায়নিক চিহ্ন এখনও বরফের নিচে লুকিয়ে থাকতে পারে। বিশুদ্ধ বরফ জৈব অণুগুলোকে কোটি কোটি বছর ধরে সংরক্ষণ করতে সক্ষম, যা ভবিষ্যৎ মানব মিশনের জন্য আশার আলো।


নাসার বিজ্ঞানীদের এই গবেষণা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে: জীবনের প্রমাণ খোঁজার জন্য নজর দিতে হবে বরফের দিকে, শিলার দিকে নয়। মঙ্গলের অতীত জীবনের সূত্র হয়তো ইতিমধ্যেই সেখানে রয়েছে — জমাট বরফস্তরের ভেতরে, সময়ের গভীরে সংরক্ষিত অবস্থায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া